গোলের খোঁজে ব্রাজিলের একাদশে যে তিন পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি
Published: 10th, June 2025 GMT
ব্রাজিলের হয়ে নিজের প্রথম ম্যাচটি জিততে পারেননি কার্লো আনচেলত্তি। রক্ষণে ভালো খেললেও আক্রমণ ও সুযোগ তৈরিতে যথেষ্ট ঘাটতি ছিল ব্রাজিলের। পুরো ম্যাচে গোলের জন্য মাত্র তিনটি শটই নিতে পারে তারা, যার দুটি লক্ষ্যে থাকলেও পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোল।
এমন পরিস্থিতিতে সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল ভোরের ম্যাচে নাকি একাদশে অন্তত তিনটি পরিবর্তন আনতে যাচ্ছেন আনচেলত্তি।
ব্রাজিলের একাদশে পরিবর্তন আনার বিষয়টি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘গ্লোবো’। প্যারাগুয়ে ম্যাচের আগে সর্বশেষ অনুশীলন সেশনেও বদলি লাইনআপ নিয়ে আনচেলত্তির দলকে খেলতে দেখার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আরও পড়ুনব্রাজিলকে রিয়াল মাদ্রিদের মতো খেলাতে চান আনচেলত্তি৩০ মে ২০২৫গ্লোবোর দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার ইকুয়েডরের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন গেরসন, এস্তেভাও ও রিচার্লিসন। আর এই তিনজনের জায়গা নেবেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া ও মাতেউস কুনিয়া। ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন আক্রমণে যাওয়ার ক্ষেত্রে দলকে অনেক শক্তিশালী ও গতিময় করবে।
ব্রাজিলের একাদশে দেখা যাবে রাফিনিয়াকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সন্তানদের কেন আড়ালে রাখেন আনুশকা
ক্রিকেট নাকি হিন্দি সিনেমা—ভারতের কোনটি বেশি জনপ্রিয় বলা মুশকিল। তাই ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা যখন বিয়ে করেন, তখন অবধারিতভাবেই তাঁরা হয়ে ওঠেন দেশটির সবচেয়ে আলোচিত দম্পতির একজন। বিয়ের পর দুই সন্তানের মা হয়েছেন আনুশকা। চার বছরের কন্যা ভামিকা ও ১৫ মাসের পুত্র আকয়। দুই সন্তানকে এই তারকা দম্পতি যেভাবে বড় করছেন, সেটাও প্রশংসিত হচ্ছে।
ক্রিকেট মাঠে আনুশকা ও বিরাট। আনুশকার ইনস্টাগ্রাম থেকে