এপ্রিল মাসে দেশের অর্থনীতির সম্প্রসারণের গতি কমেছে। এপ্রিল মাসে দেশের অর্থনীতির প্রধান চারটি খাত নিয়ে প্রণীত পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচকের মান ৮ দশমিক ৮ পয়েন্ট কমেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে পিএমআই সূচকের মান ৫২ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছে। মার্চ মাসে এই সূচকের মান ছিল ৬১ দশমিক ৯।

গত মাসে দেশের অর্থনীতির প্রধান চারটি খাতই সম্প্রসারিত হয়েছে। কৃষি খাতে সপ্তম মাসের মতো প্রবৃদ্ধি হয়েছে। উৎপাদন খাত টানা আট মাস সম্প্রসারিত হয়েছে। নির্মাণ খাত সম্প্রসারণ হয়েছে টানা পাঁচ মাস। পরিষেবা খাতেরও সম্প্রসারণ হয়েছে সাত মাস।

বিজ্ঞপ্তিতে অর্থনীতির প্রধান চারটি খাতের ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়েছে, উৎপাদন ও নির্মাণ সূচকের উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা থাকলেও কৃষি খাতের সম্প্রসারণ হবে ধীরগতিতে।

এই প্রতিবেদন সম্পর্কে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, সম্প্রতি পিএমআই থেকে বোঝা যায়, অর্থনীতির প্রধান খাতগুলোর সম্প্রসারণ অব্যাহত আছে, যদিও গতি কিছুটা কমেছে। এপ্রিল মাসের পিএমআই অক্টোবর মাসে সম্প্রসারণ শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন। দীর্ঘ ছুটির কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকা, পোশাক খাতে ট্রাম্পের শুল্কের প্রাথমিক প্রভাব ও জ্বালানি সরবরাহ সমস্যা সম্ভবত এই ধীর গতির কারণ।

পিএমআই শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। সূচকের মান ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর মান ৫০ থাকলে বুঝতে হবে সংশ্লিষ্ট খাতে ওই মাসে কোনো পরিবর্তন হয়নি। গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনের জেরে পিএমআই মান ৩৬ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছিল। আগস্টে তা কিছুটা বেড়ে ৪৯ দশমিক ৭ পয়েন্ট হয়। অক্টোবর মাসে তা ৫৫ দশমিক ৭ পয়েন্টে উঠে আসে। এর পর থেকে অর্থনীতি সম্প্রসারণের ধারায় আছে।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শতবর্ষের পুরোনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এক বছর ধরে যৌথভাবে পিএমআই প্রণয়ন করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এমআই দশম ক

এছাড়াও পড়ুন:

আইএলটি-টোয়েন্টি: নিলামে দল পেলেন সাকিব, দ্বিগুণ দাম তাসকিনের

শুরুতে অবিক্রীত থাকলেও শেষ মুহূর্তে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশি অলরাউন্ডারকে কিনেছে ভারতীয় ধনকুবের ও এশিয়া মহাদেশের শীর্ষ ধনী মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। সাকিবকে ৪০ হাজার মার্কিন ডলারে দলে ভিড়িয়েছে তারা।

নিলামে দল পেয়েছেন আরেক বাংলাদেশি তাসকিন আহমেদও। তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। তাঁর দাম উঠেছে সাকিবের দ্বিগুণ—৮০ হাজার মার্কিন ডলার।

২০২৩ সালে যাত্রা শুরু হলেও আইএলটি২০–তে নিলাম অনুষ্ঠিত হয়েছে এবারই প্রথম। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তবে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের এই ক্রিকেটারকে নিয়ে ৬ ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি।

এমনকি অলরাউন্ডারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসার সুখবর পাওয়ার দিনে দল পাননি পাকিস্তানের সাইম আইয়ুবও।

অন্যান্য পরিচিত ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, জেসন রয়, টেম্বা বাভুমা, জিমি অ্যান্ডারসন, মোহাম্মদ নেওয়াজকেও কোনো দল কেনেনি।

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে যেন অবাধে খেলতে পারেন, তাই গত আগস্টে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। ভারতের বাইরে লিগে খেলার প্রথম পদক্ষেপ হিসেবে সাবেক এই অফ স্পিনার এরপর নাম লেখান আইএলটি২০ নিলামে। কিন্তু তিনি অবিক্রীত রয়ে গেলেন।

নিলামে প্রথম ডাকে দল পাননি সাকিব ও তাসকিন। পরে অবিক্রীত খেলোয়াড়দের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে আবার নিলাম ডাকা হয়। তখন সাকিবকে এমআই এমিরেটস এবং তাসকিনকে শারজা ওয়ারিয়র্স কিনে নেয়।

বিসিবি তাসকিনকে আইএলটি২০-তে খেলার অনুমতি দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে তাঁর।  এর আগে গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি।

সাকিব বিশ্বজুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও আইএলটি২০-তে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। এবার এমআই এমিরেটসের হয়ে আইএলটি২০-তে অভিষেক হবে তাঁর।

আইএলটি২০-এর চতুর্থ আসর শুরু হবে আগামী বছর ১০ জানুয়ারি।

সম্পর্কিত নিবন্ধ

  • আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সঙ্গে সাকিব-তাসকিন
  • আইএলটি-টোয়েন্টি: নিলামে দল পেলেন সাকিব, দ্বিগুণ দাম তাসকিনের