এই স্বাদ নাজমুল হোসেন শান্ত আগেও পেয়েছেন। ২০২৩ সালে মিরপুর শের-ই-বাংলাতেই আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন। প্রথম ইনিংসে ১৪৬। দ্বিতীয় ইনিংসে ১২৪। 

বাংলাদেশের হয়ে এই কীর্তি প্রথম করেছিলেন মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ রান করেছিলেন প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে। দ্বিতীয় ইনিংসেও হেসেছিল তার ব্যাট। করেছিলেন ১০৫ রান। শান্ত নিজের নামের পাশে আরেকবার জোড়া সেঞ্চুরির কীর্তি লিখে নিলেন। 

চলমান গল টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেন। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ঝকঝকে ১৪৮ রান। তবে অধিনায়ক এটাই প্রথম কীর্তি শান্তর। 

আরো পড়ুন:

যে ভাবনায় শান্ত আরো এক বছর টেস্ট দলের অধিনায়ক

মানহীন পারফরম্যান্সে ক্রিকেট বাজারে অস্থিরতা

টেস্ট ইতিহাসে শান্তর আগে দুবার টেস্টে একাধিকবার জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র ১৪ জন ব্যাটসম্যান। এর মধ্যে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার করেছেন তিনবার। শান্তকে নিয়ে দুবার টেস্টে জোড়া সেঞ্চুরি আছে শুধু ১২ জনের। টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটসম্যান শান্ত। 

বিদেশের মাঠে অধিনায়ক হিসেবে এক টেস্টে দুই সেঞ্চুরির তালিকায় অষ্টম শান্ত। শ্রীলঙ্কার মাঠে কোনো বিদেশি অধিনায়কের জোড়া সেঞ্চুরির ঘটনা এটিই প্রথম।

৩৬ ম্যাচের ক্যারিয়ারে শান্তর এটি সপ্তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মুমিনুল হক (১৩), মুশফিকুর রহিম (১২) ও তামিম ইকবালের (১০)।

এই সিরিজের আগে প্রবল চাপে ছিলেন বাংলাদেশের অধিনায়ক। ২২ গজে জোড়া সেঞ্চুরিতে সেই চাপ স্রেফ উড়িয়ে দিলেন। হেলমেট খুলে মুখে চওড়া হাসি ও চিৎকারে শান্ত সব বাঁধা পেরিয়ে লঙ্কা জয় করলেন প্রবল আত্মবিশ্বাস নিয়ে।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ন তর প রথম

এছাড়াও পড়ুন:

নতুন ‘প্রিডেটর’আসছে বাংলাদেশে

বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার ছিলেন প্রথম কিস্তির নায়ক। দর্শকদের ব্যাপক সাড়ায় দারুণ সাফল্য পায় ছবিটি। এরপর প্রায় চার দশকজুড়ে এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের উপহার দিয়েছে আরও সাতটি সিনেমা; যার মধ্যে রয়েছে ‘প্রিডেটর ২’ (১৯৯০), ‘এলিয়েন ভার্সেস প্রিডেটর’ (২০০৪), ‘এভিপি: রিকুইয়েম’ (২০০৭), ‘প্রিডেটরস’ (২০১০), ‘দ্য প্রিডেটর’ (২০১৮) ও ২০২২ সালে ‘প্রেই’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় অ্যানিমেটেড স্পিন অব ‘প্রিডেটর: কিলার অব কিলারস’।

সব কটি ছবিতেই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মানুষের সঙ্গে অচেনা শিকারির লড়াইকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। ভক্তদের জন্য সুখবর হলো, পর্দায় আসছে সিরিজের নতুন সিনেমা। ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ নামের এই সিনেমা পরিচালনা করেছেন ড্যান ট্রাখটেনবার্গ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং এবং নিউজিল্যান্ডের অভিনেতা ডিমিট্রিয়াস শুস্টার কোলোমাটাঙ্গি। ৭ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে বলে মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’ সিনেমার পোস্টার। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ