চট্টগ্রামে লরির পেছনে ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত
Published: 22nd, June 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ে লোহার অ্যাঙ্গেলবাহী লরির পেছনে স্ক্র্যাপবাহী একটি ট্রাকের ধাক্কায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম ফারুক হোসেন (৩৯)। তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ির বসু মিয়াপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে। নিহত আরেকজন রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইলের দেলদুয়ার থানার চকতৈল গ্রামের মৃত আনোয়ারুল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী লেনে চলা স্ক্র্যাপবাহী ট্রাকটি সামনের লোহার অ্যাঙ্গেলবাহী একটি লরিকে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ফারুক হোসেন। ট্রাকের ভেতরে আটকে পড়া চালকের সহকারী রবিউল ইসলামকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে মৃত ও তাঁর সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাতে ঢাকা আসছেন শোয়েব আখতার
পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শনিবার দিবাগত রাতে ঢাকা আসছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ রাইজিংবিডিকে বলেছেন, ‘‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ১৬ তারিখ তিনি ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন।’’
ঘণ্টায় সর্বোচ্চ ১৬১.৩৭ কিলোমিটার গতির বলের মালিক শোয়েবকে নিয়ে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘‘কৌশলের সঙ্গে গতির মেলবন্ধ। আমাদের মেন্টর- শোয়েব আখতার। গর্জন শুরু হোক!।’’
গত আসর দিয়ে বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে তারা সঙ্গে পেয়েছিল পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমলকে। এবার নতুন রূপে, নতুন পরিকল্পনায় মেন্টর হিসেবে যুক্ত করেছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েবকে।
২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর চ্যারিটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও পেশাদার কোনো টুর্নামেন্টে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসারকে আর মাঠে দেখা যায়নি।
খেলার ছাড়ার পর ধারাভাষ্যকার ও নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে দেখা যায়।
ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।
ঢাকা/ইয়াসিন