১ হাজার ৭০০ পোশাক শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঈদের বোনাস পাননি। তারা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) মডিস্ট সিইপিজেড লিমিটেডের কর্মী। বকেয়া বেতন-বোনাস পাওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার সহায়তা চেয়েছেন তারা। এ জন্য গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি নেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.

কামরুজ্জামান। স্মারকলিপিতে ১৪ এপ্রিলের মধ্যে সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন বিক্ষুব্ধরা। এর আগে তারা ইপিজেড মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ব্যবস্থাপকদের চার মাস, কর্মচারীদের তিন মাস ও শ্রমিকদের এক মাসের বেতন এবং সবার তিন বছরের ছুটির টাকা ও এবারের ঈদ বোনাস বকেয়া রয়েছে। সিইপিজেড ও বেপজা কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও ফল পাননি। দাবি মেনে না নিলে ১৫ এপ্রিল থেকে সিইপিজেডের সামনে আমরণ অনশন পালনের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, গতকাল সকাল ১০টার দিকে বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বাধার মুখে পড়ে। প্রায় আধঘণ্টা পর তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, মালিকপক্ষ বোনাস পরিশোধে ১৭ এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে। তবে সেটি মানতে নারাজ শ্রমিকরা। এ কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শ্রমিকদের সামনে মালিকপক্ষ যত দ্রুত সম্ভব ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে তারা সড়ক ছাড়েন।

উৎস: Samakal

কীওয়ার্ড: স ম রকল প

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ