নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ
Published: 20th, April 2025 GMT
সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমন স্পেস জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব সম্পদ ক্রোক চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, তারিন হোসেনের নামে মোট ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।
তদন্তে জানা যায়, গুলশান আবাসিক এলাকায় ১০ কাঠা ৩ ছটাক জমির ওপর নির্মিত দ্য সেরেনিটি নামে দুটি বেজমেন্টসহ ১৩ তলা আবাসিক ভবনের সাত তলার (একটি গ্যারেজ ও কমন স্পেসসহ) ৫ হাজার ১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাট ও অচিহ্নিত ১৭০ অযুতাংশ ভূমি রয়েছে নিক্সন চৌধুরীর। এই সম্পদ ২০১৩ সালের ২৯ জানুয়ারি অ্যালটমেন্ট অ্যাগ্রিমেন্ট অনুযায়ী নিক্সন চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারিন মুজিব চৌধুরীর নামে করা হয়। পরে প্রথম স্ত্রী মারা গেলে দ্বিতীয় স্ত্রীর নামে ফ্ল্যাটটি নিবন্ধন করা হয়, যা নিক্সন চৌধুরী অবৈধ অর্থ দিয়ে কেনেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পটুয়াখালী-২: জামায়াত নেতার ছেলে পেলেন এনসিপির মনোনয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন মু. মুজাহিদুল ইসলাম শাহিন। তিনি বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক মাওলানার ছেলে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে ১২৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি। এসময় পটুয়াখালী-২ আসনে প্রার্থী হিসেবে শাহিনের নাম ঘোষণা করা হয়।
আরো পড়ুন:
রেকর্ড করা হয়েছে সিইসির ভাষণ
দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল: নাহিদ
শাহিন বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়ালেখা করেছেন। পরে তিনি আইন পেশায় যুক্ত হন। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যোগ দেন শাহিন। বর্তমানে শাহিন এনসিপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় শাহিন বলেন, “বাউফলের মানুষের উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার। স্বাস্থ্যসেবায় আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা, হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগ, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার বিস্তার এবং কৃষক-মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।”
তিনি বলেন, “প্রতিহিংসার রাজনীতি পরিহার করে মেধাবী ও পরিশ্রমী মানুষদের সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে কাজ করব।”
বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়া বলেন, “এনসিপি এখনো বাচ্চা। তারা যা করে কী হবে তারাই ভালো জানে। আমার ছেলে এ আসন থেকে এনসিপির মনোনয়ন পেয়েছে। আমি তাকে বারণ করি না। আমি আমার দল নিয়ে আছি। আশা করছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতেে ভোটে কোনো প্রভাব পড়বে না।”
পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শহিদুল আলম তালুকদার। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ।
ঢাকা/ইমরান/মাসুদ