বার্সেলোনা ১৫৮২০০০—১৪৮০০০০ রিয়াল মাদ্রিদ।

আর যাই হোক, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নামের পাশে সাত অঙ্কের সংখ্যা দেখে কেউ এটিকে দুই দলের ম্যাচের ফল কিংবা এখন পর্যন্ত মুখোমুখি দেখায় গোলসংখ্যা ভাববেন না। এক দলের বিপক্ষে এতগুলো গোল আসলে কস্মিনকালও সম্ভব নয়।

তবে পাশাপাশি যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছেন, সেখানে বার্সেলোনা রিয়ালের চেয়ে ঢের এগিয়ে। কীসে? অডিও ভিজুয়াল এবং ডিজিটাল পরামর্শ সংস্থা ‘বার্লোভেন্তো কমিউনিকেসিওন’-এর নতুন প্রতিবেদন বলছে, লা লিগার চলতি মৌসুমে সবচেয়ে জনপ্রিয় দল বার্সেলোনা।

টিভি দর্শকসংখ্যায় লা লিগা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ফুটবল লিগ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লঞ্চ মালিক এম এ বারী খান মারা গেছেন

ঢাকা-চাঁদপুর নৌপথে চলাচলকারী এমভি রফ রফ ও আল বোরাক লঞ্চের মালিক এম এ বারী খান (৮২) মারা গেছেন।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এম এ বারী খানের বড় ছেলে বেনজির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তিনি মারা গেছেন।’’

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর চাঁদপুরের বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে এম এ বারী খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ