বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ ধরার জালে একটি হাঙর ধরা পড়েছে। প্রায় সাত কেজি ওজনের হাঙরটি আজ রোববার সকালে স্থানীয় জেলে চুন্নু মাঝির জালে উঠে আসে।

হাঙরটি স্থানীয় রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ফেরিঘাট–সংলগ্ন জেলেপল্লিতে এনে রাখা হয়। প্রায় ৩ ফুট লম্বা হাঙরটি জালে আটকে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি এখন ওই জেলের কাছে আছে। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, হাঙর সাগর ও লোনাপানির প্রাণী। মিঠাপানিতে এরা বাস করে না।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, হাঙর মিঠাপানির প্রাণী নয়। হয়তো হাঙরটি দলছুট হয়ে বা ভুলবশত এখানে চলে আসতে পারে। তবে এ ধরনের হাঙর যদি আরও বেশ কিছু এসব নদ–নদীতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সাগরে বাস্তুতন্ত্রে কোনো ব্যত্যয় হয়েছে কিংবা খাবারের সংকটে তারা নদীতে চলে আসছে।

জেলে চুন্নু মাঝি জানান, আজ সকালে সুগন্ধা নদীতে ইলিশ ধরার জন্য জাল ফেলেছিলেন তিনি। সকাল ১০টার দিকে জাল তুলতে গিয়ে একটি হাঙর দেখতে পান। হাঙরটির ওজন প্রায় সাত কেজি। এটি পূর্ণবয়স্ক হাঙর নয় বলে তাঁর ধারণা।

স্থানীয় জেলেরা জানান, হাঙরটি জালে ওঠার পর কিছুক্ষণ জীবিত ছিল। পরে মারা যায়।

বাবুগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.

নাজমুস সালেহীন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে হাঙর বন্য প্রাণীর আওতাভুক্ত হওয়ায় এটা বন বিভাগ ভালো বলতে পারবে। তবে এখান থেকে সাগর অনেক দূরে। তাই এই নদীতে হাঙর থাকার কথা নয়।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক‌্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। 

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’ 

ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’

গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে। 

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি। 

খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়। 

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ