রাজধানীর আশকোনা এলাকায় ট্রেনের ধাক্কায় কে এম মুনসুর আলী নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় ফরিদ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, রাত সাড়ে ৯টার দিকে মনসুর আলী রেললাইন ধরে হাঁটছিলেন এবং ফোনে কথা বলছিলেন। তিনি আশকোনা হজ ক্যাম্পে ডিউটি ​​শেষ করে পল্লবীতে তার বাসার ফিরছিলেন।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মনসুরের ধাক্কা লাগে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, গুরুতর আহত অবস্থায় মনসুরকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি পল্লবীর হাজি মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই সন্তান রয়েছে। গ্রামের বাড়ি পাবনায়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের ৩ জলদস্যুকে গ্রেপ্তারের দাবি ভারতীয় পুলিশের

বাংলাদেশের তিন জলদস্যুকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। রবিবার কলকাতা সংলগ্ন নিউটাউন ও ব্যারাকপুরের রহড়া এলাকা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, এস এম মেহেদি হাসান,মজনু গাজী ও মো. কামাল শেখ।

পুলিশ জানিয়েছে, কুখ্যাত জলদস্যু হিসাবে বাংলাদেশ পুলিশের কাছেও তিনজন মোস্ট ওয়ান্টেড। এদের কাছ থেকে একটি ওয়ান শাটার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ। রবিবার তাদের বারাকপুর আদালতে তোলা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়েছে পুলিশ। জলদস্যুরা কবে , কেন আর কোন পথে ভারতে অনুপ্রবেশ করেছে, ভারতে তাদের কে বা কারা সহযোগিতা করেছে এবং ভারতে আশ্রয় নেওয়ার পিছনে তাদের উদ্দেশ্য কি তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ