সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)  দুপুরে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক পার্কে এ যুব সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নাসির উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাহিদুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমেদ সাকী।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা মোবারক হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে মানসুর আহমেদ সাকী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা এবং যুব সমাজ ।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে যুব সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।দেড় হাজারের অধিক নিহত এবং ৩০ হাজারের অধিক আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাসের। জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

বলিষ্ঠ নেতৃত্বে হাজার আলেম সমাজ, ছাত্রসহ সবস্তরের মানুষ অংশগ্ৰহণ করেছিলেন।এ দেশের মানুষ ভালো নেতার নেতৃত্ব দেখতে চায়। তরুন যুবকদের মাধ্যমে সমাজ গঠন করতে চায়। এজন্য যুব সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা সোহেল প্রধান, থানা উত্তরের সভাপতি মুহা ইসমাঈল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা-এর দ্বীনি সংগঠনের ছদর মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি আলহাজ্ব মাওলানা শামসুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি এইচ এম ইয়াসিন আরাফাত, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহা আমির হামজা সহ থানা ওয়ার্ড ও ইউনিট শাখার নেতৃত্ব বৃন্দ। 

প্রধান অতিথি সম্মেলনে তার বক্তব্য শেষে ২০২৩-২৪ সেশনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করেন।

এতে মুহাম্মাদ সাহিদুর রহমানকে সভাপতি হাফেজ মাহদী হাসানকে সহ-সভাপতি মোমেন আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এসময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মুহা.

হাসানুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক শরীফ হুসাইন, দফতর সম্পাদক আব্দুর রহিম শাওন, প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম, দাওয়াহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাহদি হাসান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোমেন ইসলাম, ত্রান সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক রাসেল, শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক মনোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, সংখ্যালঘু ও নৃ গোষ্ঠী বিষয়ক সম্পাদক জুয়েল, উপ সম্পাদক মাসুম বিল্লাহ, উপ সম্পাদক আরিফ ও প্রচার সম্পাদক এইচ এম ইয়াসিন আরাফাত।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ উপস থ ত ছ ল ন ইসল ম স দ ধ রগঞ জ থ ন

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা