নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযানে গ্রেপ্তার মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহসহ বাকি ১০ সদস্যের ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) র‌্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করে।

গ্রেপ্তাকৃতরা হলেন-আরাকান রোহিঙ্গা এআরএসএ সদস্য আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মোসা.

আসমাউল হোসনা (২৩), মো. হাসান (১৫), মো. আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোসা. শাহিনা (২২) ও মোসা. সেনোয়ারা (১৭)।

আরো পড়ুন:

বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ও ১৭ মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে র‍্যাব-১১। এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন নারীসহ এআরএসএ এর ১০ সদস্যকে আটক করে।

মামলা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি চাকু, ধারালো দাতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও চারটি হাত ঘড়ি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে র‌্যাব বাদী হয়ে দু‌টি মামলা করে।

মামলার পর আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু দমন ট্রাইবুনাল) খোরশেদ মোল্লা জানান, আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী থেকে এআরএসএ এর একটি গ্রুপকে গ্রেপ্তার করা হলে, তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহ হতে অন্যাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তারা দুটি মামলায় আদালতে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৬ জনকে দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।

নারায়ণঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক মো. মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। এ সময় শুনানি শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুই মামলায় বিচারক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১০ দ ন র র ম ন ড ন র য়ণগঞ জ র স স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানা এবং সোনারগাঁ পৌরসভা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সোনারগাঁ থানা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দকে চিঠি দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন স্বাক্ষরিত চিঠি সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও পৌরসভা বিএনপি সভাপতি শাজাহান এবং সাধারণ সম্পাদক মোতালেব মেম্বারের কাছে পৌঁছে দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, "নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকা পুনর্গঠন করার কারণে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানা এবং সোনারগাঁ পৌর বিএনপির উপর নতুনের দায়িত্ব পালনের ক্ষেত্রে তৈরি হয়েছে।

তাই আমরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সিদ্ধান্ত নিয়েছি সোনারগাঁ থানা এবং সোনারগাঁও বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার যাতে আগামী নির্বাচনে আমাদের বিএনপির দলীয় মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে পারি। 

আপনাদের সাথে সম্মিলিতভাবে কাজ করার প্রস্তাব করছি। আমাদের এই প্রস্তাবটি আপনাদের থানা পৌর কমিটির সভায় উপস্থাপন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।"

উল্লেখ থাকে যে, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের ফলে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসন। এই দুই থানার ভোটারদের ভোটে নির্বাচিত হবেন এই আসনের জনপ্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড সারা দেশের সকল সংসদীয় আসনের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ-৩ আসনের নির্ধারিত দুই থানার দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকাটা সবচেয়ে বেশি জরুরী বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই বলে মনে করেন সকলে। বিশেষ করে দলীয় মনোনয়ন প্রশ্নে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বিভেদ বিভক্তির সৃষ্টি হয়েছে তা দূর করে দলীয় প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে না পারলে আসন্ন নির্বাচনে এর করা মাশুল গুনতে হবে বলে আশংকা রাজনীতি সংশ্লিষ্টদের।

এরই আলোকে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্ধারিত সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় প্রতীকের পক্ষে অবস্থান নেওয়া জন্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

সেই সাথে সিদ্ধিরগঞ্জ থানার এই আহবানে সাড়া দিয়ে সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা সকল বিভেদ বিভক্তি ভুলে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশাবাদ তাদের।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ 
  • জিল হোসেন মারা গেছেন, আদালতে তাঁর লড়াই শেষ হবে কবে
  • ময়মনসিংহে সিলিন্ডার লিকেজে হোটেলে অগ্নিকাণ্ড 
  • অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা