গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় প্রায় তিন শতাধিক শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন।

টানা আড়াই ঘণ্টার এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে মালিকপক্ষ বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে কারখানা বন্ধ করে ছুটি ঘোষণা করেছিল। কিন্তু ঈদের ছুটি শেষে ১০ এপ্রিল কারখানা খোলার কথা থাকলেও পর্যাপ্ত কাজ না থাকার অজুহাতে তা পিছিয়ে ১৭ এপ্রিল করা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখতে পান ছুটি আরও বাড়িয়ে ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে-তাও কোনো পূর্ব ঘোষণা ছাড়াই।

শ্রমিকদের দাবি, তারা ঈদের বোনাস ও অন্তত দুই মাসের বকেয়া বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব দাবির প্রেক্ষিতেই তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

কারখানার মালিক হুমায়ুন চৌধুরী বলেন, “কাজ না থাকায় সাময়িকভাবে কারখানা বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের দাবিগুলো আমরা দ্রুতই পূরণ করব।”

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে শ্রমিকদের শান্তভাবে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

ঢাকা/রফিক/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ

এছাড়াও পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ