আইপিএলের এবারের আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিলো পাঞ্জাব কিংস। মঙ্গলবার (০১ এপ্রিল) রাতে দ্বিতীয় ম্যাচে তারা ৮ উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে পাঞ্জাব। অন্যদিকে তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ আছে টেবিলের ষষ্ঠ স্থানে।
ইকানা ক্রিকেট স্টেডিয়ামে এদিন লক্ষ্ণৌ আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭১ রান তোলে। জবাব দিতে নেমে ১৬.
রান তাড়া করতে নেমে ২৬ রানেই পাঞ্জাব উদ্বোধনী ব্যাটসম্যান প্রিয়াংশ আর্যর উইকেট হারায়। ১ চারে ৮ রান করে ফেরেন তিনি। সেখান থেকে প্রভসিমরন সিং ও শ্রেয়াস আয়ার দ্বিতীয় উইকেটে ৮৪ জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ১১০ রানের মাথায় প্রভসিমরন আউট হলে ভাঙে এই জুটি। তিনি ৩৪ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ৬৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলে যান।
এরপর অধিনায়ক শ্রেয়াস ও নেহাল বাধেরা তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শ্রেয়াস ৩০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫২ রানে ও নেহাল ২৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন। পাঞ্জাবের দুটি উইকেটই নেন লক্ষ্ণৌর দিগ্বেশ রাঠি।
তার আগে লক্ষ্ণৌ নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, এইডেন মার্করাম ও আব্দুল সামাদের ব্যাটে ১৭১ রানের লড়াকু পুঁজি পায়। পুরান ৩০ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। বাদোনি ৩৩ বলে ১ চার ও ৩ ছক্কায় করেন ৪১ রান। মার্করাম ৪টি চার ও ১ ছক্কায় ২৮ এবং সামাদ ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।
বল হাতে পাঞ্জাবের অর্শ্বদীপ সিং ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের লাগাম টানেন। এছাড়া লোকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন। ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন পাঞ্জাবের প্রভসিমরন সিং।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...