একদিন আগেও ছিল ভিন্ন চিত্র। কিন্তু চিত্র পাল্টে গেল মঙ্গলবার দিবাগত রাতে।  ফ্রান্সের সাগর তীরের কান শহরের‘পালে দে ফেস্টিভ্যাল’হয়ে উঠল বিশ্ব তারকাদের মিলনস্থল।

 

বিশেষ সম্মাননা: রবার্ট ডি নিরো-কে অনারারি পাল্ম দ’অর প্রদান করেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

???? রেড কার্পেটে যারা ছিলেন
???? বিখ্যাত তারকারা:
রবার্ট ডি নিরো ও টিফানি চেন – সম্মাননা গ্রহণ ও দারুণ উপস্থিতি

ইভা লংগোরিয়া – ঝলমলে পোশাকে নজর কাড়েন

হাইডি ক্লুম – চিরাচরিত সৌন্দর্য ও মার্জিততা

কোয়েন্টিন ও ড্যানিয়েলা ট্যারান্টিনো – হাস্যোজ্জ্বল ও স্টাইলিশ

বেলা হাদিদ – ফ্যাশনে বরাবরের মতো অনন্য

জুলিয়া গার্নার, এরিন কেলিম্যান, আইসা মাইগা, ইরিনা শায়ক, রসি ডে পালমা, শানিনা শেইক, ওয়ান কিয়ানহুই, হেলেন হোহনে – সবাই ছিলেন আলাদা আলাদা স্টাইলে পরিপূর্ণ ফ্যাশন দ্যুতি নিয়ে

???? মূল বিচারকমণ্ডলী:
জুরি প্রেসিডেন্ট: জুলিয়েট বিনোশ

সদস্যরা:
হ্যালি বেরি, জেরেমি স্ট্রং, আলবা রোহরভাখার, লেইলা স্লিমানি, পায়াল কাপাডিয়া, দিয়ুদো হামাদি, কার্লোস রেইগাদাস, হং সাং-সু
– সবাই একসঙ্গে লাল গালিচায় উপস্থিত হয়ে এক দৃঢ় ও শক্তিশালী বার্তা দিয়েছেন।

???? পূর্বের বিজয়ীরা:
শন বেকার ও সামান্থা কোয়ান – “Anora” দিয়ে আগের বছর পাল্ম দ’অর জয় করার পর এবার আবার এসেছেন

✨ আন্তর্জাতিক ও নতুন মুখ:
নাভা মাও – আত্মবিশ্বাসী উপস্থিতি

গং জুন – চীনের জনপ্রিয় তারকা হিসেবে ভক্তদের উচ্ছ্বাস কুড়িয়েছেন

আপনি যদি চান, আমি সেরা পোশাকগুলোর ছবি-সহ ফ্যাশন বিশ্লেষণ বা কোনো তারকার আলাদা ফিচারও তৈরি করে দিতে পারি। বলুন শুধু!

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব

এছাড়াও পড়ুন:

সাম্যর গ্রামে শোকের ছায়া, মরদেহের অপেক্ষায় স্বজনেরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের (২৫) মৃত্যুর ঘটনায় গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈল গ্রামে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। সাম্যের মরদেহের অপেক্ষায় রয়েছেন তারা। 

নিহত শাহরিয়ার আলম সাম্য সড়াতৈল গ্রামের ফরহাদ সরদারের ছেলে। ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের  শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। 

বুধবার (১৪ মে) খোঁজ নিয়ে জানা যায়, নিহত শাহরিয়ার আলম সাম্য উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে এসএসসি পাস করেন। মেধাবী ছাত্র ছিলেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হন। তার মা কয়েক বছর আগে মারা গেছেন। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। পরিবারের সবাই ঢাকায় বসবাস করেন।

নিহত সাম্যের চাচা কাউসার আলম বলেন, ‘‘চার সন্তান নিয়ে তার ভাই ঢাকাতেই বাস করেন। সাম্যদের পরিবারের সবাই ঈদ ও বিশেষ কোনো আয়োজনে গ্রামে আসতো। গত মঙ্গলবার (১৩ মে) রাত ১টার দিকে জানতে পারি সাম্যকে খুন করা হয়েছে। জানি না কোন অপরাধে আমার ভাতিজাকে খুন করা হলো?’’

ভাতিজার মরদেহের অপেক্ষা করছেন জানিয়ে কাউসার আলম বলেন, ‘‘ঢাকায় জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমরা সবাই শেষবারের মতো তাকে দেখার অপেক্ষায় আছি।’’

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘‘সাম্য অত্যন্ত মেধাবী ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থানে সাম্যর জন্য কবর খোড়া হচ্ছে।’’

এদিকে, শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ ফাঁসির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

অদিত্য//

সম্পর্কিত নিবন্ধ