চট্টগ্রামের সন্দ্বীপে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মো. শিপন (৪৫)। তিনি মগধরা ৭ নম্বর ওয়ার্ডের আনসারুল হকের ছেলে। তাঁর বড় ভাই মো. সাখাওয়াত হোসেন ওরফে বকুল সন্দ্বীপের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ আইন্না গোপাট নামের এলাকার একটি রাস্তার ওপর তাঁর রক্তাক্ত লাশ দেখতে পান এলাকাবাসী। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত তরুণের একটি মুরগির খামার রয়েছে।

কারা, কী কারণে শিপনকে হত্যা করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। তবে ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বড় ভাই আওয়ামী লীগের নেতা। রাজনৈতিক কারণে তিনি হত্যার শিকার হতে পারেন। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে, এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি শিপনের বড় ভাই সাখাওয়াত।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে।

পাঁচ আইন্না গোপাটের এক বাসিন্দা প্রথম আলোকে জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি শুনতে পান রাস্তার ওপর এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখেন, অনেক লোক জড়ো হয়েছেন। পাশে পড়ে আছে একটি মোটরসাইকেল। ধারণা করা হচ্ছে, তিনি মোটরসাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে কেউ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে জখম করে ফেলে যায়।

সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল ইসলাম আরও বলেন, শিপনকে সম্ভবত মোটরবাইক থামিয়ে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এতে শিপনের দেহ থেকে হাত দুটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাঁর মুখের বাঁ পাশে এবং মাথায় কোপের আঘাত ছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আওয় ম

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপি নেতা রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

এর আগে সকালে আড়াই হাজার উপজেলায় জাহাঙ্গীর ভূইয়া খুন হন। নিহতের ছেলে রা‌সেল জানান, ৫ আগ‌স্টের পর বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রী মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি দু‌টি দোকানের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকানে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন, সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। 

তিনি আরো জানান, আজ বুধবার (৩০ জুলাই) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর ভূইয়া ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রেন। এ সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতণ্ডা হয়। এক পর্যা‌য়ে তার বাবাকে তোতা মেম্বার চড় দেন। এ খবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়ের ভেত‌রে এলোপাতা‌ড়ি মারধর ক‌রেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।
 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ