রাজধানীর রামপুরা এলাকার আফতাবনগর মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

সাদিয়ার ছোট ভাই তামজিদ নওশাদ প্রথম আলোকে বলেন, পাসপোর্ট করার জন্য সবুজবাগের বাসা থেকে তাঁরা আফতাবনগর পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখান থেকে রামপুরা হয়ে কালাচাঁদপুরে মেজ বোনের বাসায় যাওয়ার জন্য ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। আফতাবনগর মোড়ে পৌঁছালে তাঁর বোনের গলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে অজ্ঞান হয়ে যান সাদিয়া। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ফাঁড়ি পরিদর্শক মো.

ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

সাদিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউন এলাকার তকি তাহমিদের স্ত্রী। তিনি ঢাকার সবুজবাগ এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সাদিয়া তৃতীয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ