ভারতে হামলার পর পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান
Published: 10th, May 2025 GMT
পাকিস্তান আজ শনিবার বলেছে, ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) জরুরি বৈঠক ডেকেছে।
আজ ভোরে পাকিস্তান ভারতের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তান।
এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত এনসিএর এই বৈঠক ডেকেছেন। সংস্থাটি পারমাণবিক অস্ত্রসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে।
বিশ্লেষকেরা বলছেন, এমন বৈঠক সংঘাত আরও গভীরতর হওয়ার ইঙ্গিত দেয়।
স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক আসফান্দিয়ার মির বলেন, ‘এটি একধরনের পারমাণবিক সতর্কবার্তা, যা পাকিস্তানের “প্রথম ব্যবহার” নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বাস্তব অর্থে এটি আমাদের যুদ্ধের শঙ্কা বৃদ্ধির ঝুঁকিকে অনেক ওপরের ধাপে নিয়ে গেছে। আগে কখনো এমনটি হয়নি।’
এদিকে ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করেছে, পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন ও গোলাবারুদ ব্যবহারের মাধ্যমে হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়ে চলেছে। ভারত একে ‘স্পষ্ট আগ্রাসন’ বলে উল্লেখ করে বলেছে, পাকিস্তানের ‘শত্রুতামূলক ষড়যন্ত্র’ প্রতিহত করা হবে।
ভারতীয় পুলিশ দাবি করেছে, পাকিস্তানের হামলায় কাশ্মীরের জম্মু অঞ্চলে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
গত বুধবার থেকে চলতে থাকা টানা এই পাল্টাপাল্টি হামলাকে গত তিন দশকে ভারত-পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের তরফ থেকে উত্তেজনা কমানোর জোর আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তান দাবি করেছে, তাদের সামরিক অভিযান ছিল ভারতের আগের হামলার প্রতিশোধ। ইসলামাবাদ ও আশপাশের এলাকা লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ভারতের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তানের একাধিক সশস্ত্র ড্রোন পাঞ্জাবের অমৃতসরের আকাশে দেখা গেছে। সেগুলো ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করছি না। আমাদের লক্ষ্য কেবল সেসব জায়গা, যেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করা হয়েছে।’
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, ভারতের পাঞ্জাব রাজ্যের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এ ছাড়া পাঠানকোট বিমানঘাঁটি ও কাশ্মীরের উধমপুর বিমানঘাঁটিতেও আঘাত হানা হয়েছে।
পাকিস্তানের গোলার আঘাতে ভারত–নিয়ন্ত্রিত জম্মুর ক্ষতিগ্রস্ত ভবন। জম্মু, আজ ১০ মে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: লক ষ য ক
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে অটোরিকশায় ট্রাক্টরের ধাক্কা, শ্রমিক নিহত
টাঙ্গাইলের বাসাইলে ট্রক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা জিয়াবুর রহমান (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে বাসাইল-নলুয়া সড়কের বাসুলিয়াতে ঘটনাটি ঘটে। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জিয়াবুর রহমান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত চাঁন ফরালীর ছেলে। তিনি কৃষি শ্রমিক ছিলেন।
এলাকাবাসী জানান, শনিবার দুপুরে বাসুলিয়াতে বাসাইলগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় নলুয়াগামী একটি ট্রাক্টর। এতে অটোরিকশায় থাকা জিয়াবুর গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, ২ কলেজছাত্র নিহত
নিহতের ভাই আজিজুল বলেন, “আমরা কাজ করে নলুয়া থেকে বাসাইলের দিকে যাচ্ছিলাম। বাসুলিয়ায় একটি ট্রাক্টর আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। আমার ভাই মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ভাইয়ের মৃত্যু হয়।”
ওসি জালাল উদ্দিন বলেন, “দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় মামলা প্রক্রিয়াধীন।”
ঢাকা/কাওছার/মাসুদ