শরীয়তপুরে ছাত্রদলের জেলার আহ্বায়ক কমিটি নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। এক পক্ষ কমিটি বাতিলের দাবিতে জেলা শহরে মশালমিছিল করেছে। আরেক পক্ষ কমিটিকে অভিনন্দন জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। দুই পক্ষের এমন অবস্থানের কারণে জেলা শহরের ব্যবসায়ী ও নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

৩ জুন ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এর পর থেকে ৯ দিন ধরে একটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, মশালমিছিল, কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। নতুন এ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তাতে পুলিশ সদস্য, পথচারীসহ ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুনশরীয়তপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ০৯ জুন ২০২৫

ছাত্রদল সূত্র জানায়, ২০২১ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর চার বছর জেলায় আর ছাত্রদলের কোনো কমিটি ছিল না। ৩ জুন কেন্দ্রীয় ছাত্রদল শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ৩৫ সদস্যের এ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাকিরকে। তিনি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। সদস্যসচিব করা হয়েছে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদারকে।

এ কমিটির তালিকা প্রকাশ করলে কমিটির পাঁচজন যুগ্ম আহ্বায়কসহ একটি পক্ষ কমিটি বাতিলের দাবি জানায়। তারা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের ও জেলা বিএনপির নেতাদের অবগত করেছে; কিন্তু কোনো পক্ষই তাদের কথা গুরুত্ব দেয়নি। তখন কমিটি বাতিলের দাবিতে অসন্তুষ্ট পক্ষ আন্দোলনে নামে। কমিটির যুগ্ম আহবায়ক পান্থ তালুকদার, বাবু মাদবর, আফজাল খান, ইসহাক সরদার ও তাঁদের সমর্থকেরা কমিটি বাতিলের দাবিতে ৯ দিন ধরে আন্দোলন করছেন।

আজ বুধবার বিকেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির ও সদস্যসচিব সোহেল তালুকদারের নেতৃত্বে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এরপর রাত আটটার দিকে আরেক পক্ষ কমিটি বাতিলের দাবিতে মশালমিছল বের করে। দুই মিছিলই ঢাকা-শরীয়তপুর সড়কে করা হয়। মিছিলের কারণে শহরে অন্তত এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

মশালমিছিল শেষে শহরের চৌরঙ্গী মোড়ে সভা করা হয়। সেখানে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার, বাবু মাদবর, আফজাল খান, ইসহাক সরদার।

যুগ্ম আহ্বায়ক আফজাল খান প্রথম আলোকে বলেন, ‘তৃণমূলের নিবেদিত নেতাদের বাদ দিয়ে বয়স্ক ও অছাত্রদের দিয়ে কমিটি করা হয়েছে। যার কারণে আমরা সবাই ওই কমিটি প্রত্যাখ্যান করেছি। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে সড়ক অবরোধ ও অনশনের মতো কর্মসূচি দেওয়া হবে।’

যুগ্ম আহ্বায়ক বাবু মাদবর প্রথম আলোকে বলেন, ‘আমরা বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ৯ দিন ধরে আন্দোলন করছি। দেশের রাজনীতির এমন পরিস্থিতিতে বিশেষ সুবিধা নেওয়ার জন্য একটি পক্ষ ওই কমিটি করেছে। এভাবে চলতে থাকলে শরীয়তপুরের ছাত্রদলের সাংগঠনিক কাঠামো ভেঙে যাবে।’

আহ্বায়ক কমিটি গঠনের পর একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে উল্লেখ করে শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির প্রথম আলোকে বলেন, ‘আমরা সংগঠনের মঙ্গল চেয়ে সবাই একত্র হয়ে ছাত্রদলের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য কাজ করছি। একটি বিদ্রোহী পক্ষ তা মানতে চাচ্ছে না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা সঠিক নয়।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র ক সদস য

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ