রাজবাড়ীর কালুখালী উপজেলায় সুহৃদ সমাবেশের নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি কালুখালী সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় রাকিবউদ্দিন খান মামুনকে আহ্বায়ক, রাশিদুল ইসলাম ও আনিসুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং স্বরূপ বিশ্বাসকে সদস্য সচিব করে এ কমিটি গঠিত হয়। কমিটি গঠন সভার সভাপতিত্ব করেন কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ খান। এতে বক্তব্য দেন– রাজবাড়ী সুহৃদ উপদেষ্টা ও সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, শিক্ষক পরিষদের সম্পাদক হারুন অর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদ হোসেন, রাজবাড়ী সুহৃদ সভাপতি কমল কান্তি সরকার, রবিউল রবি প্রমুখ। সঞ্চালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ খান বলেন, ভালো কিছু করার জন্য সংগঠন চর্চার বিকল্প নেই। নিজেদের গঠন করার এক অপূর্ব সুযোগ সাংগঠনিক চর্চা। এতে করে নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হয়। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে মেলে ধরা যায়। সুহৃদরা কাজগুলোই করে থাকে। নবগঠিত কমিটির আহ্বায়ক রাকিবউদ্দিন খান মামুন কালুখালীতে সুহৃদ সমাবেশের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, কালুখালী সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে আর পিছিয়ে থাকবে না। সদস্যরা নিজেদের গড়ে তোলার সুযোগ পাবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন– সৌরভ বিশ্বাস, বীথি আক্তার, মারুফা আক্তার, নূপুর আক্তার, জান্নাতুল ইসলাম বিনা, নয়ন মোল্লা, ওহিদুল শেখ, মুরাদ মোল্লা, সিয়াম হোসেন, মাহিম শেখ, অর্ণা সাহা, মৃদুলা আক্তার, টশি বিশ্বাস, সুস্মিতা বিশ্বাস প্রমুখ।
আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় জানানো হয়।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজবাড়ী
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ সরক র
এছাড়াও পড়ুন:
খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা
খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন।
দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/নুরুজ্জামান/ইভা