টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ বাকি এখনো তিনটি। পুরোটাই অবশ্য আনুষ্ঠানিকতা। কালই এবারের আইপিএল থেকে বাদ পড়ে গেছে হায়দরাবাদ। এবারের আইপিএলে এটিও একটি চমক!

এত শক্তিশালী দল গড়ার পরও প্লে-অফের জন্য হায়দরাবাদ লড়াইও করতে পারবে না, এমন ধারণা টুর্নামেন্ট শুরুর আগে কেউ করেছে বলে মনে হয় না। তবে ক্রিকেটটাই তো এমন খেলা। অনিশ্চিত! হায়দরাবাদের এমন ছিটকে পড়ার ক্রিকেটীয় কারণও নিশ্চয় আছে। সেই কারণগুলো দেখে নেওয়া যেতে পারে—

ট্রাভিষেক নিশ্চুপ

এবারের আইপিএলে জ্বলেনি অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের ব্যাট। গত মৌসুমে এই দুজন মিলে ওভারপ্রতি রান তুলেছেন ১৩.

২১ রান করে। গড়ে প্রায় ৫০ রান করে পেয়েছে দলটি। দুজনে মিলে ছক্কাই মেরেছেন ৭৪টি। সে কারণেই এই দুজনকেই এবার ১৪ কোটি রুপি করে দিয়ে দলে রেখেছে হায়দরাবাদ। কিন্তু গতবারের মতো এবার আর পারফর্ম করতে পারেননি তাঁরা। ১১ ম্যাচ শেষে দুই ওপেনার মিলে ছক্কা মেরেছেন ২৬টি। বড় রানের জুটি নেই একেবারে।

এবার একসঙ্গে জ্বলে উঠতে পারেননি অভিষেক ও হেড

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য়দর ব দ

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ