সুনামগঞ্জ সীমান্তে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
Published: 28th, May 2025 GMT
সুনামগঞ্জে ছাতক সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
ছাতক উপজেলার ওই সীমান্ত বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধীন। সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক ভারত থেকে ১৬ জনকে ঠেলে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে ছয়টি শিশু, পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাঁরা পাঁচটি পরিবারের সদস্য। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে একত্র করে তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।
ছাতক সীমান্তের নোয়াকোট বিওপির হাবিলদার আবদুল আজিজ জানান, ছাতক উপজেলার নোয়াকোট বিওপির ছনবাড়ি এলাকায় বিজিবির একটি টহল দল গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে ১৬ জনকে আটক করে। পরে তাঁদের বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাঁরা দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন। কাজের সন্ধানে তাঁরা ভারতে গিয়েছিলেন। এখন তাঁরা বিজিবি হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছাতক থানায় হস্তান্তর করা হবে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ আজ দুপুরে বলেন, তিনি বিষয়টি জানার পরই বিজিবির সঙ্গে যোগাযোগ করেছেন। কিছু প্রক্রিয়া শেষে বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করবে বলে জানিয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১৬ জনক
এছাড়াও পড়ুন:
সিলেটের সুনামগঞ্জ সীমান্তে ৬৮ জনকে পুশইন বিএসএফের
সিলেটের সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সবাইকে সিলেটের জৈন্তাপুর থানা ও সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
বিস্তারিত আসছে...