Samakal:
2025-11-02@23:10:01 GMT

ইরান অনড়, ইসরায়েল কঠোর

Published: 15th, June 2025 GMT

ইরান অনড়, ইসরায়েল কঠোর

ইসরায়েল হামলা চালাচ্ছে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান দিয়ে। পাল্টা হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে উভয় পক্ষে বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। বিধ্বস্ত হচ্ছে সরকারি-বেসরকারি স্থাপনা। ইরান তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে হামলা চালিয়েছে। ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যে পরিণত করেছে। এ অবস্থায় দুই দেশের রাজনীতিকরা ছুড়ছেন বাক্যবাণ। তারা সমঝোতা বা শান্তির বাণী না শুনিয়ে দীর্ঘ ও আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের বার্তা দিচ্ছে। ইরান কিংবা ইসরায়েল– কেউ কারও অবস্থান থেকে একচুল নড়ছে না।

ইরানের সামরিক-পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আঘাতের পর গত শুক্রবার রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র পাল্টা হামলা চালায় ইরান। পাঁচ দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলায় মুহুর্মুহু কেঁপে ওঠে ইসরায়েলের প্রধান শহর তেল আবিব। হাজার হাজার মানুষ ভূগর্ভের বাঙ্কারে আশ্রয় নেয়। নিহত হয় তিনজন। আহতের সংখ্যা ৭০।

ইরানের কয়েকটি প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েলও। এর মধ্যে দেশটির বুশের প্রদেশে হামলায় জ্বালানি তেল পরিশোধনাগার ও একটি গ্যাসক্ষেত্রে বিস্ফোরণে আগুন ধরে যায়। পরে এ আগুন নেভাতে সক্ষম হয় ইরান। এ অবস্থায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে শঙ্কা রয়েছে।

তেহরানের দাবি, তারা ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমানসহ ১০টি বিমান ভূপাতিত করেছে। পাশাপাশি দু’জন ইসরায়েলি পাইলটকে আটক করেছে। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, সর্বশেষ গতকাল শনিবার ভূপাতিত করা হয় একটি যুদ্ধবিমান। এ ছাড়া গত শুক্রবার দুটি ভূপাতিত করা হয়। তিন যুদ্ধবিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্য দু’জন ইরানের হেফাজতে আছে।

যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান এবারই প্রথম কোনো যুদ্ধে অংশ নিল। রাডার ফাঁকি দিতে পারা এসব বিমান ভূপাতিত করা প্রায় অসম্ভব বলেই বর্ণনা করে আসছে যুক্তরাষ্ট্র। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে আঘাত হেনেছে। এতে ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ নিয়ে ইসরায়েলের গণমাধ্যমে কোনো উল্লেখ নেই।

গতকাল শনিবার দ্বিতীয় দিনে নতুন করে ইরানের কয়েকটি প্রদেশে হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে রয়েছে– পূর্ব আজারবাইজান, লোরেস্তান, কারমানশাহ। এতে পূর্ব আজারবাইজানের চারটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা ফার্স জানায়, লোরেস্তান প্রদেশের খুররমাবাদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি ভিডিওতে পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে ধোঁয়া উড়তে দেখা যায়। পশ্চিম ইরানের আসাদাবাদে অন্তত দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এসব এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে ইসরায়েলের আঘাতের জবাব দেয় ইরান। এ হামলায় তেল আবিবসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যেই উত্তেজনার বারুদে আগুন দিচ্ছেন দুই দেশের রাজনীতিকরা। ইরান ইঙ্গিত দিয়েছে, তারা হামলা চালিয়ে যাবে। আর ইসরায়েল বলেছে, এভাবে হামলা চালালে (তাদের হামলায়) তেহরান পুড়বে। এ অবস্থায় গাজাকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে ইরানকে প্রথম যুদ্ধলক্ষ্য ঘোষণা করেছে ইসরায়েল।

শনিবার ভোরে চালানো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সাত সেনা আহত হয়। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে মধ্য ইসরায়েলে। এর আগে গত শুক্রবার রাতটি ছিল ইসরায়েলের জন্য অত্যন্ত ভয়াবহ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে ভূগর্ভের কেন্দ্রে আশ্রয় নেন। ধুনক থেকে ছোড়া তীরের গুচ্ছের মতো এগোতে থাকে ক্ষেপণাস্ত্র। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেশ কিছু শূন্যে ঠেকিয়ে দিলেও কয়েকটি আঘাত হানে। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেন, রাতটি ছিল ইসরায়েলের জন্য কঠিন।

সিএনএন জানায়, হামলা হয়েছে তেল আবিবের দক্ষিণে রিশোন লেজিওন এলাকায়। সেখানে ইরানের রকেট হামলায় অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। ওই অঞ্চলের জরুরি সেবা বিভাগের উপপরিচালক রামি মুশার বলেন, ‘এটি এক কঠিন ও জটিল পরিস্থিতি।’ ভবনগুলোর ভেতর আর কোনো হতাহত আছে কিনা, তা নিশ্চিত হতে আমরা এখনও কাজ করে যাচ্ছি। ছবি ও ফুটেজে বিধ্বস্ত ভবন দেখা গেছে।

ইরানের এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের পাল্টা হামলা এখনই থামছে না। নাম প্রকাশ না করার শর্তে ওই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ফার্সকে বলেন, শুক্রবার রাতের সীমিত পদক্ষেপে এ সংঘাত শেষ হচ্ছে না। ইরানের হামলা চলতে থাকবে। এ প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে। আর ইরান সরকারের মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি বলেছেন, ‘আমাদের জাতীয় গৌরব পুনরায় অর্জন ও জনগণের ন্যায়সংগত অধিকার ফিরে পাওয়ার জন্য শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ জরুরি।’

অন্যদিকে গতকাল শনিবার বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানো হবে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় কঠোর আঘাত হেনেছি।’ এএফপি জানায়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে পুড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, যদি আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকেন, তাহলে তেহরান জ্বলেপুড়ে যাবে।

হামলা-উত্তেজনার মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে লেবানন, জর্ডান ও সিরিয়া শনিবার থেকে তাদের আকাশসীমা আবার খুলে দিয়েছে।

কোনো ধরনের উস্কানি ছাড়াই গত শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক, সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এতে শীর্ষ চার জেনারেল, ছয় পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৮০ জন নিহত হন। তাদের মধ্যে ২০ শিশুও রয়েছে। আহত হন ২৩০ জন। রাতেই শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানে ইরান।

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা স্থগিত ঘোষণা করেছে মধ্যস্থতাকারী দেশ ওমান।  ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে হামলা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন কাতারের শেখ তামিম। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানে হামলা চলমান বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ ইরানে তেল শোধনাগারে ইসরায়েলি ড্রোন হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজানে ৩০ সামরিক ও একজন রেড ক্রিসেন্ট কর্মী নিহত হয়েছেন। প্রদেশটির ১৯ স্থানে হামলা হয়েছে। 

পুতিন ও ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে ৫০ মিনিট ফোনালাপ করেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানে ইসরায়েলি হামলার নিন্দা করেছেন। দুই নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেননি। এ সময় ট্রাম্প মন্তব্য করেন, ইরান-ইসরায়েল যুদ্ধ থেমে যাওয়া উচিত। 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘গুরুতর উদ্বেগজনক পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেছেন। স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য একটি কূটনৈতিক সমাধানে আসতে তার মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তাঁর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ফোনে বলেছেন, মস্কো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বলপ্রয়োগের নিন্দা করে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সাহায্য করতে প্রস্তুত। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি ইরানকে পারমাণবিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে ইসরায়েলি হামলায় আসাদাবাদ পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান নিহত হয়েছেন।

আমরা সবই জানতাম– বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার আগে তারা জানতেন। রয়টার্সের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ‘আমরা সবই জানতাম। আমি ইরানের অপমান ও মৃত্যু ঠেকাতে চেয়েছি। আমি তাদের রক্ষায় যথেষ্ট চেষ্টা করেছি। কারণ, চুক্তি কাজ করছে– এমনটা আমি দেখতে চাই।’ তিনি বলেন, তারা এখনও চাইলে চুক্তি করতে পারে।

হামলার পর পারমাণবিক আলোচনা অর্থহীন– বলছে ইরান
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তাঁর দাবি, ওয়াশিংটনের সম্মতি না থাকলে এ হামলা কখনোই হতো না। ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোয় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। সে আলোচনার প্রসঙ্গ টেনে বাকাই বলেন, ‘অন্য পক্ষ (যুক্তরাষ্ট্র) এমনভাবে আচরণ করেছে, যা আলোচনাকে অর্থহীন করে তুলেছে।’ ইরানের পাল্টা হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের গাজার সশস্ত্র সংগঠন হামাস।  

রাতে পাঁচবার জায়গা বদল করেন মার্কিন দূত
ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাঁচবার নিরাপদ জায়গায় স্থানান্তর হন। সিএনএন জানায়, ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার জেরে তিনি বারবার জায়গা বদল করেন। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলে অবস্থানরত হাকাবি এসব কথা জানান। তিনি লিখেন, ‘ইসরায়েলে এক কঠিন রাত কাটল।’

ইরানকে হুঁশিয়ারি মার্কিন কর্মকর্তার
বিবিসি জানায়, ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে জানিয়েছিল ইসরায়েল। তারা যুক্তরাষ্ট্রকে বলেছিল, আত্মরক্ষার্থে এ হামলা অপরিহার্য। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাকয় পিট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এসব কথা বলেছেন। নিরাপত্তা পরিষদে পিট বলেন, দেশটি যদি যুক্তরাষ্ট্রের নাগরিক, ঘাঁটি কিংবা অবকাঠামোর ওপর হামলা চালায়, তবে পরিণতি হবে শোচনীয়।

কেউ যেন কারও অস্তিত্ব হুমকিতে না ফেলে– বললেন পোপ লিও
ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে শান্তির বার্তা দিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। তিনি বলেন, দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্মানের ভিত্তিতে পারমাণবিক হুমকিমুক্ত বিশ্ব গড়তে হবে। কেউ যেন কারও অস্তিত্বের জন্য হুমকি না হয়ে ওঠে। প্রতিটি দেশের কর্তব্য হবে শান্তি ও পুনর্মিলনের পথ অন্বেষণ এবং সমাধান খুঁজে বের করা। 

ভূরাজনৈতিকভাবে একাকী ইরান– বলছেন বিশ্লেষক
তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হামেদ মুসাভি আল বলেন, ইরান তুলনামূলক ভূরাজনৈতিকভাবে বিচ্ছিন্ন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের যুদ্ধযন্ত্র থামাতে পারে না। ইরানের প্রতি কিছু আরব-মুসলিম দেশ, রাশিয়া ও চীনের প্রতীকী সমর্থন আছে। তবে কারও কাছ থেকে খুব বেশি অস্ত্র পাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলিদের প্রতি মার্কিন সমর্থন রয়েছে, যারা তাদের সবচেয়ে উন্নত অস্ত্র সরবরাহ করছে। তাদের বার্ষিক ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র র শ ক রব র র ত ইসর য় ল র প ভ প ত ত কর য় ইসর য় ল কর মকর ত কর ছ ন ন ন হত মন ত র র জন য ত হয় ছ বল ছ ন র জন ত লক ষ য অবস থ ইসর য

এছাড়াও পড়ুন:

পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া প্রস্তুত, সচিব কমিটি উপদেষ্টা পরিষদে পাঠাবে

পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। দু-এক দিনের মধ্যে অধ্যাদেশের খসড়াটি সচিব কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি প্রস্তাবিত পুলিশ কমিশনের কাঠামো ও কার্যক্রমের খসড়া তৈরি করেছে।

খসড়ায় প্রস্তাব করা হয়েছে, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের চেয়ারপারসন হবেন। সদস্য থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ; গ্রেড-২ পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা; অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা; পুলিশ একাডেমির একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ; আইন, অপরাধবিজ্ঞান বিষয়ের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক; ১৫ বছর অভিজ্ঞতা রয়েছে এমন একজন মানবাধিকারকর্মী।

আরও পড়ুনপুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে স্বাধীন কমিশন অপরিহার্য৮ ঘণ্টা আগেকমিশনের চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপদমর্যাদার হবেন।

কমিশনের চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমপদমর্যাদার হবেন। সদস্যরা যোগদানের দিন থেকে চার বছর নিজ নিজ পদে থাকবেন। মেয়াদ শেষে কোনো সদস্য আবার নিয়োগের যোগ্য হবেন না।

অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, পুলিশ কমিশনের নির্দেশ বা সুপারিশ প্রতিপালনে বাধ্যবাধকতার বিষয়ে বলা হয়েছে—এই কমিশন যেকোনো কর্তৃপক্ষ বা সত্তাকে কোনো নির্দেশ দিলে উক্ত কর্তৃপক্ষ বা সত্তা অনধিক তিন মাসের মধ্যে তা বাস্তবায়ন করে কমিশনকে অবহিত করতে হবে। তবে কমিশনের নির্দেশ বা সুপারিশ বাস্তবায়নে কোনো অসুবিধা হলে সে ক্ষেত্রে নির্দেশ বা সুপারিশ পাওয়ার অনধিক তিন মাসের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে। কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে যে নির্দেশ বা সুপারিশ পাঠাবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নির্দেশ বা সুপারিশ কমিশন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করে কমিশনকে জানাতে হবে।

আরও পড়ুনকোনো দল নয়, পুলিশের আনুগত্য থাকবে আইন ও দেশের প্রতি৯ ঘণ্টা আগেপুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পর জুলাই জাতীয় সনদেও এটি অন্তর্ভুক্ত হয়েছে।

এই কমিশনের সদস্য পদে নিয়োগের সুপারিশ প্রদানের জন্য সাত সদস্যের সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করা হবে। খসড়া অধ্যাদেশে প্রধান বিচারপতির মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির মনোনীত একজন সরকারদলীয় এবং একজন বিরোধীদলীয় সংসদ সদস্যকে বাছাই কমিটিতে রাখার কথা উল্লেখ করা হয়েছে। ন্যূনতম পাঁচ সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম হওয়া ও বাছাই কমিটির বাছাই প্রক্রিয়া শুরুর ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবে।

আরও পড়ুন‘আওয়ামী পুলিশ, বিএনপি পুলিশ’ তকমা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা১৭ ঘণ্টা আগে

পুলিশ কমিশন অধ্যাদেশ খসড়ায় কমিশন প্রতিষ্ঠা, কার্যালয়, সদস্যদের নিয়োগ, মেয়াদ, কমিশনের সদস্য হওয়ার জন্য কারা অযোগ্য, সদস্যদের পদত্যাগ, অপসারণ, পুলিশি কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি, নাগরিকের অভিযোগ অনুসন্ধান-নিষ্পত্তি, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন, পুলিশপ্রধান নিয়োগ, আইন-বিধি, নীতিমালা প্রণয়ন ও গবেষণা বিষয়েও প্রস্তাব রাখা হয়েছে।

পুলিশ কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পর জুলাই জাতীয় সনদেও এটি অন্তর্ভুক্ত হয়েছে।

আরও পড়ুনমাঝেমধ্যে শুনতে হয়, ‘উনি কি আমাদের লোক’: আইজিপি১৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া প্রস্তুত, সচিব কমিটি উপদেষ্টা পরিষদে পাঠাবে
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির