বার্সেলোনার ম্যাচ কতজন দেখে, রিয়ালেরই বা কত
Published: 23rd, March 2025 GMT
বার্সেলোনা ১৫৮২০০০—১৪৮০০০০ রিয়াল মাদ্রিদ।
আর যাই হোক, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নামের পাশে সাত অঙ্কের সংখ্যা দেখে কেউ এটিকে দুই দলের ম্যাচের ফল কিংবা এখন পর্যন্ত মুখোমুখি দেখায় গোলসংখ্যা ভাববেন না। এক দলের বিপক্ষে এতগুলো গোল আসলে কস্মিনকালও সম্ভব নয়।
তবে পাশাপাশি যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছেন, সেখানে বার্সেলোনা রিয়ালের চেয়ে ঢের এগিয়ে। কীসে? অডিও ভিজুয়াল এবং ডিজিটাল পরামর্শ সংস্থা ‘বার্লোভেন্তো কমিউনিকেসিওন’-এর নতুন প্রতিবেদন বলছে, লা লিগার চলতি মৌসুমে সবচেয়ে জনপ্রিয় দল বার্সেলোনা।
টিভি দর্শকসংখ্যায় লা লিগা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ফুটবল লিগ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে খেলছেন আর্জেন্টিনার কতজন ফুটবলার, কে কোন ক্লাবে
আবারও ফুটবলপ্রেমীদের ‘বিনিদ্র রজনী’ ফিরেছে। গত রাতে শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের প্রথম পর্ব।
এবারের চ্যাম্পিয়নস লিগের ৩৬ দলের মধ্যে ১৫টিতে আর্জেন্টিনার ফুটবলার আছেন; সংখ্যাটা ৩০। তাঁদের বেশির ভাগই খেলেন আর্জেন্টিনা জাতীয় দলে। কেউ কেউ আছেন জাতীয় দলের আশপাশে, যাঁদের ওপর হয়তো চোখ রাখবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই ৩০ জনের অনেককেই হয়তো দেখা যাবে আগামী বছর আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে।
চলুন দেখে নেওয়া যাক এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোন ক্লাবে কোন আর্জেন্টাইন খেলোয়াড় খেলছেন—
লিভারপুলগত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে লিভারপুল। ছয়বারের ইউরোপ–সেরাদের স্কোয়াডে একমাত্র আর্জেন্টাইন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
রিয়াল মাদ্রিদকাল রাতে চ্যাম্পিয়নস লিগে মাস্তানতুয়োনোর অভিষেক হয়েছে