দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে মঙ্গলবার একটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে। প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি চক্র ওই আইডি খুলেছে। দুদক সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে কমিশন থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, দুদক চেয়ারম্যানের নামে কোনো ফেসবুক আইডি নেই।

দুদক ওই আইডি পরীক্ষা করে দেখেছে, প্রচ্ছদে লেখা রয়েছে– ‘আসসালামু আলাইকুম, এই ফেসবুক অ্যাকাউন্টের বাইরে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সবাই ফেক অ্যাকাউন্টগুলো বর্জন করুন।’ কমিশনের পক্ষ থেকে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ সব ক ফ সব ক

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ