গাজীপুরে ইন্টারনেট ব্যবসার বিরোধের জেরে মো. রাকিব মোল্লা (২৯) নামে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টায় গাজীপুর মহানগরের সদর থানার দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। 

রাকিব মোল্লার বাসা দাক্ষিণখানে। তারা বাবার নাম ইব্রাহিম মোল্লা। তিনি গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ওই এলাকায় মো.

ইন্তাজ ও মো. সেলিম মিয়া নামে দুজন অংশিদারভিত্তিতে ক্যাবল টিভি ও ইন্টারনেট সংযোগের ব্যবসা করছিলেন। সম্প্রতি মো. রাকিব মোল্লা সেই ব্যবসা তার দখলে নেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা চলছিল। শুক্রবার রাত ৯টার দিকে মো. রাকিব মোল্লা দাখিণখান এলাকায় অবস্থান করছেন এমন খবরে ইন্তাজ ও সেলিমমিয়াসহ অন্তত সাত জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে আসেন। প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাকিবের ওপর হামলা চালায়। দায়ের কোপে রাকিব গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 ঢাকা/রেজাউল/ইভা

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এল ক য় ব যবস

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে প্রার্থী হবেন কেন্দ্রীয়  কৃষকদল নেতা শরিফ মোল্লা 
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১