‘প্রীতির সঙ্গে বিয়ে হয়নি বলেই ব্যর্থ ম্যাক্সওয়েল’, যা বললেন অভিনেত্রী
Published: 14th, May 2025 GMT
এক ভক্তের প্রশ্নে চটেছেন বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। অনলাইনে আয়োজিত ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত মজার ছলে জানতে চান, 'ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি তিনি আপনার দলে ভালো খেলতে পারছেন না?' প্রশ্নটি হালকা হলেও বিষয়টিকে লিঙ্গ বৈষম্যের উদাহরণ হিসেবে দেখেছেন প্রীতি।
প্রশ্নটি পেয়ে প্রীতি পাল্টা জিজ্ঞেস করেন, 'আপনি কি কোনো পুরুষ দলমালিকের কাছে এমন প্রশ্ন করতেন? নাকি কেবল নারী বলেই আমাকে এই প্রশ্নটা করেছেন?' নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে প্রীতি লেখেন, 'ক্রিকেট বা কর্পোরেট দুনিয়ায় পা রাখার আগে বুঝতেই পারিনি, একজন নারীর টিকে থাকা কতটা কঠিন।'
তিনি আরও বলেন, 'আপনি হয়তো হাসির ছলে বলেছেন, কিন্তু প্রশ্নটা একটু ভেবে দেখুন। এটা আদৌ গ্রহণযোগ্য কি না! আমি গত ১৮ বছর ধরে পরিশ্রম করে যে সম্মান অর্জন করেছি, সেটা আমাকে দিন। লিঙ্গবৈষম্য বন্ধ করুন।'
আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে বহু বছর ধরে খেলছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যদিও চলতি আসরে ফর্মে নেই তিনি। সাত ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন ৮ গড়ে, স্ট্রাইক রেট ৯৭.
উল্লেখ্য, প্রীতি এক সময় ব্যবসায়িক অংশীদার নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রীতি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও আনেন। বর্তমানে তিনি জিন গুডএনাফের সঙ্গে বিবাহিত এবং সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা।
উৎস: Samakal
কীওয়ার্ড: প র ত জ নত গ ল ন ম য ক সওয় ল
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার