বঙ্গোপসাগর থেকে বড় মাছ ধরার জন্য বেশ পরিচিতি আছে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির (৪৪)। কয়েক বছর ধরে তাঁর ট্রলারের জালে বড় বড় লাক্ষা, কোরাল ও পোপা মাছ ধরা পড়েছে। এবার ধরা পড়েছে প্রায় ৩৩ কেজি ওজনের বড় একটি ‘কালো পোপা’।

আজ শনিবার বিকেলে সাগর থেকে কালো পোপা মাছটি কাঁধে নিয়ে আবদুল গণি বাজারে যাচ্ছেন, এমন একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর মাছটি কেনার জন্য মানুষের ভিড় লেগেছে।

পোপা মাছের বায়ুথলি দিয়ে থাইল্যান্ড, হংকং ও যুক্তরাষ্ট্রে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়। তাই পোপা মাছের দাম বেশি। মাছের পেট কেটে বায়ুথলি বের করে রোদে শুকানো হয়। তারপর বিদেশে রপ্তানি করা হয়।মো.

দেলোয়ার হোসেন, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, টেকনাফ উপজেলা

আবদুল গণি বলেন, আজ ভোরে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে ছেঁড়াদিয়ার পশ্চিম সাগরে তাঁর মালিকানাধীন একটি ট্রলার থেকে জাল ফেলা হয়। সকাল আটটার দিকে জালে আটকা পড়ে বড় একটি কালো পোপা মাছ। মাছটি কাঁধে তুলে সেন্ট মার্টিন বাজারের ফিশারিতে মেপে ওজন দেখা গেছে ৩২ কেজি ৮০০ গ্রাম। মাছটি কেনার জন্য অনেকে ভিড় করছেন। দাম হাঁকা হচ্ছে সাড়ে ৭ লাখ টাকা। একজন ব্যবসায়ী ৬ লাখ টাকা দিতে চেয়েছেন, কিন্তু ৭ লাখ টাকার কমে তিনি বিক্রি করবেন না।

আরও পড়ুনসেন্ট মার্টিনে এক জালে ১০টি পোপা মাছ, দাম চাইলেন সাড়ে ২০ লাখ টাকা০৯ অক্টোবর ২০২৩

৩৩ কেজি ওজনের পোপা মাছের দাম ৭ লাখ টাকা কেন—জানতে চাইলে সেন্ট মার্টিন দ্বীপের মৎস্য ব্যবসায়ী জমির উদ্দিন বলেন, বায়ুথলির কারণেই পোপা মাছের দাম বেশি। একেকটি বায়ুথলির দাম ছয়-সাত লাখ টাকা। এসব দিয়ে দামি ওষুধ ও মূল্যবান সার্জিক্যাল সুতা তৈরি হয়। তবে মাছটি কেটে বিক্রি করলে প্রতি কেজিতে পাওয়া যায় ৭০০-৯০০ টাকা।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পোপা মাছের বায়ুথলি দিয়ে থাইল্যান্ড, হংকং ও যুক্তরাষ্ট্রে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয়। তাই পোপা মাছের দাম বেশি। মাছের পেট কেটে বায়ুথলি বের করে রোদে শুকানো হয়। তারপর বিদেশে রপ্তানি করা হয়। কক্সবাজার শহরের নুনিয়াছটায় পোপা মাছের বায়ুথলি রপ্তানির কয়েকটি কারখানা আছে।

আরও পড়ুনসেন্ট মার্টিনে আবারও ধরা পড়ল ২৩ কেজি ওজনের পোপা মাছ১৯ নভেম্বর ২০২২

আবদুল গণি জানান, সেন্ট মার্টিন পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে প্রবাল ও চুনাপাথরের স্তূপে বিস্তৃত। এখানে বড় বড় পোপা ও লাক্ষা মাছ পাওয়া যায়। ২০২২ সালের ৮ নভেম্বর সেন্ট মার্টিনের দক্ষিণ সাগরে জাল ফেলে তাঁর জালে ধরা পড়েছিল ৬০ কেজি ওজনের দুটি কালো পোপা মাছ। মাছ দুটি তখন বিক্রি হয়েছিল ৮ লাখ টাকায়।

এর আগে ২০১৮ সালের ১৪ নভেম্বর আবদুল গণির জালে ধরা পড়েছিল ৩৪ কেজি ওজনের আরেকটি বড় পোপা মাছ। মাছটি বিক্রি করেছিলেন ৮ লাখ টাকায়। ২০২১ থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে অন্তত ১২টি লাল ও কালো পোপা ধরা পড়েছিল গণির জালে। সব কটির ওজন ছিল ৩০ থেকে ৪০ কেজির মধ্যে।

আরও পড়ুন১৫ লাখ টাকা দাম হাঁকানো পোপা মাছ বিক্রি হলো পৌনে ৩ লাখে০৯ নভেম্বর ২০২২

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল গণ ওজন র

এছাড়াও পড়ুন:

রেহমান সোবহান এলডিসির খোলস ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানালেন

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদার সুরক্ষিত খোলস ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের বাজার ধরে রাখা এবং ইউরোপীয় ইউনিয়নের বাজার সুবিধা পেতে এলডিসি মর্যাদা আরও কিছুদিন ধরে রাখতে চাইছি, তা পুরোনো চিন্তা বলে সমালোচনা করেন রেহমান সোবহান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানি হয় ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের মতো। কিন্তু সেই বাজার ক্রমেই রাজনৈতিক কারণে অনিশ্চিত হয়ে পড়ছে; এই অনিশ্চয়তা অর্থনৈতিক কারণে নয়।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ সম্মেলনের প্রথম দিন এসব কথা বলেন রেহমান সোবহান।

রেহমান সোবহান আরও বলেন, বিশ্ব ব্যবস্থার ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন ঘটে যাচ্ছে। তাঁর মতে, এক সময় সারা বিশ্ব পশ্চিমের শাসনে থাকলেও ক্ষমতার ভরকেন্দ্র এখন ক্রমেই পূর্ব দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে তার অবস্থান নতুন করে সাজাতে হবে বলে মনে করেন রেহমান সোবহান। যে বাজারে পুঁজি সবচেয়ে বেশি সহজলভ্য এবং যে বাজারে দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধির সম্ভাবনা আছে, বাংলাদেশের সেদিকেই যাওয়া উচিত।

ঐতিহাসিকভাবে বাংলাদেশ পশ্চিমঘেঁষা বলে মন্তব্য করেন রেহমান সোবহান। তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর আমাদের জিডিপির ১০ থেকে ১৫ শতাংশ আসত পশ্চিমা সহায়তা থেকে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে। কিন্তু এখন সেই বাস্তবতা নেই। এখন বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা ২ শতাংশের মতো।’

রেহমান সোবহান আরও বলেন, ‘এমনকি যে সহায়তা আমরা পাই, তার একটি অংশ অব্যবহৃত থেকে যায়। এখনো প্রায় ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলারের মতো বিদেশি সহায়তার প্রতিশ্রুতি পাইপলাইনে পড়ে আছে। আমাদের পুঁজির প্রধান উৎস এখন এশীয় দেশগুলো। এই দেশগুলো বিশেষ করে জাপান ও চীন বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে।’

রেহমান সোবহান বলেন, সামগ্রিক বিচারে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ জিডিপি হলেও চীন অনেকটাই ওপরে উঠে এসেছে; ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে দক্ষিণের দেশগুলোর প্রধান বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন। বৈশ্বিক পুঁজির বড় একটি অংশ সরবরাহ করছে চীন। অনেক দেশ চীনের বাজারে প্রবেশ করছে এবং চীনের পুঁজি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ তার নিকটবর্তী দুটি বড় বাজার ঠিকঠাক ব্যবহার করতে পারেনি। সেই দুটি বাজার হচ্ছে ভারত ও চীন।

রেহমান সোবহান আরও বলেন, ভারত সেই ২০১০ সাল থেকে বাংলাদেশের অধিকাংশ পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়ে রেখেছে। চীনও কয়েক বছর আগে এই সুবিধা দিয়েছে। কিন্তু আমরা রপ্তানিতে বৈচিত্র্য আনতে পারিনি। আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় সম্পৃক্ত হতে পারিনি।

এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় সম্পর্কে আলোকপাত করেন রেহমান সোবহান। বলেন, ‘আমাদের নীতি প্রণেতাদের আরও গতিশীল হতে হবে। পাশাপাশি বেসরকারি খাতকে আরও উদ্ভাবনী হতে হবে। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের বাজার ধরে রাখা এবং ইউরোপীয় ইউনিয়নের বাজার সুবিধা পেতে এলডিসি মর্যাদা আরও কিছুদিন ধরে রাখতে চাইছি, তা পুরোনো চিন্তা বলে সমালোচনা করেন রেহমান সোবহান। যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানি হয় ৮ বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের মতো। কিন্তু সেই বাজার ক্রমেই রাজনৈতিক কারণে অনিশ্চিত হয়ে পড়ছে, এই অনিশ্চয়তা অর্থনৈতিক কারণে নয়।’

পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে রহমান বলেন, এই দেশগুলো শুল্ক আরোপ করে এবং প্রযুক্তি রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে ক্ষয়িষ্ণু অর্থনৈতিক প্রাধান্য ধরে রাখার চেষ্টা করছে। এগুলোর সঙ্গে বাজার অর্থনীতির সম্পর্ক নেই। এই নীতির দীর্ঘস্থায়িত্ব নেই। ফলে পশ্চিমা দেশগুলো সুরক্ষাবাদী নীতির মাধ্যমে না পারবে তাদের শিল্পের ভিত্তি ফিরিয়ে আনতে, না পারবে উন্মুক্ত বাজার হিসেবে নির্ভরযোগ্যতা বজায় রাখতে।

এই পরিস্থিতিতে করণীয় সম্পর্কে রেহমান বলেন, সে লক্ষ্যে রপ্তানি পণ্যের ঝুড়িতে যেমন বৈচিত্র্য আনতে হবে, তেমনি আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সরবরাহ ব্যবস্থা অঙ্গীভূত হতে হবে।

বিশ্ব ব্যবস্থায় যা ঘটছে

রেহমান সোবহান বিশ্ব ব্যবস্থার পরিবর্তন নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, রোমান সাম্রাজ্যের পর এই প্রথম বৈশ্বিক সামরিক শক্তি ও বৈশ্বিক অর্থনৈতিক শক্তির মধ্যে সুস্পষ্ট বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের প্রধান সামরিক শক্তি, কিন্তু প্রধান অর্থনৈতিক শক্তি নয়।

রেহমান সোবহান বলেন, ২০৫০–এর দশকে উদীয়মান অর্থনীতিগুলোর সম্মিলিত জিডিপি বর্তমান জি-৭ দেশগুলোর দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে। এ পরিবর্তনের কারণ এশীয় অর্থনীতিগুলো প্রাকৃতিক সম্পদ নির্ভর নয়, বরং তারা প্রতিযোগিতামূলকভাবে পণ্য ও সেবা উৎপাদনে সক্ষম। বর্তমানে চীন প্রায় ৭০টি দেশের প্রধান বাণিজ্যিক অংশীদার। অথচ যুক্তরাষ্ট্রের প্রভাব মূলত পশ্চিম ইউরোপ এবং কিছু ছোট ক্যারিবীয় দেশের মধ্যে সীমাবদ্ধ।

সম্পর্কিত নিবন্ধ