গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাস অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।

এ কর্মসূচি পালন করবেন জবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। দূতাবাসে গিয়ে তারা স্মারকলিপি প্রদান করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেন। 

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.

রইছ উদ্দীন বলেন, “ইসলামকে ভালোবেসেই আমাদের এ উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায়বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের এ আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দেব এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেব।”

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশ থেকে চোখের পানি ফেলা ছাড়া আমরা আর কিছুই করতে পারছি না। কিন্তু মুসলমান হিসেবে মুসলমানদের পক্ষে আমরা দাঁড়াবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, “শিক্ষক সমিতির এমন সাহসী উদ্যোগের জন্য আমরা তাদের অভিনন্দন জানাই। আজ ফিলিস্তিনের ভূমি দুধের শিশুর রক্তে ভিজে যাচ্ছে। অথচ আমরা কিছুই করতে পারছি না। এমন সময়ে শিক্ষক সমিতির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা সবাই লংমার্চে অংশগ্রহণ করব। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এ কর্মসূচিতে অংশ নেওয়া আহ্বান জানাচ্ছি।”

শিক্ষক সমিতির সদস্য ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, “যেহেতু অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ হেঁটে অংশগ্রহণ করবে। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। আমাদের লক্ষ্য হলো ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্মভূমি রক্ষার সংগ্রামে সংহতি প্রকাশ করা।”

এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রদল, শাখা ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ