সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈতে অবস্থিত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে চেকের মাধ্যমে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি।

এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈতে অবস্থিত আলহাজ্ব নূর মিয়া কলেজে ১৫ লাখ টাকা, আলহাজ্ব আয়েশা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটে ১৫ লাখ টাকা, মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ে ১০ লাখ টাকা এবং আলহাজ্ব আয়েশা নুর মহিলা দাখিল মাদ্রাসায় ১০ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আলহাজ্ব নূর মিয়া কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মহিব বুল্লাহ, আলহাজ্ব আয়েশা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো.

মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহনেওয়াজ এবং আলহাজ্বাহ আয়েশা নূর মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহামুদুল হাসানের হাতে চেকগুলো হস্তান্তর করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।

এ সময় মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খানসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: অন দ ন আলহ জ ব

এছাড়াও পড়ুন:

‘দলীয়’ উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি বিএনপির

নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ রাখতে দলীয় লোকদের অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে এবং প্রশাসনকে নিরপেক্ষ করতে উপদেষ্টাকে অনুরোধ করেছেন। প্রশাসনে থাকা দলীয় কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়নের কথা বলা হয়েছে। পুলিশের নিয়োগ ও পদোন্নতিতে নিরপেক্ষতা নিশ্চিত এবং বিচার বিভাগে নিরপেক্ষ বিচারক নিয়োগের দাবি জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ