এক ভক্তের প্রশ্নে চটেছেন বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। অনলাইনে আয়োজিত ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত মজার ছলে জানতে চান, 'ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি তিনি আপনার দলে ভালো খেলতে পারছেন না?' প্রশ্নটি হালকা হলেও বিষয়টিকে লিঙ্গ বৈষম্যের উদাহরণ হিসেবে দেখেছেন প্রীতি।

প্রশ্নটি পেয়ে প্রীতি পাল্টা জিজ্ঞেস করেন, 'আপনি কি কোনো পুরুষ দলমালিকের কাছে এমন প্রশ্ন করতেন? নাকি কেবল নারী বলেই আমাকে এই প্রশ্নটা করেছেন?' নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে প্রীতি লেখেন, 'ক্রিকেট বা কর্পোরেট দুনিয়ায় পা রাখার আগে বুঝতেই পারিনি, একজন নারীর টিকে থাকা কতটা কঠিন।'

তিনি আরও বলেন, 'আপনি হয়তো হাসির ছলে বলেছেন, কিন্তু প্রশ্নটা একটু ভেবে দেখুন। এটা আদৌ গ্রহণযোগ্য কি না! আমি গত ১৮ বছর ধরে পরিশ্রম করে যে সম্মান অর্জন করেছি, সেটা আমাকে দিন। লিঙ্গবৈষম্য বন্ধ করুন।'

আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে বহু বছর ধরে খেলছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যদিও চলতি আসরে ফর্মে নেই তিনি। সাত ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন ৮ গড়ে, স্ট্রাইক রেট ৯৭.

৪৫। এতে অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন বাজে ফর্মেও দলে কেন সুযোগ পাচ্ছেন তিনি। সেই প্রেক্ষিতেই উঁকি দেয় সেই বিতর্কিত প্রশ্ন।

উল্লেখ্য, প্রীতি এক সময় ব্যবসায়িক অংশীদার নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রীতি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও আনেন। বর্তমানে তিনি জিন গুডএনাফের সঙ্গে বিবাহিত এবং সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা।

উৎস: Samakal

কীওয়ার্ড: প র ত জ নত গ ল ন ম য ক সওয় ল

এছাড়াও পড়ুন:

সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুই ম্যাচ, অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে আর

দুই মাসের বিরতির পর সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে আবার মাঠে ফিরবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইতোমধ্যেই লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আলবিসেলেস্তেরা সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে দুটি ম্যাচ। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরে অ্যাওয়ে ম্যাচে। ইকুয়েডরের বিপক্ষের এই লড়াই বাছাইপর্বে তাদের শেষ ম্যাচ।

তবে এখানেই থেমে থাকতে চাইছে না লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাইপর্ব শেষ হলেও ফিফা উইন্ডোর সুযোগ কাজে লাগিয়ে শুরু করবে বিশ্ব সফর। এর প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্র। অক্টোবরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে শিকাগো ও নিউ জার্সিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও প্রতিপক্ষের নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুল জানিয়েছেন, সফরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

অক্টোবরের যুক্তরাষ্ট্র সফরের পর নভেম্বর উইন্ডোতে আফ্রিকা ও এশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আফ্রিকার অ্যাঙ্গোলায় মুখোমুখি হবে স্বাগতিকদের সঙ্গে, আর এশিয়া সফরে কাতারের মাঠে খেলবে স্বাগতিক কাতারের বিপক্ষে।

আরো পড়ুন:

সাফ শিরোপার মিশনে ভুটান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল

চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এখন পর্যন্ত অসাধারণ পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছে লাতিন অঞ্চলের শীর্ষস্থান। এমনকি শেষ দুই ম্যাচে হারলেও তাদের অবস্থান বদলাবে না।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ