আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর, সম্পাদক নিপু
Published: 2nd, May 2025 GMT
সাভারের আশুলিয়া প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মোজাফফর হোসাইন জয়কে সভাপতি এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহাফুজুর রহমান নিপুকে সাধারণ সম্পাদক করা হয়।
বৃহস্পতিবার (১ মে) রাতে আশুলিয়ার একটি রেস্টুরেন্টে আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটি আগামী এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি লাইজু আহাম্মেদ চৌধুরী (মোহনা টিভি), অপু ওহাব (চ্যানেল ২৪), জাকির হাসান (চ্যানেল আই), মেহেদী হাসান মিঠু (যুগান্তর), শেফালী আক্তার মিতু (বাংলাভিশন), ওমর ফারুক (আরটিভি), যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম মানিক (দিনকাল), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (বণিক বার্তা), অর্থ সম্পাদক তুহিন আহামেদ (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক সফি মাহামুদ চৌধুরী (ডিবিসি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (জাগো নিউজ), নির্বাহী সদস্য জহিরুল ইসলাম লিটন (এশিয়ান টিভি) এবং শাহিনুর রহমান শাহিন (দৈনিক খোলা কাগজ)।
আরো পড়ুন:
প্রেস সচিব
১৬ বছর গণমাধ্যমের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে
কাদের গনি
শ্রমজীবী মানুষ হিসেবে বঞ্চনার শিকার বাংলাদেশের সাংবাদিকরা
এই কমিটি গঠনতন্ত্র সংশোধন, সদস্য তালিকা প্রস্তুত ও প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবে। ২০০৫ সালে আশুলিয়া প্রেস ক্লাব মূলধারার সংবাদকর্মীদের নিয়ে গঠিত হয়।
ঢাকা/সাব্বির/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়। আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, আক্তারুল নামে এক ব্যক্তি সীমান্ত এলাকায় অস্ত্র বেচাকেনা করছেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়।
আরো পড়ুন:
এক বোতলের বিষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
নিখোঁজের ৪৩ ঘণ্টা পর সাবেক ক্রিকেটারের মরদেহ উদ্ধার
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ‘‘এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে হয়েছে।’’
ঢাকা/রিটন/রাজীব