বইছে নির্বাচনী হাওয়া, প্রচার–প্রচারণায় সরগরম শহর–গ্রাম
Published: 11th, December 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার–প্রচারণায় নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সব কটি আসনে ইতিমধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব প্রার্থী দলীয় নেতা–কর্মীদের নিয়ে এলাকায় নানাভাবে গণসংযোগ চালাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরাও সক্রিয় রয়েছেন প্রচার-প্রচারণায়।
দলীয় নেতা–কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি ও জামায়াতের প্রার্থীরা গণসংযোগ, মতবিনিময় সভা আর ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে চলেছেন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে থাকলেও তাঁদের ভোটারদের কাছে টানতে চেষ্টা করছে বড় দুটি দলই। অন্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টি এখনো নিষ্ক্রিয়। বামপন্থী দলগুলোর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (সিপিবি) মাঝেমধ্যে কিছু কর্মসূচি করতে দেখা যায়।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর)
সীমান্তবর্তী এলাকার আসনটি সমতল, পাহাড় ও আংশিক হাওর এলাকা নিয়ে গঠিত। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। এর আগেও দুবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। অপেক্ষাকৃত তরুণ এই প্রার্থী গত বছরের ৫ আগস্টের পর থেকে এলাকার মানুষকে চিকিৎসা সহায়তাসহ নানা জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
জয়ের ব্যাপারে আশাবাদী কায়সার কামাল বলেন, ‘আমি জনগণের জন্য রাজনীতি করি। তাই জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। এ ছাড়া এলাকার রাজনৈতিক পরিবেশ সুন্দর রাখার ব্যাপারেও আমি সব সময় সজাগ থাকি। আশা করি ভোটাররা এসব বিষয় নিশ্চয়ই বিবেচনা করবেন।’
এখানে জামায়াতের মনোনয়ন পেয়েছেন উপজেলা শাখার আমির আবুল হাসিম। তিনিও সভা-সমাবেশ এবং গণসংযোগ করে যাচ্ছেন। এখানে সিপিবি থেকে প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ। বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে কেন্দ্রীয় শুরা সদস্য খাইরুল বাশার ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে গোলাম রব্বানীর নাম ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করা গোলাম রব্বানী ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন। ২০০৬ সালে বিএনপিতে যোগ দেন। ২০১৮ সালে বিএনপির মনোনয়নবঞ্চিত হয়ে পুনরায় জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন। এবার তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
জেলা সদরের আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সভাপতি মো.
বিএনপি প্রার্থী ঘোষণার পর অন্য মনোনয়নপ্রত্যাশীরা আনোয়ারুল হকের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও এ টি এম আবদুল বারী এখনো নিজ মনোনয়নের অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘যেহেতু এটি প্রাথমিক মনোনয়ন, তাই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না হওয়া পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছি।’
মো. আনোয়ারুল হক বলেন, ‘আমি মনোনয়নের আগে থেকেই নির্বাচনী এলাকায় সক্রিয়। শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, চিকিৎসক হিসেবেও মানুষের পাশে থেকেছি। দলের দুঃসময়ে আহ্বায়কের দায়িত্বে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা আমার পক্ষে নিয়মিত মিছিল-সমাবেশ করে যাচ্ছেন।’
এখানে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এনামুল হক। তিনি জেলা জামায়াতের সাবেক আমির। জেলা জামায়াতের বর্তমান আমির ছাদেক আহমাদ হারিছ বলেন, ‘জামায়াতে ইসলামী অহিংস ও অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী দল। জেলার পাঁচটি আসনেই গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া হয়েছে। কাজেই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
এ আসনে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান। গণ অধিকার পরিষদ থেকে কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ইসলামী আন্দোলন থেকে আব্দুল কাইয়ুম, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া)
আসনটিতে বিএনপি প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালীকে। সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম হিলালী আগেও একাধিকবার বিএনপির মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি বলেন, ‘দলের দুর্দিনে আমি জেলা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন ছাড়াও নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীদের পাশে থেকেছি। আমাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা খুশিমনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।’
দলীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ছাড়াও এখানে বিএনপির মনোয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়াসহ কয়েকজন।
আসনটিতে জামায়াতের প্রার্থী জেলা কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য খায়রুল কবির নিয়োগী। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আটপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মুহাম্মাদ শামছুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জাকির হোসেন সুলতানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এনসিপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম)।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি)
হাওরবেষ্টিত তিন উপজেলা নিয়ে গঠিত আসনটিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন। আসনটি থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে ২০০৭ সাল থেকে তিনি কারাবন্দী ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর গত জানুয়ারিতে তিনি কারামুক্ত হন। এরপর এলাকায় ফিরে নিয়মিত সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। অতীতে এলাকার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি করেছি। ভবিষ্যতেও করব। এ ছাড়া শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠন, সুশিক্ষা, বিশ্বাস ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখব।’
জামায়াতে ইসলামীর প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারও নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মদন উপজেলার আহ্বায়ক আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখলেছুর রহমান মনোনয়ন পেয়েছেন। সিপিবি থেকে প্রার্থী হতে পারেন কেন্দ্রের প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার।
নেত্রকোনা-৫ (পূর্বধলা)
আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক আবু তাহের তালুকদার। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এখানে নেতা–কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে জোরেশোরে প্রচার চালাচ্ছেন। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার বলেন, আবু তাহের তালুকদার একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তাঁর পক্ষে দলের নেতা-কর্মীরা এককাট্টা।
আবু তাহের তালুকদার বলেন, ‘আমি ফ্যাসিস্ট আমলেও দলের কর্মকাণ্ডে সক্রিয় থেকেছি। মামলা-হামলা, গুলি, ভাঙচুর ও হয়রানির শিকার হয়েছি। এ কারণে দলের নেতা-কর্মীরা আমার মনোনয়নে খুশি হয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।’
আসনটিতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও বসে নেই। দলীয় প্রার্থীর পক্ষে তাঁরাও তৎপর। এখানে জামায়াতের প্রার্থী জেলা কমিটির সহকারী সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম মোস্তফা। জামায়াত তাঁকে নিয়ে আশাবাদী। আসনটিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় সদস্য মুফতি হাবিবুল্লাহ খানকে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র স ব এনপ র ম ন ত রক ন ইসল ম র গণস য গ ল ইসল ম আসনট ত এল ক র দল র ক কর ম র কম ট র ন দল র র জন ত এল ক য় উপজ ল সদস য
এছাড়াও পড়ুন:
নির্বাচন ঘিরে সরগরম কেরাণীগঞ্জের রাজনীতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জের সংসদীয় আসন ঢাকা-২ ও ঢাকা-৩ এখন সরগরম। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে প্রার্থীদের গণসংযোগ, পথসভা, মতবিনিময়সহ প্রচারণা কার্যক্রম। এই দুই আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ (এনসিপি) অন্যান্য রাজনৈতিক দলের মনোনীত প্রাথীরা ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
নির্বাচনী প্রচারণার পোস্টার, ব্যানার ও স্লোগান কেরাণীগঞ্জকে প্রাণবন্ত করে তুলেছে। নেতাকর্মী ও সমর্থকরা জনগণের সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনার মাধ্যমে নিজেদের প্রার্থীকে পরিচিত করার চেষ্টা করছেন। ভোটাররাও নির্বাচনী উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন। তারা খোঁজ নিচ্ছেন প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা সম্পর্কে। অনেকেই শুনছেন উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রতিশ্রুতি। ইতোমধ্যে প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
আরো পড়ুন:
হেভিওয়েটদের বিপক্ষে এনসিপির প্রার্থী হচ্ছেন যারা
খালেদা জিয়া: কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আপসহীন নাম
নির্বাচন ঘনিয়ে আসায় আগামী দিনগুলোতে প্রচারণা আরো তীব্র হবে মনে করছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে, দুই আসনেই রাজনৈতিক মাঠ সমানভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।
ঢাকা: ৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। কেরানীগঞ্জের উন্নয়ন, অবকাঠামোতে অগ্রগতি এবং মানুষের সার্বিক জীবনমান উন্নয়নই আমাদের দায়িত্বের প্রধান কেন্দ্রবিন্দু। আমরা চাই—এই এলাকার প্রতিটি নাগরিক শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।”
তিনি বলেন, “একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই হতে পারে জনগণের আস্থা পুনর্গঠনের ভিত্তি। কেরানীগঞ্জের উন্নয়নকে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—একটি জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকা-৩ আসনের মানুষের বিশ্বাস অর্জনে। বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন।”
আগামী বছর ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ শাহিনুর রহমান বলেন, “নির্বাচনী প্রচারণার মূল উদ্দেশ্য হলো, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। আমাদের দলের নেতারা সর্বদা জনগণের পাশে থাকবেন, এটাই আমাদের অঙ্গীকার। জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান করাই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা এবং কেরানীগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করতে।”
জাতীয় কংগ্রেসের প্রার্থী মো. আবু জাফর বলেন, “আমরা জনগণের অধিকার ও সার্বিক উন্নয়নের জন্য কাজ করছি। কেরানীগঞ্জের উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের দল সবসময় ভোটারদের পাশে দাঁড়ায় এবং তাদের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ঢাকা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মনোনয়নপ্রত্যাশী শেখ ফয়সাল বলেন, “জনগণের ভোটই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। তাই প্রত্যেককে সচেতনভাবে ভোট প্রদানে অংশ নিতে হবে। ভোটের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে পারি এবং দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারি।”
ঢাকা-২
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান। তিনি বলেন, “আমাদের রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের অবাধ গণতান্ত্রিক ভোটাধিকার নিশ্চিত করতেই হবে। জনগণের সেবা করা এবং ঢাকা-২ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এ দুটি বিষয়েই আমরা অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ধানের শীষে ভোট দেবেন। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক—তাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়া ও সম্মান জানানোই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হতে পারে না। একটি জবাবদিহিমূলক সরকারই মানুষের আস্থা পুনরুদ্ধার করতে পারে।”
বিএনপির এই নেতা বলেন, “দেশের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন সিদ্ধান্ত মানুষের মতামতের ভিত্তিতে গঠিত হয়। আমরা যে বাংলাদেশ চাই, সেটি হবে ন্যায়, সাম্য, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে গঠিত একটি সমৃদ্ধ রাষ্ট্র। বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।”
জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, “আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয় লাভ করা নয়; বরং জনগণের কল্যাণ নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিলে মানুষের জীবনমান সত্যিকারের উন্নত হবে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা আমাদের দলের অঙ্গীকার। জনগণের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের বলেন, “আমাদের রাজনৈতিক মূল লক্ষ্য হলো দেশের নীতি, নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি আস্থা বজায় রেখে জনগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকা-২ আসনের মানুষের জীবনমান উন্নত করাই আমাদের প্রধান অঙ্গীকার। আমরা বিশ্বাস করি—শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করার সর্বোত্তম পথ। তাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের আস্থা অর্জন করে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে।”
কেরাণীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও দলটির মনোনয়ন প্রত্যাশী মো. জাবেদ হোসেন বলেন, “ঢাকা-২ আসনের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় আছে। জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার পক্ষে রায় দিতে প্রস্তুত। জনগণের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করছি, মানুষের সাড়া অভূতপূর্ব। এই জনসমর্থনই প্রমাণ করে, ঢাকা-২ আসনে এনসিপি একটি শক্তিশালী জনভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। জনগণের অধিকার রক্ষার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবেই নির্বাচন মাঠে থাকব।”
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী মো. ইমরান হোসেন বলেন, “প্রার্থীরা ন্যায্য ও দায়িত্বশীলভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরো শক্তিশালী হবে। আমরা জনগণের অধিকার রক্ষা এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে কাজ করছি। সব প্রার্থীর উচিত শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা। নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন ও ন্যায়বিচারের ভিত্তি আরো শক্তিশালী হবে।”
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন, আমরা জনগণের অধিকার, ন্যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে কাজ করছি। আমাদের প্রার্থী জনগণের কল্যাণ এবং সার্বিক উন্নয়নের জন্য নিবেদিতপ্রাণ। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছি। দলের নেতৃত্ব ও কর্মীরা সকলকে শান্তিপূর্ণ ও ন্যায়পরায়ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ ন্যায় এবং কল্যাণমুখী প্রার্থীকে সমর্থন করবে এমনটি আশা করছি।”
কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রহিম মজুমদার বলেন, “দেশের মানুষ শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার চায়। আমরা নীতিগত রাজনীতির মাধ্যমে একটি সুশাসিত দেশ গড়তে চাই। জনগণের সার্বিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ নির্বাচন হলে জনগণ ন্যায়ের পক্ষে রায় দেবে।”
ঢাকা/মাসুদ