শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা। গত রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

৩১ বছর বয়সী বুমরার পরিবর্তে হর্ষিত রানাকে দলে নিয়েছে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে আইপিএলে সর্বশেষ মৌসুমে ভালো করার পুরস্কার হিসেবে গত নভেম্বরে বোর্ডার–গাভাস্কার ট্রফি দিয়ে ভারতের হয়ে অভিষেক হয় হর্ষিতের। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও খেলছেন তিনি। প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার।

ভারতের পরিবর্তিত দলে আরেকটি চমক আছে। উদ্বোধনী ব্যাটসম্যান যশস্বী জয়সোয়ালকে বাদ দিয়ে অফ স্পিনার বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে। এতে ভারতীয় দলে স্পিনারের সংখ্যা বেড়ে হলো পাঁচজন—বরুণ, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে দুই বাঁহাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বরুণ চক্রবর্তী। প্রকৌশলী থেকে পুরোদস্তুর ক্রিকেটার বনে যাওয়া এই স্পিনার বৈশ্বিক আসরে সর্বশেষ খেলেছেন ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে।  

গত জানুয়ারিতে বোর্ডার–গাভাস্কার ট্রফিতেই নতুন করে পিঠের সমস্যায় পড়েন বুমরা। এরপরও চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াডে তাঁকে রাখা হয়েছিল। কিন্তু সর্বশেষ স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়, পিঠের চোট থেকে সেরে উঠতে আরও পাঁচ সপ্তাহ সময় লাগবে। তত দিনে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে যাবে। এ কারণে গতকাল চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিনে তাঁকে বাদ দিতে বাধ্য হয়েছে বিসিসিআই।

বুমরার না থাকা ভারতের জন্য বিশাল এক ধাক্কা হয়েই এল। গত বছরটা অবিশ্বাস্য কেটেছে তাঁর। জুনে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় অবদান রেখে হয়েছিলেন টুর্নামেন্টসেরা। বোর্ডার–গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ভারত ৩–১ ব্যবধানে হারলেও তিনি হয়েছিলেন সিরিজসেরা। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাবও জিতেছেন।

এদিকে, জয়সোয়ালকে চূড়ান্ত দল থেকে বাদ দেওয়া হলেও রিজার্ভ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়েছে। এ তালিকায় আরও আছেন পেসার মোহাম্মদ সিরাজ ও ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবে। বিসিসিআই জানিয়েছে, এই তিনজন ভারতেই থাকবেন। শুধু দরকার পড়লে দুবাইয়ে যাবেন।

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। টুর্নামেন্টে রোহিত–কোহলিদের অভিযান শুরু ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ।

ভারতের চূড়ান্ত স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ–অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।

রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ