ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার এখন ইউরোপা লিগের ফাইনালে। লিগ টেবিলে ১৫ ও ১৬ নম্বরে থাকা দল দুটির ফাইনালে ওঠার ঘটনা নিঃসন্দেহে দারুণ কিছু। ২১ মে স্পেনের বিলবাওয়ে ‘অল ইংলিশ ফাইনাল’ শেষে এই দুই দলের একটি যে ট্রফি উঁচিয়ে ধরতে যাচ্ছে, তা এখন নিশ্চিত।

পাশাপাশি এ দুটি দলের যে জিতবে, তারা নিশ্চিতভাবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার টিকিট পাবে। এর আগে প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ৫টি ক্লাবের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়েছিল। এখন দুই ইংলিশ ক্লাব ইউরোপার ফাইনালে যাওয়ায় সংখ্যাটি ৬ হতে যাচ্ছে।

এর ফলে নতুন একটি ইতিহাসও গড়তে যাচ্ছে প্রিমিয়ার লিগ। নিজেদের ইতিহাসে তো বটেই, ইউরোপে যেকোনো দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে পাঁচ ক্লাবের বেশি চ্যাম্পিয়নস লিগের এক আসরে খেলার যোগ্যতা অর্জন করতে যাচ্ছে।

কীভাবে সম্ভব হলো

গতকাল রাতে ম্যাচের আগপর্যন্ত প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে ৫টি স্লট ছিল। একমাত্র লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ছাড়া অন্য কোনো দল এখন পর্যন্ত ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই আসরে খেলার টিকিট পায়নি।

আরও পড়ুনপ্রিমিয়ার লিগের দুই ‘বাজে’ দল ইউনাইটেড-টটেনহাম ইউরোপার ফাইনালে০৯ মে ২০২৫

বাকি চারটি স্থানের জন্য অন্তত ৬টি দল লড়াই করছে। তবে পয়েন্ট তালিকার পরের দিকে থাকায় সেই দলগুলোর মধ্যে নেই ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। এখন তারা আলাদাভাবেই এ লড়াইয়ে নামবে। ইউরোপা লিগের ট্রফি জয়ের পাশাপাশি নিশ্চিত হবে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাও।

প্রশ্ন হচ্ছে প্রিমিয়ার লিগ থেকে ৫টি দলই বা কীভাবে নির্বাচিত হলো? মূলত উয়েফা কো–এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে থাকায় ইংল্যান্ডের ৫টি দলের পরের আসরে চ্যাম্পিয়নস খেলা নিশ্চিত হয়েছে। চলতি মৌসুমে এই সুযোগটা পেয়েছিল ইতালি ও জার্মানি। ইতালির বোলোনিয়া ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড সিরিআ ও বুন্দেসলিগায় পঞ্চম হয়ে সুযোগ পেয়েছিল এবারের চ্যাম্পিয়নস লিগে।

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে ২০তম বার চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ র ফ ইন ল ইউর প

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ