সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈতে অবস্থিত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে চেকের মাধ্যমে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি।

এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈতে অবস্থিত আলহাজ্ব নূর মিয়া কলেজে ১৫ লাখ টাকা, আলহাজ্ব আয়েশা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটে ১৫ লাখ টাকা, মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ে ১০ লাখ টাকা এবং আলহাজ্ব আয়েশা নুর মহিলা দাখিল মাদ্রাসায় ১০ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আলহাজ্ব নূর মিয়া কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মহিব বুল্লাহ, আলহাজ্ব আয়েশা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো.

মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহনেওয়াজ এবং আলহাজ্বাহ আয়েশা নূর মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহামুদুল হাসানের হাতে চেকগুলো হস্তান্তর করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।

এ সময় মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খানসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: অন দ ন আলহ জ ব

এছাড়াও পড়ুন:

পঞ্চগড়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। লাগামহীন গতির যানবাহন ও সড়কে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করেছে ‘জাগ্রত পঞ্চগড়’ নামে একটি সংগঠন। 

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা অংশ নেন।

সাংবাদিক আবু নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, ‘জাগ্রত পঞ্চগড়’ এর আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন, পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- পঞ্চগড়ে দুর্ঘটনা বাড়ার মূল কারণ চালকদের বেপরোয়া গতি, সড়কের অনিয়ম, অনভিজ্ঞ ও বদলি চালক, যানবাহনের ফিটনেস হীনতা এবং কার্যকর তদারকির অভাব। 

তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা, সচেতনতামূলক কার্যক্রম জোরদার, স্থায়ী ট্রাফিক ব্যবস্থা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের দাবি জানান। একই সাথে বাইপাস সড়ক এবং একটি ফুট ওভার ব্রিজসহ শুরু হওয়া চারলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর শহরের করতোয়া সেতুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেলা প্রশাসনের এক কর্মচারী নিহত হন। এর পরপরই গত ৯ ডিসেম্বর শহরের বিজিবি ব্যাটালিয়নের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এক নারীর।

ঢাকা/নাঈম/এস

সম্পর্কিত নিবন্ধ