আইসিসির মাস সেরার লড়াইয়ে প্রথমবার মিরাজ
Published: 5th, May 2025 GMT
এপ্রিলে ব্যাট-বল হাতে দারুণ সময় কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে তার উজ্জ্বল পারফরম্যান্সে বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করেছে। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।এবার তার সামনে আইসিসির স্বীকৃতির হাতছানি।
আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রয়েছেন মিরাজ। প্রথমবারের মতো আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। তার সঙ্গে তালিকায় রয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স।
সোমবার (৫ মে) আইসিসি পুরুষ ও নারী ক্রিকেটারদের এপ্রিলের মাস সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।
আরো পড়ুন:
ওয়ানডে র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে বাংলাদেশ
প্লে-অফের দ্বারপ্রান্তে পাঞ্জাব কিংস
জিম্বাবুয়ের বিপক্ষে অর্জনের ঝুলি ‘টইটুম্বুর’ ছিল মিরাজের। সিলেটে ম্যাচ হারলেও মিরাজ দুই ইনিংসে ৫টি করে উইকেট পেয়েছিলেন। ম্যাচে ১০ উইকেট নিজের কাজটা ঠিকটাক করেছিলেন। চট্টগ্রামেও মিরাজ ধরে রেখেছিলেন ছন্দ। ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন। বল হাতে নিয়েছিলে ৫ উইকেট।
টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তোলেন মিরাজ। সেঞ্চুরির পথে তুলে নিয়েছিলেন সাদা পোশাকে ২ হাজার রান। ২ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলে নাম লিখিছেন সাকিবের পর। এছাড়া একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারি বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হয়েছিলেন তিনি। আবার সিরিজে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটারও হয়েছেন। আলো ছড়িয়ে এবার আইসিসির স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশের তারকা।
জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুরাজাবানি সিরিজে জিম্বাবুয়ের শীর্ষ উইকেট শিকারি ছিলেন।২০.
ঢাকা/ইয়াসিন/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইস স র উইক ট
এছাড়াও পড়ুন:
প্রথমবার ভিডিওতে একসঙ্গে বেলাল খান ও কর্নিয়া
দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়াকে প্রথমবারের মত দেখা যাবে ‘তুমি ছাড়া নেই আলো’ গানের ভিডিও তে । নাটক সিনেমাতে একসঙ্গে নিয়মিত গাইলেও এর আগে কখনোই তাদের এক সাথে ভিজুয়াল পারফরম্যান্স করতে দেখা যায়নি।
‘তুমি ছাড়া নেই আলো ’ শিরোনামে গানটির কথা লিখেছেন সহদেব সাহা , সুর করেছেন বেলাল খান এবং সঙ্গীতায়োজন এমএমপি রনি । মেলোডি রোমান্টিক এই গানের মনমুগ্ধকর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী ।
নতুন গান ও ভিডিও নিয়ে বেলাল খান বলেন, ‘অনেকদিন থেকেই দর্শকদের চাওয়া ছিল আমার প্রথম দিকের মেলোডিরোমান্টিক গানগুলোর মত নতুন গান করা ।আশা করি, নতুন এই গানে সেই ধরনের টেস্ট পাবে গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছে চন্দন রায় চৌধুরী। এ প্রসঙ্গে কর্নিয়া বলেন বেলাল ভাইয়ের গানগুলো বরাবরই স্পেশাল হয়। এবারের গানটিও তেমনি। অনেকদিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি। আজ বেলাল খানের ইউটিউব চ্যানেল থেকে ‘তুমি ছাড়া নিয়ে আলো ’ গানটি প্রকাশ হবে।