আইপিএলের এবারের আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিলো পাঞ্জাব কিংস। মঙ্গলবার (০১ এপ্রিল) রাতে দ্বিতীয় ম্যাচে তারা ৮ উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে পাঞ্জাব। অন্যদিকে তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ আছে টেবিলের ষষ্ঠ স্থানে।
ইকানা ক্রিকেট স্টেডিয়ামে এদিন লক্ষ্ণৌ আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান তোলে। জবাব দিতে নেমে ১৬.
রান তাড়া করতে নেমে ২৬ রানেই পাঞ্জাব উদ্বোধনী ব্যাটসম্যান প্রিয়াংশ আর্যর উইকেট হারায়। ১ চারে ৮ রান করে ফেরেন তিনি। সেখান থেকে প্রভসিমরন সিং ও শ্রেয়াস আয়ার দ্বিতীয় উইকেটে ৮৪ জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ১১০ রানের মাথায় প্রভসিমরন আউট হলে ভাঙে এই জুটি। তিনি ৩৪ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ৬৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলে যান।
এরপর অধিনায়ক শ্রেয়াস ও নেহাল বাধেরা তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শ্রেয়াস ৩০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫২ রানে ও নেহাল ২৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন। পাঞ্জাবের দুটি উইকেটই নেন লক্ষ্ণৌর দিগ্বেশ রাঠি।
তার আগে লক্ষ্ণৌ নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, এইডেন মার্করাম ও আব্দুল সামাদের ব্যাটে ১৭১ রানের লড়াকু পুঁজি পায়। পুরান ৩০ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। বাদোনি ৩৩ বলে ১ চার ও ৩ ছক্কায় করেন ৪১ রান। মার্করাম ৪টি চার ও ১ ছক্কায় ২৮ এবং সামাদ ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।
বল হাতে পাঞ্জাবের অর্শ্বদীপ সিং ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের লাগাম টানেন। এছাড়া লোকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন। ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন পাঞ্জাবের প্রভসিমরন সিং।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রিটিশ রাজা চার্লস নিজের ক্যানসার চিকিৎসা নিয়ে ‘সুখবর’ শোনালেন
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর ক্যানসারের চিকিৎসা নিয়ে একটি ‘সুখবর’ শুনিয়েছেন। ব্যক্তিগত ভিডিও বার্তায় রাজা জানান, একেবারে শুরুর দিকে রোগটি ধরা পড়া এবং ‘কার্যকর চিকিৎসা’ পাওয়ার কারণে আসছে বছরে তাঁর ক্যানসারের চিকিৎসা কমিয়ে আনা সম্ভব হচ্ছে।
রাজা তৃতীয় চার্লসের এই ভিডিও বার্তা শুক্রবার রাতে চ্যানেল ফোর সম্প্রচার করেছে। চ্যানেলটির ‘স্ট্যান্ড আপ টু ক্যানসার’ প্রচারাভিযানের অংশ হিসেবে সপ্তাহ দুয়েক আগে রাজা চার্লস এ ভিডিও ধারণ করেন।
আরও পড়ুনব্রিটিশ রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত০৫ ফেব্রুয়ারি ২০২৪এতে রাজা চার্লস বলেন, ‘এ মাইলফলক আমার জন্য একটি আশীর্বাদ। সেই সঙ্গে ক্যানসার চিকিৎসায় যে অসাধারণ উন্নতি হয়েছে, তারও প্রমাণ।’
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজা চার্লসের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তাঁর চিকিৎসা প্রক্রিয়ায় এটাই সবচেয়ে বড় অগ্রগতির ঘোষণা।
যদিও রাজা চার্লস কোন ক্যানসারে ভুগছেন, সেটা জানানো হয়নি। শুধু বলা হয়েছে, রাজার চিকিৎসা এবং তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণ একই সঙ্গে চালু থাকবে। আর রাজা বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়াটা জীবন বাঁচায়।’
আরও পড়ুনযুক্তরাজ্যে প্রিন্স হ্যারি, ক্যানসার আক্রান্ত বাবার সঙ্গে এবার সাক্ষাৎ হবে কি০৮ সেপ্টেম্বর ২০২৫বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাজা চার্লসের ক্যানসার থেকে সেরে ওঠা ‘খুবই ইতিবাচক পর্যায়ে’ রয়েছে। চিকিৎসায় তিনি ‘অসাধারণ সাড়া’ দিয়েছেন। চিকিৎসকেরা এখন তাঁর চিকিৎসা প্রক্রিয়াকে ‘সতর্কতামূলক ধাপে’ নিয়ে যাচ্ছেন।
তবে এটাও বলা হয়েছে, ৭৭ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন—সেটা এখনই বলা যাচ্ছে না।
ক্লারেন্স হাউসে সপ্তাহ দুয়েক আগে রাজা চার্লসের ভিডিওটি ধারণ করা হয়। চ্যানেল ফোরের ‘স্ট্যান্ড আপ টু ক্যানসার’ আয়োজনটি তহবিল সংগ্রহের জন্য ক্যানসার রিসার্চ ইউকের সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি প্রকল্প।
আরও পড়ুনঅস্ট্রেলিয়া সফরের প্রথম দিন বিশ্রামে থাকছেন ক্যানসার আক্রান্ত রাজা চার্লস১৯ অক্টোবর ২০২৪