২৪ ঘণ্টায় ১৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
Published: 18th, June 2025 GMT
গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল আংশিকভাবে অবরোধ তুলে নেওয়ার পর থেকে তিন সপ্তাহের মধ্যে ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের প্রায় প্রতিদিন হত্যা করছে। বুধবার নিহতদের মধ্যে ত্রাণ সংগ্রহকারীরাও রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মাগাজি শরণার্থী শিবির, জেইতুন পাড়া এবং গাজা সিটির মধ্য ও উত্তরাঞ্চলে পৃথক বিমান হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের একটি শিবিরে বিমান হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজার সালাহউদ্দিন সড়কে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভিড়ের উপর ইসরায়েলি গুলিবর্ষণে আরো ১৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের শেষের দিকে সাহায্য বিতরণ পুনরায় শুরু হওয়ার পর থেকে খাদ্য সহায়তা পেতে চেষ্টা করা ফিলিস্তিনিদের মধ্যে ৩৯৭ জন নিহত এবং তিন হাজারেরও বেশি আহত হয়েছে।
জা শহরের বাসিন্দা আদেল বলেছেন, “গাজায় দিনরাত মানুষ হত্যা করা হচ্ছে, কিন্তু মনোযোগ ইরান-ইসরায়েল যুদ্ধের দিকে সরে গেছে। আজকাল গাজা সম্পর্কে খুব কম খবরই পাওয়া যায়। যে ইসরায়েলি বোমায় মারা যায় না, সে ক্ষুধায় মারা যায়। মানুষ প্রতিদিন খাবারের জন্য তাদের জীবনের ঝুঁকি নেয়, তারা মারাও যায় এবং তাদের রক্তে আটার বস্তা ভেসে যায়।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ন হত ইসর য
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে