Prothomalo:
2025-05-06@16:33:58 GMT

ক্রমশ পুরান ঢাকা

Published: 6th, May 2025 GMT

পুরান ঢাকাকে কেন্দ্র করেই আজকের ঢাকার বিস্তার। কিন্তু সেই পুরান ঢাকা আর কেন্দ্রে থাকতে পারেনি। এখন এর অবস্থান প্রান্তে এবং ঢাকার মধ্যেই এক ভিন্ন ঢাকা। 

পুরান ঢাকার ভিন্নতা সবকিছুতেই। এর অলিগলি, স্থাপত্য, খাবার ও খাবারের দোকান, ভাষা বা রসবোধ, গলির আড্ডা, এমনকি গন্ধ—সবই যেন নিজস্ব। সেখানকার ‘মহল্লাবাসী’ এর কতটা টের পায়, কে জানে! কিন্তু পুরান ঢাকার এসব প্রাত্যহিকতাই তো একজন আগন্তুক বা পর্যবেক্ষকের কাছে অনন্য। 

আলোকচিত্রশিল্পী মুনেম ওয়াসিফ পুরান ঢাকার এই বিশেষ রূপ, রস, বর্ণ ও গন্ধের সন্ধানে দিনের পর দিন ঘুরেছেন সেখানকার অলিগলিতে। ক্যামেরা সঙ্গী করে তিনি এসব ধরতে চেয়েছেন দৃশ্যমাধ্যমে। এ জন্য তিনি এক দীর্ঘ এবং ধ্যানী পথ বেছে নিয়েছেন। তিনি সেখানে হেঁটে বেড়িয়েছেন, সময় কাটিয়েছেন, বিশ্রাম নিয়েছেন, বিরতি নিয়েছেন, বদল বা পরিবর্তন বুঝতে এই জায়গায় আবার গেছেন। এভাবেই পার করে ফেলেছেন বছরের পর বছর। 

মুনেম ওয়াসিফ এই দীর্ঘ সময়ে আলোছায়ার তুলিতে তোলা তাঁর স্থির ও চলমান ছবি এবং নানা সংগ্রহের বাছাই সমাবেশ ঘটিয়েছেন ‘ক্রমশ’ শিরোনামের দৃশ্যশিল্প প্রদর্শনীতে। ক্রমশ—মানে অব্যাহতভাবে বদলায়, যার একটি ধারাবাহিকতা আছে। প্রদর্শনীর শিরোনাম থেকে বোঝা যায় পুরান ঢাকা নিয়ে তাঁর এই যাত্রা চলমান। এই প্রদর্শনীর মাধ্যমে মাঝপথে তিনি যেন যাত্রাবিরতি নিলেন দর্শকদের সঙ্গে নিজের এত দিনের অভিজ্ঞতা বা উপলব্ধি ভাগাভাগি করতে। 

মুনেম ওয়াসিফের ‘ক্রমশ’ শুধু একটি শহরের বা শহরের একটি নির্দিষ্ট অংশের ধারণ করা দৃশ্যের প্রদর্শনী নয়। বরং সময়, স্মৃতি ও বিশেষ স্থানের বিশেষ কিছু তুলে ধরার এক ধ্যানী অন্বেষণ। এই প্রদর্শনী আমাদের পুরান ঢাকার সঙ্গে এক আত্মিক যোগাযোগ ও সংলাপে আমন্ত্রণ জানায়। যেখানে পুরোনো আর আধুনিক সময়ের মধ্যে থমকে থাকা শহরটি নিজেই নিজের গল্প বলে যাচ্ছে। 

আমরা দেখতে পাই, সেখানকার মানুষ একই সঙ্গে অতীত ও বর্তমানকে সঙ্গে নিয়ে কীভাবে নিজেদের জীবনযাপনের নিজস্ব জায়গাটি ধরে রেখেছে। আবার এটাও টের পাই যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। কিন্তু পুরান ঢাকার রূপ, রস গন্ধ ও বর্ণ এরপরও আলাদাই রয়ে গেছে। পুরান ঢাকার বদলটিও তার মতোই নিজস্ব।

আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, ২০২২.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক রমশ

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে প্রাইভেটকার চালকের দক্ষতায় ডাকাতি থেকে রক্ষা 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চালকের দক্ষতায় ডাকাতের হাত থেকে রক্ষা পেয়েছে একটি প্রাইভেটকারের আরোহীরা। সোমবার (৫ মে) দিবাগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

একটি গাড়ির ড্যাসবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওটি মঙ্গলবার (৬ মে) বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার পায়।

ভিডিওতে দেখা যায়, এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে ওঁৎ পেতে থাকা ডাকাতেরা একটি প্রাইভেটকার আসতেই বড় রাম দা নিয়ে হামলে আসে। গাড়ির চালক ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে না গিয়ে দ্রুত গাড়িটি ব্যাক করতে সমর্থ হয়। হাফপ্যান্ট পরিহিত ছয়জন ডাকাত গাড়িটিকে ধরতে না পেরে একটি রাম দা গাড়ির উপর ছুঁড়ে মারে। 

ঘটনার ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, ঘটনার পরপর টহল পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। ভিডিও দেখে ডাকাতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত নিবন্ধ