পুরান ঢাকাকে কেন্দ্র করেই আজকের ঢাকার বিস্তার। কিন্তু সেই পুরান ঢাকা আর কেন্দ্রে থাকতে পারেনি। এখন এর অবস্থান প্রান্তে এবং ঢাকার মধ্যেই এক ভিন্ন ঢাকা।
পুরান ঢাকার ভিন্নতা সবকিছুতেই। এর অলিগলি, স্থাপত্য, খাবার ও খাবারের দোকান, ভাষা বা রসবোধ, গলির আড্ডা, এমনকি গন্ধ—সবই যেন নিজস্ব। সেখানকার ‘মহল্লাবাসী’ এর কতটা টের পায়, কে জানে! কিন্তু পুরান ঢাকার এসব প্রাত্যহিকতাই তো একজন আগন্তুক বা পর্যবেক্ষকের কাছে অনন্য।
আলোকচিত্রশিল্পী মুনেম ওয়াসিফ পুরান ঢাকার এই বিশেষ রূপ, রস, বর্ণ ও গন্ধের সন্ধানে দিনের পর দিন ঘুরেছেন সেখানকার অলিগলিতে। ক্যামেরা সঙ্গী করে তিনি এসব ধরতে চেয়েছেন দৃশ্যমাধ্যমে। এ জন্য তিনি এক দীর্ঘ এবং ধ্যানী পথ বেছে নিয়েছেন। তিনি সেখানে হেঁটে বেড়িয়েছেন, সময় কাটিয়েছেন, বিশ্রাম নিয়েছেন, বিরতি নিয়েছেন, বদল বা পরিবর্তন বুঝতে এই জায়গায় আবার গেছেন। এভাবেই পার করে ফেলেছেন বছরের পর বছর।
মুনেম ওয়াসিফ এই দীর্ঘ সময়ে আলোছায়ার তুলিতে তোলা তাঁর স্থির ও চলমান ছবি এবং নানা সংগ্রহের বাছাই সমাবেশ ঘটিয়েছেন ‘ক্রমশ’ শিরোনামের দৃশ্যশিল্প প্রদর্শনীতে। ক্রমশ—মানে অব্যাহতভাবে বদলায়, যার একটি ধারাবাহিকতা আছে। প্রদর্শনীর শিরোনাম থেকে বোঝা যায় পুরান ঢাকা নিয়ে তাঁর এই যাত্রা চলমান। এই প্রদর্শনীর মাধ্যমে মাঝপথে তিনি যেন যাত্রাবিরতি নিলেন দর্শকদের সঙ্গে নিজের এত দিনের অভিজ্ঞতা বা উপলব্ধি ভাগাভাগি করতে।
মুনেম ওয়াসিফের ‘ক্রমশ’ শুধু একটি শহরের বা শহরের একটি নির্দিষ্ট অংশের ধারণ করা দৃশ্যের প্রদর্শনী নয়। বরং সময়, স্মৃতি ও বিশেষ স্থানের বিশেষ কিছু তুলে ধরার এক ধ্যানী অন্বেষণ। এই প্রদর্শনী আমাদের পুরান ঢাকার সঙ্গে এক আত্মিক যোগাযোগ ও সংলাপে আমন্ত্রণ জানায়। যেখানে পুরোনো আর আধুনিক সময়ের মধ্যে থমকে থাকা শহরটি নিজেই নিজের গল্প বলে যাচ্ছে।
আমরা দেখতে পাই, সেখানকার মানুষ একই সঙ্গে অতীত ও বর্তমানকে সঙ্গে নিয়ে কীভাবে নিজেদের জীবনযাপনের নিজস্ব জায়গাটি ধরে রেখেছে। আবার এটাও টের পাই যে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। কিন্তু পুরান ঢাকার রূপ, রস গন্ধ ও বর্ণ এরপরও আলাদাই রয়ে গেছে। পুরান ঢাকার বদলটিও তার মতোই নিজস্ব।
আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, ২০২২.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক রমশ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।