নীল জলরাশির সাগর পাড়ের শহর কান। এখানে গত ১৩ মে বসেছিল বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ সিনেমার উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। টানা ১৪ দিনের এই আয়োজনে লাল গালিচা, ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং রাজনৈতিক বার্তায় পরিপূর্ণ ছিল। এবারের উৎসবে আলোচিত ২৫ ঘটনা নিয়েই এই আয়োজন। যে ঘটনাগুলো কানের মঞ্চ থেকে বিশ্ব মঞ্চে আলোচনার ঝড় তুলেছে। 

রাজনৈতিক উদ্বোধনী অনুষ্ঠান
এবারর কান উৎসব শুরুই হয়েছে ব্যতিক্রমী বক্তব্য দিয়ে। উদ্বোধনী ভাষণে উপস্থাপক লরাঁ লাফিতে সাহসী শিল্পীদের প্রশংসা করেন। নিজের বক্তব্যে তিনি উল্লেখ করেন আদেল এনায়েলকে, যিনি ২০২০ সালের সিজার অনুষ্ঠানে রোমান পলানস্কিকে পুরস্কার দেওয়ায় প্রতিবাদ করে অনুষ্ঠান ত্যাগ করেছিলেন। অভিনেত্রী ইসাবেল আদজানিকেও স্মরণ করা হয়, যিনি ১৯৮৯ সালে সালমান রুশদির বই থেকে পাঠ করে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তখন থেকেই কানের মঞ্চ সিনেমার মঞ্চ থেকে প্রতিবাদের মঞ্চের রূপ নেয়।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন
উদ্বোধনের আগেই ৪০০ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্ব গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে একটি খোলা চিঠি স্বাক্ষর করেন। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন পেদ্রো আলমোদোভার, রিচার্ড গিয়ার, আদেল এক্সার্কোপুলোস এবং সুসান সারান্ডনের মতো তারকারা। বিষয়টির জন্য বিশ্ববাসী কানের দিকে চোখ ঘুরিয়েছিলেন। পরবর্তীতে কি হয় তা দেখার জন্য। 

গাজায় নিহত ফটোজার্নালিস্ট ফাতিমা হাসৌনার স্মরণে
২৫ বছর বয়সী ফাতিমা হাসৌনা।  যিনি তাঁর ডকুমেন্টারি Put your hand on your soul and walk -এর জন্য আমন্ত্রিত ছিলেন। এপ্রিল মাসে এক বোমা হামলায় নিহত হন তিনি। তাঁর সম্মানে চলচ্চিত্র প্রদর্শনীর সময় নির্মাতা সেপিদে ফারসি আবেগঘন ভাষণ দেন। যা উপস্থিত সবার মাঝেই হৃদয়বিদারক অবস্থা তৈরি করে।

ডেভিড লিঞ্চকে শ্রদ্ধা জানিয়ে গান গেয়েছেন মাইলেন ফার্মার
উদ্বোধনী অনুষ্ঠানে মাইলেন ফার্মার ডেভিড লিঞ্চকে সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানান। তিনি একটি নতুন গান “Confession” পরিবেশন করেন, যা পরিবেশিত হয় লিঞ্চের চলচ্চিত্র দৃশ্যের সঙ্গে। এই ঘটনায় কানে উপস্থিত সবার মাঝেই অন্যরকম এক আবেগ তৈরি করে। 

রবার্ট ডি নিরোকে সম্মান জানান লিওনার্দো ডিক্যাপ্রিও
এবারের কান উৎসবে ডিক্যাপ্রিওর ঝলমলে উপস্থিতি দেখেছে বিশ্ব। উৎসবে ডি নিরোকে “আমাদের প্রজন্মের অনুপ্রেরণা” বলে উল্লেখ করে ডিক্যাপ্রিও তাঁকে সম্মানসূচক পাম ডি’অর প্রদান করেন। দুইজনই মার্টিন স্করসেজির নতুন ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

ট্রাম্পের নীতির সমালোচনায় মার্কিন তারকারা
রবার্ট ডি নিরো সরাসরি ট্রাম্পকে "অজ্ঞ" বলে আখ্যা দেন এবারের উৎসবে। পেদ্রো পাসকাল, নিজেকে অভিবাসীর সন্তান বলে পরিচয় দিয়ে, রাজনৈতিক অবস্থান জানান। ওয়েস অ্যান্ডারসনও ট্রাম্পের নীতিকে ব্যঙ্গ করেন।

মিশন ইম্পসিবলের  টম ক্রুজের আগমন
সাদামাটা ঢঙে কান ফিরে এলেও, টম ক্রুজকে বরণ করা হয় লাইভ অর্কেস্ট্রার মাধ্যমে, যা মিশন ইম্পসিবল সিরিজের থিম বাজিয়ে তোলে। এবারের কানে তার উপস্থিতি বহুমাত্রা এনে দেয় উৎসবের। কান ফেস্টিভ্যাল মূলত রেড কার্পেটের জন্য বর্ণিল হয়ে উঠে। এবারের টম ক্রুজের জন্য তা হয়ে উঠেছিল আরও ঝলমলে ও প্রাসঙ্গিক। 

অভিনেতা থেকে পরিচালক: স্কারলেট, ক্রিস্টেন ও হারিস
স্কারলেট, ক্রিস্টেন ও হারিস তিনজনই কানে এবার ভিন্ন পরিচয়ে হাজির হয়েছিলেন। অতীত পরিচয় ছাপিয়ে নতুন পরিচয়ও তাদের প্রশংসা এনে দিয়েছে দারুণ। 
স্কারলেট জোহানসন পরিচালিত Eleanor the Great, ক্রিস্টেন স্টুয়ার্টের The Chronology of Water, এবং হারিস ডিকিনসনের Urchin ছিলো প্রথম পরিচালনায় সফল পদচারণা।

হাফসিয়া হেরজির আবেগঘন মুহূর্ত
ফাতিমা দাসের আত্মজীবনী অবলম্বনে নির্মিত  ‘লা প্‌তিত দেঘ্‌’।  সিনেমাটি নিয়ে ইবোর হাফসিয়া হেরজি প্রথম কানের মূল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সিনেমাটি প্রদর্শনীর পর সবচেয়ে দীর্ঘ করতালিতে প্রশংসা পায় ছবিটি।  

ইরানিয়ান পরিচালক জাফর পানাহির ফিরে আসা
২০১০ সালে দমন-পীড়নের শিকার হওয়ার পর প্রথমবারের মতো কানে চলচ্চিত্র উৎসবে আসেন পানাহি। তাঁর নতুন ছবি Un Simple Accident ইরানের দমনমূলক নীতির বিরুদ্ধে একটি সাহসী বার্তা বহন করে। এই ছবির মাধ্যমে ফের কানের লাল গালিচায় আলো ছড়ান তিনি। 

পামগাছ পড়ে আহত এক দর্শক
 গত ১৭ মে এক বিশাল পামগাছ পড়ে গিয়ে একজন জাপানি দর্শক গুরুতর আহত হন। পরদিন তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এমন ঘটনা কানে সাধারণত ঘটেনি। ফলে বিষয়টি ছিল কান উৎসবে বেশ আলোচনার কেন্দ্রে। 

ডেনজেল ওয়াশিংটনের জন্য বিশেষ পাল্ম দ’অর
স্পাইক লির নতুন ছবি হায়েস্ট টু লুয়েস্ট উপলক্ষে ডেনজেল ওয়াশিংটনকে সম্মানসূচক পাল্ম দ’অর দেওয়া হয়। ১৯ মে সিনেমাটির প্রিমিয়ার হয় উৎসবে। তার আগে লালগালিচায় ফটোগ্রাফারদের সঙ্গে একচোট ঝগড়া হয়ে যায় ডেনজেলের। ছবি তোলার সময় তারকাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সময় চিৎকার করে নাম ধরে ডাকেন ছবিশিকারিরা। এক ফটোগ্রাফার চিৎকার করায় ডেনজেল ওয়াশিংটন পাল্টা চিৎকার করে তাঁকে থামতে বলেন। ঘটনা সমাধানের জন্য মুহূর্তেই এগিয়ে আসেন আরও অনেকে। ফলে পরিস্থিতি বেশিদূর গড়ায়নি।

যৌন সহিংসতার অভিযোগে বিতাড়িত দুই ব্যক্তি
থেও নাভারো-মুসি এবং এসিড বিভাগের এক উপ-সভাপতিকে আলাদা কারণে উৎসব থেকে বাদ দেওয়া হয়। কেভিন স্পেসি, যিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুরস্কার পান। এই ঘটনা বিশ্বজুড়ে দারুণভাবে আলোচনার জন্ম দেয়। 

নারী নির্মাতাদের গুরুত্ব দেওয়া নিয়ে আক্ষেপ
নিকোল কিডম্যান জানান, তিনি প্রতিশ্রুতি অনুযায়ী আট বছরে ২৭ জন নারী নির্মাতার সঙ্গে কাজ করেছেন, তবে এখনো নারীদের চলচ্চিত্র তৈরি সংখ্যা কম বলে আক্ষেপ করেন। 

পোশাক বিতর্ক ও ফ্যাশন দাপট
নগ্নতা ও বাড়তি ট্রেইন নিষিদ্ধ করেছে উৎসব কর্তৃপক্ষ। হ্যালে বেরি শেষ মুহূর্তে পোশাক বদলান। ফ্যাশনের দাপটে ছিলো ইসাবেল ইউপারের ফ্লুরোসেন্ট গাউন, ক্রিস্টেন স্টুয়ার্টের বারমুডা ও ক্যাপ, আর আলেক্সান্ডার স্কারসগার্ডের চামড়ার বুট।

আবারো প্রতিযোগিতায় জুলিয়া ডুকুরনো
২০২১ সালের বিজয়ী ডুকুরনো এবার আলফা নিয়ে কানে। এইচআইভি মহামারিকালে কিশোরীর সংগ্রাম তুলে ধরা হয়েছে ছবিতে। সিনেমাটির মাধ্যমে ফের কানে আলোচনার কেন্দ্রে চলে আসেন জুলিয়া। 

প্রথমবার কানে হরর মাস্টার আরি অ্যাস্টার
জোয়াকিন ফিনিক্স ও এমা স্টোনকে নিয়ে অ্যাস্টারের‘এডিংটোন’ কানের মূল প্রতিযোগিতায় আছে। যেখানে উঠে এসেছে আধুনিক আমেরিকার ছায়া। 

অদ্ভুত উপস্থিতি: মৌমাছি ও কন্ডোর
ইডিংটনের প্রিমিয়ারে এমা স্টোন ও পেদ্রো পাসকালের দিকে হানা দেয় এক মৌমাছি। আর রাফায়েল কেয়ার্নার কন্ডোর মাসকট নিয়ে লাল গালিচায় চমক দেন।

চুল কেটে চমক দিলেন মিশায়েল ইয়োন ও কেভ অ্যাডামস
নতুন সিনেমার প্রচারে তাঁরা আসেন অদ্ভুত হেয়ারস্টাইলে, যা পরে নিয়ে মজাও করেন তারান্টিনোর সঙ্গে দেখা হওয়ার সময়।

কান চলচ্চিত্র উৎসবে জুলিয়ান অ্যাসাঞ্জ প্রসঙ্গ
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের উপস্থিতি ছিল অন্যতম আলোচিত ঘটনা। তিনি অংশ নেন ইউজিন জারেকি পরিচালিত তথ্যচিত্র The Six Billion Dollar Man-এর প্রিমিয়ারে, যা অ্যাসাঞ্জের জীবনের আইনি ও রাজনৈতিক সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত। কানের ফটোসেশনে অ্যাসাঞ্জ একটি টি-শার্ট পরেছিলেন, যেখানে গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের নাম লেখা ছিল। এই পোশাকের মাধ্যমে তিনি গাজায় চলমান মানবিক সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র উৎসব অন ষ ঠ ন র জন ত ক উপস থ ত ন পর চ পর চ ল র জন য

এছাড়াও পড়ুন:

‘মাছ উঠুক আর না উঠুক, হামার আনন্দখানই মেলা’

আঁধার তখনো কাটেনি। কুয়াশার আবছায়ায় চারদিকে শুধু ঝপাৎ ঝপাৎ শব্দ। একটু একটু করে খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে ভোরের সূর্য। লাল আভা ছড়িয়ে পড়ে প্রকৃতিতে। এর মধ্যেই নানা বয়সের মানুষ বাঁধের জলে একের পর এক ফেলছেন জাল। ছড়িয়ে পড়ছে ঝপাৎ ঝপাৎ শব্দ।

ঠাকুরগাঁও সদর উপজেলার সুক নদীর ওপরের বুড়ির বাঁধ (জলকপাট) এলাকায় আজ শনিবার এ চিত্র দেখা যায়। এখানে আরও কয়েক দিন চলবে মাছ ধরার উৎসব।

প্রতিবছর আশ্বিনের শেষে জলকপাটটি খুলে দেওয়া হয়। পানি কমে গেলে আশপাশের গ্রামের মানুষ জাল নিয়ে মেতে ওঠেন মাছ ধরার উৎসবে। তাঁদের সঙ্গে যোগ দেন বিভিন্ন এলাকার লোকজন। মাছ তেমন না পেলেও তাঁদের মধ্যে উৎসাহের কমতি থাকে না।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঠাকুরগাঁও কার্যালয় ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সম্পূরক সেচ সুবিধার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের সীমানায় ১৯৫১–৫২ অর্থবছরে বুড়ির বাঁধ সেচ প্রকল্প হাতে নেয় পাউবো। আর ১৯৭৭-৭৮ অর্থবছরে সেচ খাল নির্মাণ করা হয়। এর পর থেকেই বাঁধে আটকে থাকা পানিতে প্রতিবছর বিভিন্ন জাতের দেশি প্রজাতির মাছের পোনা ছাড়ে মৎস্য বিভাগ। আর এটা সমিতির মাধ্যমে দেখভাল করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ। এরপর কার্তিক মাসে এ সময় বাঁধের পানি ছেড়ে দিয়ে সবার জন্য মাছ উন্মুক্ত করে দেওয়া হয়। জলকপাট নির্মাণের পর থেকেই উৎসবের এ রেওয়াজ চলে আসছে।

আজ ভোরে গিয়ে দেখা যায়, এলাকাজুড়ে মানুষের কোলাহল। কেউ বাঁধে দাঁড়িয়ে, আবার কেউ কোমর পানিতে নেমে জাল ফেলছেন। কখনো কখনো একজনের জাল অন্যজনের জালের ওপর পড়ছে। আর তা নিয়ে তাদের মধ্যে চলছে খুনসুটি। পানি থেকে জাল তোলার পর দেখা যায়, প্রায় সময়ই মাছ নেই। কেউ কেউ দু-তিনটি করে ছোট মাছ পাচ্ছেন। তবু তাঁদের উৎসাহের কমতি নেই।

গতকাল শুক্রবার রাতেই মাছ ধরতে এসেছেন সদর উপজেলার পূর্ব শুখানপুকুরী গ্রামের মো. শ্রাবণসহ পাঁচজন। তাঁরা পালা করে জাল ফেলছেন। বিশ্রাম নিতে নিতে শ্রাবণ বলেন, ‘চার–পাঁচ বছর ধরে আমরা এই বাঁধের পানিতে মাছ ধরতে আসি। হইহুল্লোড় করে দিন কেটে যায়। কোনো বছরই বেশি মাছ পাই না। তবু আসি।’

ঘণ্টা তিনেক জাল ফেলছেন সদর উপজেলার দেবীগঞ্জ এলাকার চন্দন রায়। আধা কেজি ছোট মাছ পেয়েছেন। এতেই তিনি বেশ খুশি। তিনি বললেন, ‘এইঠে মাছ মারিবা আইচ্ছি। মাছ উঠুক আর না উঠুক, হামার আনন্দখানই মেলা।’

একটানা চারবার জাল ফেললেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরাম গ্রামের সুরঞ্জন রায়। জালে মাছ না পাওয়ায় হতাশ তিনি। পাশে থলে ধরে দাঁড়িয়ে থাকা গোপীনাথ তাঁকে সান্তনা দিয়ে বললেন, ‘জাল ফেলেক, এইবার বড় মাছখান ধরা পড়িবে।’ গোপীর কথা শুনে সুরঞ্জনও জাল সাজিয়ে নিয়ে ছুড়ে দিলেন। পরে তুলতেই জালে দুটি পুঁটি মাছ দেখে তাঁর আর আনন্দ ধরে না।

সুরঞ্জন বলতে লাগলেন, ‘বহনি করিতেই শরীরের শক্তিখান শেষ, অ্যালা রিচার্জ করিবা হবে।’ এ কথা বলেই একটা পোটলা থেকে খাবার বের করে খেতে বসে গেলেন তিনি। একটি বাটিতে একটি রুটি আর আলু ভাজি তুলে তিনি এ প্রতিবেদকের দিকে এগিয়ে দিলেন।

আগে রুই, কাতলা, বোয়াল, পুঁটি, শোল, ট্যাংরা, খলসেসহ অনেক ধরনের মাছ পাওয়া যেত বলে জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলী। তিনি বলেন, এখন মাছ ধরার মানুষের সংখ্যা বেশি হলেও জালে মাছ পড়ছে কম।
তাঁর কথা শুনে বকশেরহাট এলাকার আবদুল আলিম বললেন, ‘আগত জাল ফেললেই কত রকমের মাছ পাইতাম। কিন্তু অ্যালা মাছই নাই। জাল ফেললে কচুরিপানার ওপর পড়ছে। বাঁধের সাব গেট খুলে না দেওয়ায় পানির সঙ্গে কচুরিপানা বের হতে পারছে না।’

কার্তিক মাসে বাঁধের পানি ছেড়ে দিয়ে সবার জন্য মাছ উন্মুক্ত করে দেওয়া হয়। জলকপাট নির্মাণের পর থেকেই উৎসবের এ রেওয়াজ চলে আসছে

সম্পর্কিত নিবন্ধ

  • হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়
  • বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব
  • দীপাবলি: অন্ধকারের বিরুদ্ধে আলোর উৎসব
  • আন্দোলনরত শিক্ষকদের ভুখা মিছিল
  • মোরাল প্যারেন্টিং বৃত্তি পেল অর্ধশতাধিক ইবি শিক্ষার্থী
  • ছবি: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সাহিত্যের উৎসবে শামিল সবাই
  • গানে গানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান, লালন স্মরণে দারুণ এক রাত
  • আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এমপিও শিক্ষকদের
  • জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের সমাপনী
  • ‘মাছ উঠুক আর না উঠুক, হামার আনন্দখানই মেলা’