একদিন আগেও ছিল ভিন্ন চিত্র। কিন্তু চিত্র পাল্টে গেল মঙ্গলবার দিবাগত রাতে।  ফ্রান্সের সাগর তীরের কান শহরের‘পালে দে ফেস্টিভ্যাল’হয়ে উঠল বিশ্ব তারকাদের মিলনস্থল।

 

বিশেষ সম্মাননা: রবার্ট ডি নিরো-কে অনারারি পাল্ম দ’অর প্রদান করেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

???? রেড কার্পেটে যারা ছিলেন
???? বিখ্যাত তারকারা:
রবার্ট ডি নিরো ও টিফানি চেন – সম্মাননা গ্রহণ ও দারুণ উপস্থিতি

ইভা লংগোরিয়া – ঝলমলে পোশাকে নজর কাড়েন

হাইডি ক্লুম – চিরাচরিত সৌন্দর্য ও মার্জিততা

কোয়েন্টিন ও ড্যানিয়েলা ট্যারান্টিনো – হাস্যোজ্জ্বল ও স্টাইলিশ

বেলা হাদিদ – ফ্যাশনে বরাবরের মতো অনন্য

জুলিয়া গার্নার, এরিন কেলিম্যান, আইসা মাইগা, ইরিনা শায়ক, রসি ডে পালমা, শানিনা শেইক, ওয়ান কিয়ানহুই, হেলেন হোহনে – সবাই ছিলেন আলাদা আলাদা স্টাইলে পরিপূর্ণ ফ্যাশন দ্যুতি নিয়ে

???? মূল বিচারকমণ্ডলী:
জুরি প্রেসিডেন্ট: জুলিয়েট বিনোশ

সদস্যরা:
হ্যালি বেরি, জেরেমি স্ট্রং, আলবা রোহরভাখার, লেইলা স্লিমানি, পায়াল কাপাডিয়া, দিয়ুদো হামাদি, কার্লোস রেইগাদাস, হং সাং-সু
– সবাই একসঙ্গে লাল গালিচায় উপস্থিত হয়ে এক দৃঢ় ও শক্তিশালী বার্তা দিয়েছেন।

???? পূর্বের বিজয়ীরা:
শন বেকার ও সামান্থা কোয়ান – “Anora” দিয়ে আগের বছর পাল্ম দ’অর জয় করার পর এবার আবার এসেছেন

✨ আন্তর্জাতিক ও নতুন মুখ:
নাভা মাও – আত্মবিশ্বাসী উপস্থিতি

গং জুন – চীনের জনপ্রিয় তারকা হিসেবে ভক্তদের উচ্ছ্বাস কুড়িয়েছেন

আপনি যদি চান, আমি সেরা পোশাকগুলোর ছবি-সহ ফ্যাশন বিশ্লেষণ বা কোনো তারকার আলাদা ফিচারও তৈরি করে দিতে পারি। বলুন শুধু!

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব

এছাড়াও পড়ুন:

তফসিলের পরদিন ‘প্রার্থী’ গুলিবিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকায় দিনের বেলায় গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে (৩৩)। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং বেশ কিছুদিন ধরে প্রচার চালাচ্ছিলেন। হাদি ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের আহ্বায়ক।

গুলি করার পর আহত হাদিকে রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলি তাঁর মাথায় লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। তবে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন বলে গতকাল জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি। পাশাপাশি সক্রিয় ছিলেন বিভিন্ন আন্দোলনে।

জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখার পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি। সাংস্কৃতিক এই প্ল্যাটফর্ম তাদের লক্ষ্য ঠিক করে, ‘সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ’। এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্য হাদিকে আলোচনায় আনে। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার সময় হাদি সক্রিয় ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলা ভেঙে দিতে বলেছিলেন।

ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, নির্বাচনী তহবিলের হিসাব প্রকাশ এবং তাঁর ওপর ময়লা পানি নিক্ষেপের ঘটনায় ‘অসুবিধা নেই’ উল্লেখ করে ফেসবুক পোস্ট দিয়েও আলোচনায় আসেন হাদি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি ব্যাটারির রিকশায় ছিলেন হাদি ও তাঁর সঙ্গী এক ব্যক্তি। তাঁদের পেছনে পেছনে আসে একটি মোটরসাইকেল। বেলা ২টা ২৪ মিনিটে চলন্ত অবস্থায় সেই মোটরসাইকেল থেকেই একাধিক গুলি করা হয় হাদিকে।

ব্যাটারিচালিত রিকশায় বসা ওসমান হাদিকে গুলি করেন মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি। দ্রুত ঘটনা ঘটিয়ে তাঁরা ওই মোটরসাইকেলে সেখান থেকে চলে যান

সম্পর্কিত নিবন্ধ