তিন জেলায় পানিতে ডুবে ৭ শিশুর মৃত্যু
Published: 31st, May 2025 GMT
দেশের তিন জেলায় পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুরে তিন, শেরপুরে দুই ও হবিগঞ্জে দুজন রয়েছে। শনিবার (৩১ মে) পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে আলাদা স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চর রমণীমোহন ও চর রুহিতা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
মেঘনায় ট্রলারডুবি: এক জনের লাশ উদ্ধার, নিখোঁজ আরো ৫
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ফারুকের গলিত লাশ
নিহতরা হলো- চর রমণীমোহন ইউনিয়নের চর রমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), একই এলাকার আব্দুল আসাদের ছেলে আল-আমিন (৫) ও চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা এলাকার সোহাগ হোসেনের মেয়ে আলিফা আক্তার (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। দুপুরে খালে গোসল করতে গিয়ে ডুবে যায় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
অপরদিকে, আলিফা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.
আরএমও বলেন, ‘‘পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। স্বজনেরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।’’
শেরপুর
শেরপুরে বাড়ির পাশে ডোবায় গোসলে নেমে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)। দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোখলেছ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে শিলা-নীলাসহ চার শিশু বাড়ির পাশে ডোবায় জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় শিলা ও নীলা পানিতে ডুবে যায়। অপর দুই শিশু ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
হবিগঞ্জ
হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। দুপুরের কোনো এক সময় চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- বরাব্দা গ্রামের আরজু মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭) ও ছেলে নবিউর রহমান (৪)।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/লিটন/তারিকুল/মামুন/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ন বন দ লক ষ ম প র
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ