ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানচলাচল স্বাভাবিক, কয়েকটি কারখানায় ছুটি
Published: 3rd, March 2025 GMT
গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সরে গেছেন আন্দোলনকারী শ্রমিকরা। এর ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে নারী শ্রমিকের আত্মহত্যার জেরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে টায়ার ও কারখানার গাড়িতে আগুন দেন তারা। সাড়ে ১১ টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। দুপুর ১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় অবস্থিত প্যানারোমা এ্যাপারেলস লিমিটেড। গতকাল রবিবার কারখানার একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার জেরে আজ সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় এসে কাজ বন্ধ করে মহাসড়কে পাশে অবস্থান নেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার একটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আরো পড়ুন:
কেয়া গ্রুপের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, “শ্রমিক অসন্তোষের জেরে আশেপাশের কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এখন শ্রমিকরা সড়কে নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।