রূপগঞ্জে নিসচা’র উদ্যোগে দুস্থ ও অসহায় চালকদের ঈদ উপহার বিতরণ
Published: 28th, March 2025 GMT
“ছাত্রজনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হউক সবার” এই স্লোগানে নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা কমিটির উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক ভূঁইয়ার অনুপ্রেরণায় শুক্রবার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সভাপতি মোমেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজ সেবক মিলন মিয়া, নিসচা'র জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ। এসময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য ওসমান গনি, রমজান মৃধা, শাহজালাল, হারুন অর-রশীদ, নাজমুল হক রনি, রিফাত প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, ডাল, তেল, সেমাই, আলু, পেঁয়াজ, দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
এসময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) জনস্বার্থে একটি জাতীয় সংগঠন। এ সংগঠনের পক্ষ থেকে সারাবছরই সড়ক নিরাপদ রাখতে চালক-যাত্রী ও পথচারীদের গণসচেতনতা বাড়াতে লিফট বিতরণ, সভা-সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
তারই অংশ হিসেবে এবারের ঈদকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় চালকদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। যেহেতু এটা সামাজিক ও অলাভজনক সংগঠন তাই নিজেদের অর্থায়নে এসব কর্মকান্ড পরিচালিত হয়।
সবার সহযোগিতায় আগামীতে আরও বৃহৎ পরিসরে এসব কর্মকান্ড পরিচালিত করার আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ঈদ ন র পদ কম ট র ব তরণ স গঠন
এছাড়াও পড়ুন:
বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২০নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ) বিকেল চারটায় সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম ২০নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের কাছে তুলে দেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ, ২০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইসারুল হক রাহাত, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।