দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে মঙ্গলবার একটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে। প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি চক্র ওই আইডি খুলেছে। দুদক সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে কমিশন থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, দুদক চেয়ারম্যানের নামে কোনো ফেসবুক আইডি নেই।

দুদক ওই আইডি পরীক্ষা করে দেখেছে, প্রচ্ছদে লেখা রয়েছে– ‘আসসালামু আলাইকুম, এই ফেসবুক অ্যাকাউন্টের বাইরে আমার কোনো অ্যাকাউন্ট নেই। সবাই ফেক অ্যাকাউন্টগুলো বর্জন করুন।’ কমিশনের পক্ষ থেকে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ সব ক ফ সব ক

এছাড়াও পড়ুন:

ভারতের হামলার উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তান: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা বলেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, ভারতের এই হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। 

‘শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না’, বলেন তিনি। 

তিনি বলেন, পাকিস্তানি জাতির মনোবল দৃঢ়। সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত নিবন্ধ