মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে সংঘর্ষে আহত ১০
Published: 6th, March 2025 GMT
মসজিদে তারাবির জামাত থেকে স্যান্ডেল হারানো নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে ঘটে এ ঘটনা। যদিও পুলিশ ধারণা করছে, খেলার ছলে কোনো কুকুর মসজিদের বারান্দা থেকে স্যান্ডেল নিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গোকুলনগরে আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে আব্দুল মালেকের লোকজনের সঙ্গে আমজাদ হোসেনের পক্ষের বিরোধ চলছে। গ্রামের মসজিদে উভয় পক্ষের লোকেরাই তারাবির নামাজ পড়ছেন। কয়েকদিন ধরে মালেকের সমর্থকদের স্যান্ডেল নামাজ পড়ার সময় মসজিদের সিঁড়ি থেকে হারিয়ে যাচ্ছে।
বুধবার রাতেও তাদের কয়েকজনের স্যান্ডেল হারানো যায়। বিষয়টি নিয়ে নামাজের পর মালেকের সমর্থকদের সঙ্গে আমজাদের পক্ষের তর্কাতর্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ জন আহত হন। তাদের মধ্যে নজরুল ইসলাম, সুজন বিশ্বাস, উত্তম বিশ্বাস, রিপন বিশ্বাসের নাম জানা গেছে। আহত ব্যক্তিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, গোকুলনগর গ্রামে তারাবির নামাজের সময় সম্ভবত কুকুর খেলার ছলে স্যান্ডেল নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতে থাকে। বিষয়টি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ ন ইদহ স ঘর ষ মসজ দ
এছাড়াও পড়ুন:
যাই কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না: প্রেস সচিব
যাই কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন—প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচন হওয়ার কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। সুন্দর, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বিশ্বের অনেক দেশেই জাতীয় ঐকমত্য গঠনে দীর্ঘ সময় লাগে। তুলনামূলকভাবে আমাদের রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে একাধিকবার বসেছে, আলোচনা করেছে। এটা ইতিবাচক প্রবণতা। আমরা আশা করছি, ‘জুলাই সনদ’ একটি যুগান্তকারী রাজনৈতিক দলিল হবে।”
তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে খসড়া সনদ তৈরি, যাচাই-বাছাই ও সমন্বয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছ। আজ বৈঠক চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
ঢাকা/এএএম/ইভা