Samakal:
2025-05-03@19:14:39 GMT

ভিসার বিশেষ ক্যাম্পেইন

Published: 13th, March 2025 GMT

ভিসার বিশেষ ক্যাম্পেইন

বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা বাংলাদেশে প্রথমবারের মতো কার্ডধারীর জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সব ভিসা কার্ডধারী আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ পাবেন। রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের আনন্দ আরও বাড়িয়ে তুলতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ৩১ মে পর্যন্ত চলবে।

ভিসা জানিয়েছে, ক্যাম্পেইনটিতে ভিসা কার্ডধারীরা অ্যাক্টিভেট অ্যান্ড উইন, ট্যাপ অ্যান্ড উইন ও স্পেন্ড অ্যান্ড উইন– তিনটি ভিন্ন অফারের সুবিধা উপভোগ করতে পারবেন। ‘অ্যাক্টিভেট অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহককে কমপক্ষে ৫০০ টাকার একটি লেনদেন করতে হবে। এর মাধ্যমে ১৫০ টাকার ফুডপ্যান্ডা ভাউচার জেতার সুযোগ রয়েছে। ‘ট্যাপ অ্যান্ড উইন’ অফারটি পেতে ভিসা কার্ডধারীকে কমপক্ষে ১৫টি ‘ট্যাপ অ্যান্ড পে’ লেনদেন (প্রতিটি লেনদেন ৫০০ টাকা বা তার বেশি) সম্পন্ন করতে হবে। সফলভাবে শর্ত পূরণ করলে ৫০০ টাকার ফুডপ্যান্ডা ভাউচার পাওয়া যাবে। ‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফারটি পেতে গ্রাহককে ক্যাম্পেইনের সময় যত বেশি সম্ভব লেনদেন করতে হবে। সেখান থেকে শীর্ষ ১০০ খরচকারী পাবেন ১৫ হাজার টাকার ফুডপ্যান্ডা ভাউচার।

এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘আমরা আমাদের কার্ডধারীর জন্য প্রতিটি মুহূর্ত আরও বেশি উপভোগ্য করে তুলতে চাই। সমৃদ্ধ সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যে পরিপূর্ণ বাংলাদেশ। আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে এই আনন্দ কার্ডধারীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। ডিজিটাল লেনদেনকে সহজ ও নিরাপদ করতে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আর এ উৎসবের মুহূর্তে বিশেষ অফার আনতে পেরে আমরাও উচ্ছ্বসিত। ফুডপ্যান্ডার সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এই আনন্দকে আরও ছড়িয়ে দিতে চাই। রমজানের শপিং থেকে শুরু করে ঈদের প্রস্তুতি হোক বা পহেলা বৈশাখ উদযাপন– ভিসা প্রতিটি উৎসবকে আনন্দদায়ক করে তুলতে আপনাদের পাশে আছে।’

ভিসা আরও জানিয়েছে, নতুন এই ক্যাম্পেইন আর্থিক অন্তর্ভুক্তি, ক্যাশলেস লেনদেন ও নির্বিঘ্ন পেমেন্ট ব্যবস্থার প্রতি ভিসার প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করে, যা ডিজিটাল পেমেন্টের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য ম প ইন র অ য ন ড উইন ল নদ ন আনন দ

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শেষ ৪ মে, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন

অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ আরও চারদিন। সময় বাড়ানোর এ কথা জানিয়ে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে বাংলাদেশে অষ্ট্রেলিয়ার হাইকমিনের ফেসবুক পেজে। আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। এখন শিক্ষার্থীরা ৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে। ২০২৫ সালের জন্য বিশ্বের ৫৫ টি দেশের ১ হাজার ৫৫১ জন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পাবেন। ২০২৩-২০২৪ প্রোগ্রামে অষ্ট্রেলিয়া ২৭০ বিলিয়ন ডলার খরচ করেছে এ বৃত্তির জন্য।

আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু হয় গত ১ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশিসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ৪ মে, রোববার পর্যন্ত।

আরও পড়ুনইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, টিউশন ফি মওকুফসহ নানা সুযোগ-সুবিধা১৫ জানুয়ারি ২০২৫অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ

*বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ

*বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট

*বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমার সুবিধা

*কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।

আবেদনের যোগ্যতা—

*১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন

*অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন না

*অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না

*কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না

*আইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা

*ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা

*পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা

সম্পর্কিত নিবন্ধ

  • হেফাজতের সমাবেশে কমপক্ষে ৫৮ জন নিহত হয়: উপ-প্রেস সচিব
  • হেফাজতের সমাবেশে কমপক্ষে ৫৮ জন নিহত হয়: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব
  • অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শেষ ৪ মে, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন
  • অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের সময় বৃদ্ধি, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন