মিঠাপানির সুগন্ধা নদীতে জেলের জালে উঠে এল হাঙর
Published: 4th, May 2025 GMT
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ ধরার জালে একটি হাঙর ধরা পড়েছে। প্রায় সাত কেজি ওজনের হাঙরটি আজ রোববার সকালে স্থানীয় জেলে চুন্নু মাঝির জালে উঠে আসে।
হাঙরটি স্থানীয় রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ফেরিঘাট–সংলগ্ন জেলেপল্লিতে এনে রাখা হয়। প্রায় ৩ ফুট লম্বা হাঙরটি জালে আটকে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটি এখন ওই জেলের কাছে আছে। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, হাঙর সাগর ও লোনাপানির প্রাণী। মিঠাপানিতে এরা বাস করে না।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, হাঙর মিঠাপানির প্রাণী নয়। হয়তো হাঙরটি দলছুট হয়ে বা ভুলবশত এখানে চলে আসতে পারে। তবে এ ধরনের হাঙর যদি আরও বেশ কিছু এসব নদ–নদীতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সাগরে বাস্তুতন্ত্রে কোনো ব্যত্যয় হয়েছে কিংবা খাবারের সংকটে তারা নদীতে চলে আসছে।
জেলে চুন্নু মাঝি জানান, আজ সকালে সুগন্ধা নদীতে ইলিশ ধরার জন্য জাল ফেলেছিলেন তিনি। সকাল ১০টার দিকে জাল তুলতে গিয়ে একটি হাঙর দেখতে পান। হাঙরটির ওজন প্রায় সাত কেজি। এটি পূর্ণবয়স্ক হাঙর নয় বলে তাঁর ধারণা।
স্থানীয় জেলেরা জানান, হাঙরটি জালে ওঠার পর কিছুক্ষণ জীবিত ছিল। পরে মারা যায়।
বাবুগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খোলামেলা পোশাক পরে কটাক্ষের শিকার, উত্তর দিলেন অভিনেত্রী
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিনী জুটির ‘রক্তবীজ ২’ সিনেমার টিজার। এই টিজারে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তীর নীল বিকিনির লুক নিয়ে বিস্তর চর্চা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশংসা করেছিলেন, কেউ আবার বিকিনি পরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুধু মিমি নন, খোলামেলা পোশাক পরা নিয়ে অনেক সময়ই নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয় নায়িকাদের।
তন্বী লাহা রায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে