কিশোরগঞ্জে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে সিএনজিতে তুলে নিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে শহরের ঈশাখাঁ সড়কে ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারের শরবত ব্যবসায়ী ইলিয়াস মিয়া জানান, মালামাল কেনার জন্য তিনি কিশোরগঞ্জ শহরে গিয়েছিলেন। দুপুর ১২টার দিকে তিনি ঈশাখাঁ সড়কে ড্রেনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন যুবক পুলিশ পরিচয়ে তার কাছে ইয়াবা থাকার অভিযোগ এনে ভয় দেখায় এবং থানায় নেওয়ার কথা বলে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয়।

পথে দুর্বৃত্তরা ছুড়ি দেখিয়ে তার কাছে থাকা ২,৮৪০ টাকা ছিনিয়ে নেয়। পরে মাত্র ১০০ টাকা ফেরত দিয়ে দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যায়।

এদিকে, তন্ময় মাহমুদ নামে আরেক ব্যক্তি জানান, একই দিন আখড়াবাজার পিটিআই গলির কবরস্থান এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার কাছ থেকে ৫,৪৬০ টাকা ছিনিয়ে নেয়। তিনি এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেননি। তবে অভিযোগ পাওয়া গেলে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য় ক অপহরণ ক শ রগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

রয়্যাল সোসাইটি অব লিটারেচারের নতুন সভাপতি এলিফ শাফাক

ঔপন্যাসিক এলিফ শাফাক যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অব লিটারেচারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বিদায়ী সভাপতি বার্নার্দিন ইভারিস্টোর চার বছরের মেয়াদ শেষে তিনি এ দায়িত্ব নিচ্ছেন।

ব্রিটিশ-তুর্কি এই লেখক দ্য আইল্যান্ড অব মিসিং ট্রিস ও দেয়ার আর রিভারস ইন দ্য স্কাইসহ বহু উপন্যাসের রচয়িতা। সোসাইটির বার্ষিক সাধারণ সভায় ফেলোদের ভোটে তাঁকে নির্বাচন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়।

এলিফ শাফাক দ্য গার্ডিয়ানকে বলেন, ‘তাঁদের সিদ্ধান্তে আমি আবেগাপ্লুত। আমার কাছে ফেলোশিপ মানে কেবল সংগঠনে যোগ দেওয়া নয়। আমি মনে করি, এর মানে হলো সহযোগিতা, সংহতি ও একসঙ্গে থাকা। আমরা অস্থির ও কঠিন সময় পার করছি। লেখক, গ্রন্থাগারিকসহ সবার সামনে এখন অনেক চ্যালেঞ্জ।’

তাঁর মেয়াদকালে নিজস্ব কিছু পরিকল্পনা থাকলেও এলিফ শাফাক বলেন, ‘প্রথমত, আমি সবার কথা শুনতে চাই। আমার সহলেখক ও কবিদের ভাবনা ও প্রস্তাব জানতে চাই।’

এজিএমে মেয়াদ শেষে সদ্য সাবেক সভাপতি ইভারিস্টো বলেন, ‘শাফাক নির্বাচিত হওয়ায় আমি খুশি। তিনি বিশ্বব্যাপী বেস্টসেলিং লেখক হিসেবে পরিচিত।’

এলিফ শাফাক ২০২০ সাল থেকে রয়্যাল সোসাইটি অব লিটাচারের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২১, যার মধ্যে ১৩টি উপন্যাস। তাঁর লেখা ৫৮টি ভাষায় অনূদিত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল

সম্পর্কিত নিবন্ধ