সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকার দলদলি চা-বাগানে তুষার আহমদ চৌধুরী (২০) খুনের ঘটনায় মূল আসামিকে আড়াল করার অপচেষ্টা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বাসিন্দা ও বর্তমানে নগরের কলবাখানী এলাকার পারভেজ (২০) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার রন্নারচর গ্রামের রাজু দাস (২৩)। গত শনিবার রাতে ঢাকার গাজীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিলেট বিমানবন্দর থানা-পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তুষার হত্যাকাণ্ডের পর একটি কুচক্রী মহল ফেসবুকে গ্যালারিয়া শপিং কমপ্লেক্সের এক দোকানকর্মীর ছবি ও প্রোফাইল লিংক প্রচার করে তাঁকে মূল আসামি হিসেবে তুলে ধরার চেষ্টা করে। তদন্তে জানা যায়, সেই দোকানকর্মী পারভেজ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া পারভেজ ও রাজু দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতে তোলা হবে।

এদিকে ওই হত্যায় জড়িত সন্দেহে গত শনিবার দুপুরে র‍্যাব নগরের জিন্দাবাজার এলাকা থেকে বাগবাড়ির বাসিন্দা পারভেজ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করে। তবে পরে জানা যায়, তিনি নির্দোষ।

১৫ এপ্রিল সন্ধ্যায় তুষার আহমদ চৌধুরী ছুরিকাঘাতে নিহত হন। ওই রাতেই তুষারের বাবা আইনজীবী সাজেদ আহমদ চৌধুরী বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

‘ঢাকায় মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন জনগণ মেনে নেবে না’

জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। 

হেফাজতে ইসলামের এই নেতা বলেন, ‘‘বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থি। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন এ দেশের জনগণ মেনে নেবে না।’’ 

অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি। 

বুধবার (৯ জুলাই) সিলেট দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকের হলরুমে হেফাজতে ইসলামের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদের যৌথ পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মাওলানা আজিজুল হক এ কথা বলেন।  

সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদের বক্তব্যের প্রতিবাদ করে মাওলানা আজিজুল হক বলেন, ‘‘তাঁর বক্তব্য চরম আপত্তিকর। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। সঙ্গে সঙ্গে আমরা তার পদত্যাগ দাবি করছি।’’ 

পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার উপদেষ্টা মাওলানা মাসুক উদ্দিন, জালালাবাদ ইমাম সমিতির সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী মুজাম্মিল হোসাইন চৌধুরী, হেফাজতে ইসলাম সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম জালালি, জেলা সহ-সভাপতি নোমানী চৌধুরী, হেফাজত মহানগর সিনিয়র সহসভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা সামীউর রহমান মুসা প্রমুখ। 
 

ঢাকা/নুর/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠি
  • গাজীপুরে ১০ লাখ টাকার নকল সিগারেটসহ গ্রেপ্তার ১
  • জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি
  • সেপটিক ট্যাংকে নেমে ৪ চা শ্রমিকের মৃত্যু
  • শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ তরুণের
  • ‘বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মেনে নেবে না হেফাজত’
  • ‘ঢাকায় মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন জনগণ মেনে নেবে না’
  • বড়লেখায় তিন ইউনিয়নকে জামায়াত নেতা ‘পাকিস্তান খ্যাত’ বলায় আলোচনা-সমালোচনা, প্রতিবাদ
  • দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মেনে নেবে না হেফাজত: আজিজুল হক
  • কক্সবাজার সমুদ্রে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার