ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির জন্য আপডেটেড নম্বর প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আপডেটেড নম্বরসমূহে যোগাযোগ করুন:

১। গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০, ০১৭৬৯০৯১০২০

২। ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং কদমতলী।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯১০২০

৩। সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক এবং মানিকগঞ্জ।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৯৫২০৯, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০, ০১৭৬৯০৯১০২০

৪। ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৯৩৫০৯, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০, ০১৭৬৯০৯১০২০

৫। বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিন খান, উত্তরখান, উত্তরা পূর্ব।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০২৫৭৬৬, ০১৭৬৯০২৫৭৬৯, ০১৭৬৯০২৫৮৬৫, ০১৭৬৯০২৫৭৬৭

৬। মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রুপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫০৭১০, ০১৭৬৯০৫০৬৯৩, ০১৭৬৯০৫০৬৯৫, ০১৭৬৯০৫০৬৯৬

৭। উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৮২৮৩৬, ০১৩১৮৩৭১৫৫৪, ০১৩১৮৩৭১৫৫৫

৮। দারুসসালাম থানা এবং শাহআলী থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৩৩৭০০, ০১৭৬৯০৩৩৭০২, ০১৭৬৯০৩৩৭০৪

৯। গুলশান, বনানী, ভাটারা এবং বাড্ডা থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫০২৮৩, ০১৭৬৯০১১৫৫৯

১০। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫৩১৪৪

১১। রামপুরা, সবুজবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫৩১৬৮

১২। ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০৫১৮২৫, ০১৭৬৯০১৯০৭৩, ০১৭৬৯০১৩২৩৬

১৩। হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা।

যোগাযোগের নম্বর- ০১৮৯৭৯১৪৮৬২, ০১৮৯৭৯১৪৮৬৩, ০১৮৯৭৯১৪৮৬৪, ০১৮৯৭৯১৪৮৬৫, ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯

১৪। শের-ই-বাংলা নগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা।

যোগাযোগের নম্বর- ০১৮১৫৭৯৫৯৫১, ০১৭৬৯০৫৯৮৮৮, ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯

১৫। তেজগাঁও থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০১৯৪০৯, ০১৭৬৯০১৯৪১৫, ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯

১৬। লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা।

যোগাযোগের নম্বর- ০১৭৬৯০১৩৪৩৯, ০১৬১৯৮৩২০৬৯, ০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জুলাই ঘোষণাপত্রের দাবিতে যমুনার সামনে অবস্থান, পরে সরিয়ে দিয়েছে পুলিশ

জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা ঘোষণা অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ না পাওয়ায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। আজ সোমবার বেলা তিনটার দিকে তাঁরা যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন। বিকেলে পুলিশ সেখানে গিয়ে তাঁদের সরিয়ে দেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের কর্মকর্তারা জানান, আন্দোলনকারীরা ঘোষণাপত্রের দাবিতে রমনা পার্কের পাশে অবস্থান নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

জুলাই ঘোষণাপত্র নিয়ে আর কোনো টালবাহানা চলবে না বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা। বলেন, তাঁরা শহীদ মিনারে কর্মসূচি পালন করেছিলেন, তখন বলা হয়েছিল ঘোষণা দেওয়া হবে। সর্বশেষ ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটিও বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে রাত আটটার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার কাছে কিছু ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেন। পরে পুলিশ শান্তিপূর্ণভাবে তাঁদের সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি গণবিজ্ঞপ্তি জারি করে যমুনা ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করে, যা এখনো বলবৎ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হলি আর্টিজান হামলার ৯ বছর, মৃত্যুদণ্ড কার্যকর হয়নি আসামিদের
  • নতুন ঘটনা নেই, নজরদারিতে শিথিলতা 
  • নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
  • জুলাই ঘোষণাপত্রের দাবিতে যমুনার সামনে অবস্থান, পরে সরিয়ে দিয়েছে পুলিশ
  • ‘এটা জাস্ট একটা ভুল’, উপদেষ্টা আসিফের ম্যাগাজিন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ‘মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম’
  • আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সোহাগ পাটোয়ারী নামে আরও ১ জনকে গ্রেপ্তার করল দুদক
  • সোহাগ পাটোয়ারী নামে আরও ১ প্রতারককে গ্রেপ্তার করল দুদক
  • দেশের নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে: মহিলা পরিষদের বিবৃতি