ঈদ মানেই আনন্দ, পরিবার-পরিজন আর বন্ধুবান্ধবের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নেওয়া। আর কোরবানির ঈদে সেই সঙ্গে যুক্ত হয় ঈদ-প্রস্তুতির ব্যস্ততা। কোরবানির পশু কেনা, কোরবানি সম্পন্ন করা, মাংস প্রক্রিয়াকরণ, রান্নাবান্না আর আত্মীয়স্বজনকে আতিথেয়তা প্রদান—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। এই প্রস্তুতিকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরবচ্ছিন্ন করতে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবারও রয়েছে গ্রাহকের পাশে, ভরসার এক অবিচল সঙ্গী হয়ে।

রেফ্রিজারেটর মেলায় প্রযুক্তিনির্ভর সুবিধা

প্রথম আলো ডটকম আয়োজিত ‘রেফ্রিজারেটর মেলা ২০২৫’-এ দেশ-বিদেশের সেরা সব ইলেকট্রনিকস ব্র্যান্ডের সঙ্গে ব্যাংকিং পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে ‘ইবিএল’। এখানে এক প্ল্যাটফর্মে মিলছে দেশি-বিদেশি শীর্ষ রেফ্রিজারেটর ব্র্যান্ডের স্টল, জনপ্রিয় তারকাদের সরাসরি উপস্থিতি এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও অ্যাকাডেমিশিয়ানদের অংশগ্রহণে ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি গাইডলাইন সেশন। এর পাশাপাশি ইবিএল কার্ডহোল্ডাররা পাচ্ছেন কেনাকাটায় আকর্ষণীয় অফার ও ছাড়। রেফ্রিজারেটর কেনাকাটায় ডিসকাউন্ট/ক্যাশব্যাক এবং শূন্য (০) শতাংশ ইন্টারেস্টে ইএমআই-সুবিধা। তাই ঈদের প্রস্তুতিতে ঘর সাজানো বা ইলেকট্রনিক পণ্য কেনাকাটা এখন গ্রাহকদের জন্য হয়ে উঠেছে আরও সহজ ও সাশ্রয়ী ইবিএলের সঙ্গে।

কোরবানির আয়োজনেও রয়েছে ডিজিটাল স্বস্তি

কোরবানির পশু কেনার প্রক্রিয়া এখন আগের মতো শুধু কোরবানির হাটেই সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্পন্ন হচ্ছে এর বড় একটি অংশ। ইবিএল কার্ড ব্যবহার করে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে গরু কেনার সঙ্গে মিলছে নির্দিষ্ট এলাকায় ফ্রি হোম ডেলিভারি, ফ্রিতে মাংস প্রক্রিয়াকরণ, আকর্ষণীয় ছাড় ও অন্যান্য এক্সক্লুসিভ অফার। ফলে কোরবানির প্রস্তুতি যেমন হবে সময় ও পরিশ্রমসাশ্রয়ী, তেমনই ইবিএলের মাধ্যমে নিশ্চিত হবে নিরাপদ ও নিশ্চিন্ত লেনদেনের অভিজ্ঞতা।

ঈদ বাজারে বাজেটবান্ধব অফার

ঈদের বাজার মানেই অতিরিক্ত খরচের চাপ, আর সেই খরচকে সামাল দেওয়াটাই হয়ে ওঠে ব্যক্তিবিশেষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আকর্ষণীয় ক্যাশব্যাক ও রিওয়ার্ডস পয়েন্টের সুবিধা দেওয়ার মাধ্যমে এই চ্যালেঞ্জকে সহজ করেছে ইস্টার্ন ব্যাংক। ইবিএল কার্ড ব্যবহার করে ইউনিমার্ট, স্বপ্ন, মীনাবাজারসহ জনপ্রিয় গ্রোসারি ব্র্যান্ডে থাকছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। শুধু তা-ই নয়, সপ্তাহান্তে গ্রোসারি শপিংয়েও থাকছে ১০ গুণ স্কাই কয়েনস জেতার সুযোগ। অর্থাৎ বাড়তি খরচের সঙ্গেই মিলছে বাড়তি সুবিধা, যাতে ঈদের বাজার হয়ে ওঠে আরও সহজ, সাশ্রয়ী ও উপভোগ্য।

লাইফস্টাইল থেকে রূপচর্চা; সবখানে ইবিএল অফার

লাইফস্টাইল থেকে রূপচর্চা; ঈদের প্রস্তুতির প্রতিটি ধাপেই রয়েছে ইবিএলের আকর্ষণীয় সব অফার। ঈদে সবাই চায় নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আর প্রিয়জনকে উপহার দিয়ে খুশি করতে। গ্রাহকের এই আনন্দময় মুহূর্তকে আরও রঙিন করতে ইবিএল নিয়ে এসেছে লাইফস্টাইল ও বিউটি ব্র্যান্ডে আকর্ষণীয় সব অফার। দেশের ৫০টির বেশি জনপ্রিয় ব্র্যান্ডে রয়েছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। আর বিউটি ও সেলুন সার্ভিসে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ঈদের আগের গ্রুমিং হোক বা ঈদের দিনের সাজগোজ—সবকিছুতেই থাকছে বাড়তি কিছু সুবিধা, শুধুই ইবিএল গ্রাহকদের জন্য।

রেস্টুরেন্ট বিলেও থাকুক সাশ্রয়ের স্বস্তি

ঈদের ছুটিতে পরিবার বা প্রিয়জনের সঙ্গে রেস্টুরেন্টে একসঙ্গে বসে খাওয়া আর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার মাধ্যমে আনন্দ অনেক বেড়ে যায়। এসব বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে নির্ধারিত রেস্টুরেন্টে ইবিএল দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট, যা প্রতিটি মিলনমেলাকে করে তুলবে আরও উপভোগ্য।

জিপ সুবিধায় ইএমআইতে কেনাকাটা আরও সহজ

ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন, গ্যাজেট, ফার্নিচার এমনকি মোটরসাইকেল—সবই এখন ‘ইবিএল জিপ’ সুবিধার আওতায়। মাসিক কিস্তিতে, সহজ শর্তে, ইন্টারেস্ট ছাড়াই ইএমআইতে নির্দিষ্ট কিছু মার্চেন্ট থেকে পণ্য কেনাকাটার সুবিধা দিচ্ছে ইবিএল। ফলে এককালীন বড় খরচ না করেও প্রয়োজনীয় কেনাকাটা করা যাচ্ছে নিশ্চিন্তে।

ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রযুক্তিনির্ভর সেবা ও গ্রাহককেন্দ্রিক অফার শুধু ব্যাংকিংয়ের সীমায় আবদ্ধ নয়, এটি এখন একটি লাইফস্টাইল পার্টনার যা আপনার ঈদের প্রস্তুতিকে করে তোলে আরও স্মার্ট, নিরাপদ ও আনন্দদায়ক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র প রস ত ত আরও সহজ ক রব ন র আনন দ আরও স

এছাড়াও পড়ুন:

৪ রানে ১ উইকেট সাকিবের, দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর

সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন-বাংলাদেশ দলের তিনজনকে দলে নেয় লাহোর কালান্দার্স। তিনজন স্পিনার তো আর একসঙ্গে খেলাবে না বা সাকিব-মিরাজের মতো দুজন স্পিনিং অলরাউন্ডারও খেলাতে চায়নি লাহোর। বাংলাদেশের তিনজনের মধ্যে তাই আজ ফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে শুধু সাকিবকেই খেলিয়েছে তারা।

সাকিব বল হাতে তাঁর কাজটা ভালোই করেছেন। ১ ওভার বল করার সুযোগ পেয়েছেন। ৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বল হাতে তাঁর ভালো করার দিনে করাচিকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে লাহোর। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

৩৫ কলে ৬৫ রান করেছেন আবদুল্লাহ শফিক

সম্পর্কিত নিবন্ধ