কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের চর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে দ্বীপের পশ্চিমপাড়া চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লাশটি জোয়ারের তোড়ে সোনাদিয়ার চরে ভেসে এসেছে। স্থানীয় জেলেরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের সদস্য একরাম মিয়া বলেন, ওই যুবকের আনুমানিক বয়স ২৮ বছর। তাঁর পরনে হাফ প্যান্ট, টি–শার্ট ও লাইফ জ্যাকেট এবং কানে হেডফোন ছিল। ধারণা করা হচ্ছে, এটি কোনো পর্যটকের লাশ।

মহেশখালী থানার পরিদর্শক প্রতুল কুমার শীল প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি সাগরে ভেসে এলেও পচন ধরেনি। নিহত যুবকের পরিচয় শনাক্তে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করা হবে।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোথাও কোনো পর্যটক নিখোঁজ রয়েছে কি না, খবর নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বক র

এছাড়াও পড়ুন:

গিলের জয়ের আনন্দ, স্টোকসের আফসোস

ম্যাচ জিততে পারবেন, এই আত্মবিশ্বাস কি ছিল? ভারতের অধিনায়ক শুবমান গিলের উত্তর, হ্যাঁ ছিল।

হ্যারি ব্রুকেরও একই বিশ্বাস ছিল। পুরস্কার বিতরণী মঞ্চে মাইকেল আথারটনকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল আজকের দিনে। দুজন ভালো ব্যাটসম্যান ছিল (ক্রিজে)। ভেবেছিলাম, সহজেই জিতব।’

আরও পড়ুনওভালে অবিশ্বাস্য নাটক, ভারতের অসাধারণ জয়৫ ঘণ্টা আগে

আত্মবিশ্বাস তো তাঁর থাকতেই হবে। ওভাল টেস্ট জিততে আজ শেষ দিনে হাতে ৪ উইকেট রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ক্রিজে জেমি স্মিথের মতো স্বীকৃত ব্যাটসম্যার এবং জেমি ওভারটনের মতো অলরাউন্ডার, যিনি কিনা ব্যাটিংটাও ভালো করেন। এ অবস্থায় ব্রুকদের জয়ের আত্মবিশ্বাস না থাকাটাই বরং অস্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ রানে হারার পর এই টেস্ট না খেলা দলটির মূল অধিনায়ক বেন স্টোকস বলতে বাধ্য হলেন, ‘আমরা পারলাম না!’

ওভাল টেস্টে জয়ের পর ভারতের খেলোয়াড়দের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ