গায়ে লাইফ জ্যাকেট, কানে হেডফোন, যুবকের লাশ ভেসে এল সোনাদিয়ার চরে
Published: 5th, May 2025 GMT
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের চর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে দ্বীপের পশ্চিমপাড়া চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটি জোয়ারের তোড়ে সোনাদিয়ার চরে ভেসে এসেছে। স্থানীয় জেলেরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের সদস্য একরাম মিয়া বলেন, ওই যুবকের আনুমানিক বয়স ২৮ বছর। তাঁর পরনে হাফ প্যান্ট, টি–শার্ট ও লাইফ জ্যাকেট এবং কানে হেডফোন ছিল। ধারণা করা হচ্ছে, এটি কোনো পর্যটকের লাশ।
মহেশখালী থানার পরিদর্শক প্রতুল কুমার শীল প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি সাগরে ভেসে এলেও পচন ধরেনি। নিহত যুবকের পরিচয় শনাক্তে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করা হবে।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোথাও কোনো পর্যটক নিখোঁজ রয়েছে কি না, খবর নেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বক র
এছাড়াও পড়ুন:
শেরপুরে পাহাড়ি ঢলে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে হুমায়ুন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের সাত ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হুমায়ুন উপজেলার বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের পানির সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে যায় হুমায়ুন ও তার চাচাতো ভাই আতিক হাসান। এ সময় তীব্র স্রোতে হুমায়ুন ভেসে যায়। পরে খবর পেয়ে বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে তীব্র স্রোতের কারণে সন্ধ্যা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে রাত নয়টার দিকে বুরুঙ্গা ব্রিজ থেকে প্রায় ৩০০ মিটার ভাটিতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে হুমায়ুনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।