চট্টগ্রামের মিরসরাইয়ে লোহার অ্যাঙ্গেলবাহী লরির পেছনে স্ক্র্যাপবাহী একটি ট্রাকের ধাক্কায় চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম ফারুক হোসেন (৩৯)। তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ির বসু মিয়াপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে। নিহত আরেকজন রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইলের দেলদুয়ার থানার চকতৈল গ্রামের মৃত আনোয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী লেনে চলা স্ক্র্যাপবাহী ট্রাকটি সামনের লোহার অ্যাঙ্গেলবাহী একটি লরিকে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ফারুক হোসেন। ট্রাকের ভেতরে আটকে পড়া চালকের সহকারী রবিউল ইসলামকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাফায়েত হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে মৃত ও তাঁর সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম রসর ই সহক র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ