বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ সংস্থার কারখানাগুলোতে ৯ম ও ১০ম গ্রেডে ১৯৩ জন কর্মকর্তা নিয়োগের জন্য ২০২৪ সালের ১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই নিয়োগের লিখিত পরীক্ষা এ বছরের ১৪ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করেছে বিসিআইসি।

আরও পড়ুনতিন বছর পর সমবায় অধিদপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি, পদ ৫১১ ৬ ঘণ্টা আগে

চিকিৎসা কর্মকর্তা: মোট ৫ (পাঁচ) জন

হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ১৬ (ষোলো) জন।

সহকারী প্রোগ্রামার পদে কেউ পাস করেননি।

সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): মোট ৭৯ (উনআশি) জন।

সহকারী রসায়নবিদ: মোট ১৩ (তেরো) জন।

সহকারী প্রকৌশলী (কেমিক্যাল): মোট ১১ (এগারো) জন।

সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ১০৪ (এক শ চার) জন।

সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ৯১ (একানব্বই) জন।

সহকারী প্রকৌশলী (সিভিল): মোট ২০ (বিশ) জন।

সহকারী প্রশাসনিক কর্মকর্তা: মোট ৭২ (বাহাত্তর) জন।

সহকারী নিরাপত্তা কর্মকর্তা: মোট ১৮ (আঠারো) জন।

সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ৪৯ (উনপঞ্চাশ) জন।

সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: মোট ৫৮ (আটান্ন) জন।

উপসহকারী রসায়নবিদ: মোট ১৫৭ (এক শ সাতান্ন) জন।

উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): মোট ০২ (দুই) জন।

উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ৮৭ (সাতাশি) জন।

উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ৮৭ (সাতাশি) জন।

উপসহকারী প্রকৌশলী (সিভিল): মোট ২৫ (পঁচিশ) জন।

নির্বাচিত প্রার্থীদের জন্য করণীয়

১.

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির ৬ নম্বর শর্তের আলোকে ১৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে সংস্থার প্রধান কার্যালয়ের নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ, বিসিআইসি ভবন, ৩০-৩১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর সরাসরি/বাংলাদেশ ডাক বিভাগের রেজিস্ট্রিকৃত ডাকযোগে নিম্নোক্ত সনদগুলো ও প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ০২ (দুই) সেট জমা দিতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না।

সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমের অনুরূপ তথ্য ফরম পূরণ করে এর সঙ্গে (ক) অনলাইনে পূরণ করা Applicant Copy–এর প্রিন্ট কপি, (খ) প্রবেশপত্র, (গ) আবেদনে উল্লিখিত সব সনদ/দলিলাদি, (ঘ) সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, (ঙ) নিজ জেলার পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, (চ) চারিত্রিক সনদ ও (ছ) অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে। ছবিসহ সব ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

২. যেসব প্রার্থী বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রযোজ্য ক্ষেত্রে যেকোনো ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় থেকে ইকুইভ্যালেন্স–সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি অবশ্যই দাখিল করতে হবে।

আরও পড়ুনএকসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার১৯ মার্চ ২০২৫

৩. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)/ অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এতৎভিন্ন আগের চাকরিস্থলের আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৪. লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

৫. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময় বিসিআইসির ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।

** ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম খ ক পর ক ষ র কর মকর ত উপসহক র র জন য ন ব স আইস সহক র

এছাড়াও পড়ুন:

সাবেক মন্ত্রী গাজীসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামল

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ (রূপগঞ্জ-১) এর সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (৭৭) ও তার সাবেক পিএস এমদাদুল হক (৫২) সহ মোট ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি। 

মামলার অন্য অভিযুক্তরা হলেন- সৈয়দা ফেরদৌসী আলম নীলা (৫৭), তোফায়েল আহমেদ আলমাছ (৫৫), মো. মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা (৪৮),  মো. আনছার আলী (৫৫), আলফাজ উদ্দিন (৬৩) ও দিমন ভূঁইয়া (৫৫)।

প্রতারণাপূর্বক চাঁদাবাজীর মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে অবৈধভাবে মোট ২৪০১.৪৬ শতাংশ জমি (যার বর্তমান সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা) জবর দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- ৪৩ 

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানাগেছে, অভিযুক্তরা অজ্ঞাত ৭/৮ জন ব্যক্তির সহায়তায় একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তোলে। অপরাধ চক্রটি পরস্পর যোগসাজশে গত ২০১৫ সালের ১ জানুয়ারি  হতে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিম মো. শাহ আলমের ১২৪ শতাংশ, আব্দুস সোবহান মিয়ার ১০ শতাংশ, নাঈম প্রধানের ১৮ শতাংশ, হাসিনা বেগমের ০৯ শতাংশ, আলেয়ার ৪৫ শতাংশ, ইয়াছিন প্রধানের ২৭.৫ শতাংশ, সানজুরা বেগমের ০৪ শতাংশ, মো. আশরাফ উদ্দিন ভুইয়ার ৭২ শতাংশমোস্তফা মনোয়ার ভুইয়ার ৩৪৬ শতাংশ, মো. হাবিব খানের ১৮৩.৫ শতাংশ, রাশিদা ভুইয়ার ১২৪ শতাংশ, আমজাদ আলী ভুইয়ার ৭৬০.৫ শতাংশ, মোবারক ভুইয়ার ৩১ শতাংশ, নূর-ই-তাছলীম তাপসের ৪৩০.৭ শতাংশ, মো. মাহবুবুল হক ভুইয়ার ৭১.৪৭ শতাংশ ও   মোহাম্মদ মাহমুদুল হকের ৬৫ শতাংশসহ সর্বমোট ২৪০১.৪৬ শতাংশ জমি যার বর্তমান মূল্য (সরকারি দর অনুযায়ী) ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা পরস্পর সংঘবদ্ধভাবে প্রতারণাপূর্বক চাঁদাবাজির মাধ্যমে ভুয়া দলিল সৃজন করে অবৈধভাবে স্থাবর সম্পত্তি জবর দখল করে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর  করেছে। 

এ বিষয়ে সিনিয়র স্পেশাল জজ, মহানগর আদালত, ঢাকার পারমিশন পিটি. নং- ৬৮৪/২০২৫, তারিখ-৮ জুলাই ২০২৫ খ্রি. মুলে সম্পত্তি ক্রোক করা আছে, যার বর্তমান বাজার মূল্য ৪০০ (চারশত) কোটি টাকা। 

ক্রোককৃত সম্পত্তির রিসিভার হিসেবে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, মহানগর আদালত, ঢাকা  সিআইডি প্রধান (এ্যাডিশনাল আইজিপি) কে নিয়োগ করেছেন। ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মামলার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবজাল বলেন, মামলাটি থানায় দায়ের হলেও তদন্ত করছে সিআইডি। 

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্প অস্ত্রবিরতির ঘোষণা দিলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে লড়াই চলছে
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ ডিসেম্বর ২০২৫)
  • সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট, প্রজ্ঞাপন জারি
  • আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
  • যৌন হয়রানির অভিযোগ কমিটিতে বাইরের সদস্য বাধ্যতামূলক করার আহ্বান
  • মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
  • ৮৭ কোটি টাকা মানিলন্ডারিং, গাজীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
  • সাবেক মন্ত্রী গাজীসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
  • সাবেক মন্ত্রী গাজীসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামল