আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিজ জেলা বগুড়ায় দলের হারানো দুর্গ পুনরুদ্ধারে ব্যাপক তৎপর বিএনপি। ২০০৮ সালের নির্বাচনে জেলায় সংসদীয় সাতটি আসনের মধ্যে দুটি হাতছাড়ার মাধ্যমে দলের দুর্গ নড়বড় হয়ে যায়। ২০১৮ সালের নির্বাচনে পাঁচটি আসনই হাতছাড়া হয়। সামনের নির্বাচনে সব কটি আসন নিজেদের কাছে রাখতে তৎপর দলটি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দলে পুরোদমে নির্বাচনী হাওয়া লেগেছে। দলের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা এখন মাঠে ব্যস্ত গণসংযোগ, মতবিনিময় সভা আর এলাকার ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে।

বসে নেই নির্বাচনী জোটে একসময়ের শরিক দল জামায়াতে ইসলামী। বিএনপির দুর্গে ভাগ বসাতে মরিয়া তারা। ইতিমধ্যে সংসদীয় সাত আসনে একক প্রার্থী ঘোষণা দিয়েছে জামায়াত। নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতের নেতাদের তৎপরতা ও সরব উপস্থিতি চোখে পড়লেও জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের তৎপরতা তেমন চোখে পড়েনি।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)

বগুড়া-১ আসনটি ১৯৭৩ সালের নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল। ১৯৭৯ সালের নির্বাচনে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপির ওয়াজেদ হোসেন তরফদার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও আসনটি বিএনপির দখলে ছিল।

২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়ন দেয় ব্যবসায়ী মোহাম্মদ শোকরানাকে। তাঁকে হারিয়ে আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক প্রয়াত আবদুল মান্নান বিজয়ী হন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবদুল মান্নান। ২০১৯ সালে তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে এবং ২০২৪ সালের নির্বাচনে তাঁর স্ত্রী সাহাদারা মান্নান সংসদ সদস্য হন।

বর্তমানে মাঠে সরব বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী রফিকুল ইসলাম। ঈদের ছুটিতে তিনি নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন। ভোটারদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। তিনি বলেন, ‘এলাকার উন্নয়নে কাজ করেছি। বিপদে–আপদে ভোটারদের পাশে ছিলাম।’ তিনি মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী।

এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তৈয়ব।

জামায়াত এ আসনে জেলা জামায়াতের সাবেক আমির ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে।

বগুড়া-২ (শিবগঞ্জ)

১৯৭৩ সালের নির্বাচনে বগুড়া-২ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। ১৯৭৯ সালে সেখানে বিএনপির আবুল হাসনাত চৌধুরী সংসদ সদস্য হন। ১৯৮৬ সালের নির্বাচনে স্বতন্ত্র থেকে মোজাফফর হোসেন, ১৯৮৮ সালে ফ্রিডম পার্টি থেকে সৈয়দ মাসকুরুল আলম চৌধুরী, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর শাহাদাত-উজ-জামান সংসদ সদস্য হন। ১৯৯৬–এ আসনটিতে বিএনপি থেকে এ কে এম হাফিজুর রহমান, ২০০১ সালে রেজাউল বারী ও ২০০৮ সালে এ কে এম হাফিজুর রহমান সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ সংসদ সদস্য হন। ২০১৮ সালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে আসনটি ছেড়ে দেয় বিএনপি। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জাপার শরিফুল ইসলামের কাছে হেরে যান।

জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ঘোষণা দিয়ে দীর্ঘদিন ধরে মাঠে আছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি জেলা বিএনপির সহসভাপতি। ৫ আগস্টের পর তিনি কয়েক দফা লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে আসছে নির্বাচনে আসনটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে।

মীর শাহে আলম বলেন, আসনটি ধানের শীষের দুর্গ। শিবগঞ্জবাসী চায়, এ আসনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হোক। তারেক রহমান যাঁর হাতে ধানের শীষ তুলে দেবেন, তাঁকে জয়ী করতে সর্বস্তরের নেতা–কর্মীরা একযোগে কাজ করবেন।

এই আসনে জামায়াত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহাদাতুজ্জামানকে প্রার্থী ঘোষণা দিয়েছে।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি)

বগুড়া-৩ আসনটিতে ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের হাসান আলী তালুকদার সংসদ সদস্য ছিলেন। ১৯৭৯ সালে বিএনপির আবদুল মজিদ তালুকদার, ১৯৮৬ সালে জাসদের এ বি এম শাহজাহান, ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে এ বি এম শাহজাহান, ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির আবদুল মজিদ তালুকদার, ২০০১ ও ২০০৮ সালে বিএনপির আবদুল মোমেন তালুকদার এবং ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার সংসদ সদস্য হন।

এ আসনে এবার বিএনপি থেকে বগুড়া শহর বিএনপির সভাপতি ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হামিদুল হক চৌধুরী, বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আতাউর রহমান খান, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আবদুল মুহিত তালুকদার ও বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন।

অন্যদিকে জামায়াত এখানে দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু)

১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। ২০০৮ সাল থেকেই বগুড়া-৪ আসনটি জাসদকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ২০০৮ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন। ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তবে ২০১৮ সালে তিনি জেলা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের কাছে পরাজিত হন। পরে বিএনপিদলীয় সংসদ সদস্যের পদত্যাগের পর ২০২৩ সালের উপনির্বাচনে রেজাউল করিম আবার সংসদ সদস্য হন। ২০২৪ সালের নির্বাচনে রেজাউল করিমকে আসনটি ছেড়ে দেওয়া হয়।

এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে এককভাবে মাঠে আছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র ছিল না। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ধানের শীষের পক্ষে চারদিকে গণজোয়ার তৈরি হয়েছে।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট)

১৯৯১ থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত আসনটি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো.

সিরাজের দখলে ছিল। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি জানে আলমকে মনোনয়ন দেয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবর রহমান সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজকে হারিয়ে তিনি পুনরায় সংসদ সদস্য হন। ২০২৪ সালের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান নৌকা প্রতীকে বিজয়ী হন।

জেলা বিএনপির সূত্রে জানা যায়, এ আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, তাঁর ছেলে শেরপুর উপজেলা বিএনপির সদস্য ও তরুণ শিল্পপতি আসিফ সিরাজ রব্বানী। এখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলমও মনোনয়নপ্রত্যাশী।

গোলাম মো. সিরাজ প্রথম আলোকে বলেন, ‘আসছে নির্বাচনে বাবা-ছেলে দুজনই ধানের শীষের কান্ডারি হওয়ার জন্য মাঠে থেকে কাজ করে যাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাঁকে খুশি মনোনয়ন দেবেন। মনোনয়ন–দৌড়ে ছেলের কাছে হেরে গেলেও সে হার হবে অনেক সুখের।’

জামায়াত এখানে একক প্রার্থী হিসেবে শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দবিবুর রহমানের নাম ঘোষণা করেছে।

বগুড়া-৬ আসন (সদর)

২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১৪ সালে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাপার নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি শপথ না নেওয়ায় উপনির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ বিজয়ী হন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলে আরেকটি উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। ২০১৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন।

জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্রের দাবি, আসছে নির্বাচনে তারেক রহমানের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও প্রার্থী হতে পারেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ আসনটি জিয়া পরিবারের আসন। এ ছাড়া জেলার সংসদীয় সাতটি আসনে কোথায় কাকে ধানের শীষের প্রার্থী করা হবে, সে ব্যাপারে তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। ২০০১ সালের পর দেশে অবাধ নির্বাচন হয়নি। বগুড়া বিএনপির দুর্গ ছিল, এখনো অক্ষুণ্ন আছে।

এ আসনে বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা দিয়েছে জামায়াত।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। ১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রথমবারের মতো এ আসনে বিজয়ী হন। ১৯৯৬ ও ২০০১ সালেও এ আসনে খালেদা জিয়া বিজয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে তিনি ২ লাখ ৩২ হাজার ৭৬১ ভোট পান। তবে প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। তিনটি উপনির্বাচনে বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার।

২০০৮ সালের উপনির্বাচনে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মওদুদ আহমদ জয়ী হন। ২০১৪ সালে নির্বাচন বর্জন করে বিএনপি। তখন জাতীয় পার্টির মোহাম্মদ আলতাফ আলী সংসদ সদস্য হন। ২০১৮ সালে মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করা হলে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনকে মনোনয়ন দেওয়া হয়। তাঁর মনোনয়ন বাতিল হলে শেষ মুহূর্তে রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি। ২০২৪ সালে এখানে আওয়ামী লীগের মোস্তফা আলম বিজয়ী হন।

জেলা বিএনপির সূত্র বলছে, আসছে নির্বাচনে এই আসনে জিয়া পরিবারের কারও প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে।

এ আসনে জেলা জামায়াতের সাবেক আমির গোলাম রব্বানীকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত র ক রহম ন র র রহম ন র ব এনপ র স ন ব এনপ র ব এনপ র দ ২০০১ স ল ২০১৪ স ল ২০২৪ স ল ২০১৮ স ল ম হ ম মদ রহম ন স আবদ ল ম র ব এনপ ল ইসল ম আওয় ম এ আসন র দখল হওয় র উপজ ল

এছাড়াও পড়ুন:

জুলাই বিরোধিতা: ৩০ শিক্ষক-কর্মচারী ও ৩৩ ছাত্রলীগ নেতার ‘শাস্তি’

জুলাই গণঅভ্যুত্থান বিরোধী তালিকায় থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩০ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত এবং একই অভিযোগে ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার বা সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:

আ.লীগে যোগ দেওয়া মুবিনকে আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার 

ববির ৪ শিক্ষার্থী বহিষ্কার

সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ভূমিকায় থাকা ইবির ১৯ জন শিক্ষক, ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘শাস্তি নির্ধারণ কমিটি’ করবেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এদিকে একই অপরাধে জড়িত থাকায় ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। যাদের পড়াশোনা শেষ হয়েছে, সেই শিক্ষার্থীদের সনদ বাতিল করা হবে। আর যারা অধ্যয়নরত, তাদের বহিষ্কার করা হবে।

এর আগে জুলাই-আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ভূমিকায় অবতীর্ণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে গত ১৫ মার্চ আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আকতার হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। 

এই কমিটি প্রত্যক্ষদর্শীদের দেওয়া লিখিত ও মৌখিক অভিযোগ, বিভিন্ন তথ্যচিত্র, ভিডিও এবং পত্রিকার খবর পর্যালোচনা করে তালিকায় থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জুলাই-আগস্ট অভ্যুত্থানবিরোধী এবং নিবর্তনমূলক কার্যকলাপের সংশ্লিষ্টতা পায়।

কমিটি প্রতিবেদন জমা দিলে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সর্বশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বরখাস্তের তালিকায় থাকা শিক্ষকরা হলেন: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ ও অধ্যাপক ড. রবিউল হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও অধ্যাপক ড. শেলীনা নাসরিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম আক্তারুল ইসলাম ও অধ্যাপক ড. মিয়া রাশিদুজ্জামান।

ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিনসহ আরো রয়েছেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।

সাসপেন্ড হওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকায় রয়েছেন প্রশাসন ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান ও আব্দুল হান্নান, পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সহকারী রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট, একই দফতরের উপ-রেজিস্ট্রার আব্দুস সালাম সেলিম, প্রশাসন ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার ড. ইব্রাহীম হোসেন সোনা। 

সামাজিক বিজ্ঞান অনুষদের শাখা কর্মকর্তা উকীল উদ্দিনসহ তালিকায় নাম রয়েছে ফার্মেসি বিভাগের জাহাঙ্গীর আলম (শিমুল), আইসিটি সেলের প্রশাসনিক কর্মকর্তা জে এম ইলিয়াস, অর্থ ও হিসাব বিভাগের শাখা কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার (ফটোগ্রাফি) শেখ আবু সিদ্দিক রোকন এবং পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সহকারী রেজিস্ট্রার মাসুদুর রহমানের।

বহিষ্কার ও সদন বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ বর্ষের বিপুল খান, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ বর্ষের মেহেদী হাসান হাফিজ ও শাহীন আলম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ বর্ষের রতন রায়। 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ বর্ষের মুন্সি কামরুল হাসান অনিকসহ তালিকায় রয়েছেন, মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ বর্ষের হুসাইন মজুমদার, বাংলা বিভাগের ২০১৬-১৭ বর্ষের তরিকুল ইসলাম।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ বর্ষের মৃদুল রাব্বী, ইংরেজি বিভাগের ২০১৮-১৯ বর্ষের ফজলে রাব্বী, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ বর্ষের শাকিল, ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিমুল খান, আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের কামাল হোসেন, ইংরেজি বিভাগের ২০২০-২১ বর্ষের মাসুদ রানা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ বর্ষের মেজবাহুল ইসলাম বহিষ্কার ও সনদ বাতিলের তালিকায় রয়েছেন। 

সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ বর্ষের অনিক কুমার, বাংলা বিভাগের ২০১৮-১৯ বর্ষের আব্দুল আলিম, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজন রায়, শেখ সোহাগ ও শাওনও এই শাস্তি পেয়েছেন। 

জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করায় শাস্তি পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বর্ষের তানভীর ও শেখ সাদি, সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ বর্ষের মাজহারুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের মনিরুল ইসলাম আসিফ, সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ বর্ষের মারুফ ইসলাম, চারুকলা বিভাগের ২০২০-২১ বর্ষের পিয়াস, বাংলা বিভাগের ২০১৯-২০ বর্ষের ফারহান লাবিব ধ্রুব, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ বর্ষের প্রাঞ্জল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ বর্ষের নাবিল আহমেদ ইমন।

ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ বর্ষের রাফিদ, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের আদনান আলি পাটোয়ারি, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ বর্ষের লিয়াফত ইসলাম রাকিব এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের ইমামুল মুক্তাকী শিমুলও শাস্তির তালিকায় রয়েছেন। 

এদিকে জুলাই-আগস্ট বিপ্লবে প্রকাশ্যে বিরোধিতাকারী হিসেবে এই ৬৩ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিলেও তাদের উস্কানিদাতা এবং পেছন থেকে আন্দোলন দমনকারী অনেকেই ধরাছোয়ার বাইরে থেকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। একই অভিযোগ অভিযুক্তদেরও। তবে তাদের বিরুদ্ধেও তদন্ত চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ঢাকা/তানিম/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • ‘হুক্কা’ প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জাগপা
  • আগের ভোটের সবাই বাদ, ‘যোগ্য’ নতুন ডিসি খুঁজে পাচ্ছে না সরকার
  • জুলাই বিরোধিতা: ৩০ শিক্ষক-কর্মচারী ও ৩৩ ছাত্রলীগ নেতার ‘শাস্তি’