দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে মঙ্গলবার একটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে। প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি চক্র ওই আইডি খুলেছে। দুদক সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে কমিশন থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, দুদক চেয়ারম্যানের নামে কোনো ফেসবুক আইডি নেই।

দুদক ওই আইডি পরীক্ষা করে দেখেছে, প্রচ্ছদে লেখা রয়েছে– ‘আসসালামু আলাইকুম, এই ফেসবুক অ্যাকাউন্টের বাইরে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সবাই ফেক অ্যাকাউন্টগুলো বর্জন করুন।’ কমিশনের পক্ষ থেকে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ সব ক ফ সব ক

এছাড়াও পড়ুন:

সচিবালয়ের মি‌ছিল সমা‌বেশ নি‌ষিদ্ধ, নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশ

দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারে বেশ কিছু নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে-‘সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ। অনুমতি ছাড়া কোনও মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার সভা বা সমাবেশ আয়োজন করা যাবে না।’

এতে আরো বলা হয়, ‘বিকেল ৩টার পর সচিবালয়ে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। সাপ্তাহিক বা সরকারি ছুটির দিন সচিবালয়ে প্রবেশের জন্যও পূর্বানুমতি নিতে হবে। সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সবসময় পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে। সচিবালয়ের ভেতরে কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে কোনো পণ্য, যন্ত্রপাতি বা মালামাল রাখা যাবে না।’

‘প্রবেশকালে সব যানবাহন ও ব্যক্তিকে যথাযথ নিরাপত্তা তল্লাশির আওতায় আনা হবে।’

নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ