ইয়ামালের সামনে ইন্টারের যে কৌশলকে ‘আত্মঘাতী’ আখ্যা
Published: 6th, May 2025 GMT
ইতালির ফুটবলে তো বটেই ইন্টার মিলানের খুব পুরনো এক রক্ষণ কৌশল হলো ‘লো ব্লক’। রক্ষণে একেবারেই জায়গা না ছাড়ার এই কৌশলের সঙ্গে ‘ফলস ডিফেন্স’ যোগ করেছেন সিমোন ইনজাঘি। তিনি দুই মিডফিল্ডারকে রক্ষণে নামিয়ে এনে সেন্ট্রাল ডিফেন্ডারকে ডিফেন্সিভ মিডফিল্ডে তুলে আনেন। নিচ থেকে সাজান খেলা।
বার্সেলোনার ১৭ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামালের বিপক্ষে ইন্টার মিলানের ওই ‘লো ব্লক’ ডিফেন্স আত্মঘাতী হতে পারে বলে কলামে উল্লেখ করেছেন সাবেক এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলো।
ইতালির সংবাদ মাধ্যম লা গেজ্জেত্তে দেল্লে স্পোর্তয় তিনি লিখেছেন, ‘ভালো পায়ের কথা যদি বলি, লামিনে ইয়ামালের কথা কীভাবে না বলে থাকা যায়? সান সিরোতে এটা তার ক্যারিয়ারের প্রথম ম্যাচ হতে যাচ্ছে, তার মানে এমন ভাবার সুযোগ নেই যে, তার পা কাঁপবে। বরং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে, চ্যাম্পিয়ন্স লিগে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সে বুঝিয়ে দিয়েছে সে চ্যাম্পিয়নের ব্যক্তিত্ব সম্পন্ন, তার লেভেল শীর্ষ পর্যায়ের।
সে কারণেই আমি মনে করি, ইন্টার মিলান যদি ম্যাচে ভারসাম্য রাখতে চায় তাদের লো ব্লক (রক্ষণে নিচে নেমে মাঠ ছোট করে খেলা) এড়িয়ে চলতে হবে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দ্বিতীয় লেগে তারা শেষ ২০ মিনিট ওই কাজই করেছিল। কিন্তু লামিনের সামনে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।’
ফ্যাবিও ক্যাপেলোর পরামর্শ অবশ্য ইনজাঘি শুনবেন বলে মনে হয় না। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারা কোচ সিমন ইনজাঘি বরং ইয়ামালকে বন্দি করতে রক্ষণে খাঁচা তৈরির পরিকল্পনা করছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্তর মতে, ইয়ামালকে বন্দি করতে ইনজাঘি দুই-তিনজন ফুটবলার লাগলেও লাগাবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র ইনজ ঘ
এছাড়াও পড়ুন:
ভারতের দুটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের দুটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে উড়োজাহাজগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, ‘ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি বাহিনী। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তান বিমান বাহিনী শত্রুপক্ষের দুটি উড়োজাহাজ ভূপাতিত করেছে। পাকিস্তান বিমান বাহিনীর সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে।’
পিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় উড়োজাহাজের পাশাপাশি প্রতিশোধ হিসেবে দেশটির সামরিক বাহিনীর একটি কার্যালয় ধ্বংস করা হয়েছে। তবে ওই কার্যালয়ের অবস্থান সুর্নিদিষ্টভাবে উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতেই পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এ হামলা হয়।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।