সিদ্ধিরগঞ্জে থানা যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
Published: 28th, February 2025 GMT
সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক পার্কে এ যুব সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নাসির উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাহিদুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমেদ সাকী।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা মোবারক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মানসুর আহমেদ সাকী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা এবং যুব সমাজ ।
জুলাই-আগস্ট অভ্যুত্থানে যুব সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।দেড় হাজারের অধিক নিহত এবং ৩০ হাজারের অধিক আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাসের। জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
বলিষ্ঠ নেতৃত্বে হাজার আলেম সমাজ, ছাত্রসহ সবস্তরের মানুষ অংশগ্ৰহণ করেছিলেন।এ দেশের মানুষ ভালো নেতার নেতৃত্ব দেখতে চায়। তরুন যুবকদের মাধ্যমে সমাজ গঠন করতে চায়। এজন্য যুব সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা সোহেল প্রধান, থানা উত্তরের সভাপতি মুহা ইসমাঈল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা-এর দ্বীনি সংগঠনের ছদর মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি আলহাজ্ব মাওলানা শামসুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি এইচ এম ইয়াসিন আরাফাত, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহা আমির হামজা সহ থানা ওয়ার্ড ও ইউনিট শাখার নেতৃত্ব বৃন্দ।
প্রধান অতিথি সম্মেলনে তার বক্তব্য শেষে ২০২৩-২৪ সেশনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করেন।
এতে মুহাম্মাদ সাহিদুর রহমানকে সভাপতি হাফেজ মাহদী হাসানকে সহ-সভাপতি মোমেন আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এসময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মুহা.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ উপস থ ত ছ ল ন ইসল ম স দ ধ রগঞ জ থ ন
এছাড়াও পড়ুন:
আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেছিল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, এ বছর সারা বাংলাদেশ থেকে ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
হাইকমিশন প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত পেশাগত উন্নয়নই নয়, ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও দৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি গড়ে উঠেছে আমাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগের ভিত্তিতে। এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ৪ ঘণ্টা আগেআইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।
আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা২৮ জুলাই ২০২৫