যত দিন হাসিনা ভারতে থাকবে, তত দিন সম্পর্ক স্বাভাবিক হবে না: সারজিস
Published: 29th, May 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যত দিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে, তত দিন সে দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। দেশটি (ভারত) যদি সম্পর্ক ভালো করতে চায়, তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড়ে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, ‘এই বাংলাদেশ শুধু ভারত নয়, পৃথিবীর কোনো দেশের দাসত্ব করার দেশ নয়। প্রয়োজনে আরও জীবন দিব, রক্ত দিব; কিন্তু দেশের সার্বভৌমত্ব কোনো দেশের কাছে বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। নিজের দেশ নিজের মা। ফলে দেশকে নিজের বুক দিয়ে আগলে রাখতে হবে।’
‘পুশ ইন’ নিয়ে সারজিস আলম বলেন, ‘সীমান্ত দিয়ে ভারত তাদের এজেন্ট ও সাধারণ নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা তাদের একটা ষড়যন্ত্র। শুধু বিজিবি নয়, আপনারা সবাই সীমান্তের একেকজন সীমান্তরক্ষী। যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে। কোনো আপস নয়, সর্বদা লড়াই চলবে।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশের টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে খুনি হাসিনার পরিবার ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতা করে তাদের কাছ থেকে লক্ষকোটি টাকা পার্সেন্টেজ নিয়েছে। এই চুরির টাকা দিয়ে তারা আজ দেশ ও দেশের বাইরে থেকে আমার-আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। টাকা চুরি না করলে তারা আজ কীভাবে দেশের বাইরে আলিশান জীবন যাপন করছে।’
পথসভায় সারজিস আলমের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, চিকিৎসক মাহমুদা মিতু, সাদিয়া ফারজানা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, সংগঠক রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ দিনব্যাপী লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী উপজেলায় এনসিপি নেতাদের একাধিক পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা আছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনস প
এছাড়াও পড়ুন:
একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বলে আগে নাকি গণভোট হতে হবে। দেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি, এখন তারা ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ, তারা আর কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর মাদরাসা মাঠে মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিলন মেলায় এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
গণভোট নিয়ে ‘ক্রসরোডে’ সরকার
বিএনপির জুলাই সনদে ‘না’ বলার সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
ডা. জাহিদ বলেন, “বিএনপি সমঅধিকারে বিশ্বাস করে। বিএনপি মনে করে, ধনি-গরিব, মুসলমান-হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের উন্নতি হলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আধুনিক বাংলাদেশ হবে।”
তিনি বলেন, “যারা দেশটাকে লুটেপুটে খেয়েছে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি কখনো পালায়নি। পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। বিএনপি হলো জনগণের পাশে থাকার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস, বেগম খালেদা জিয়ার ইতিহাস হলো সুখে-দুঃখে জনগণের পাশে থাকার ইতিহাস।”
মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম।
ঢাকা/মোসলেম/মাসুদ